ঋষি দরবেশের সঙ্গ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ২ বছর পূর্বে "বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ" অনুচ্ছেদে


বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

চিত্র:রংপুর জিলা স্কুল মসজিদ.png ফাইলের উৎস সমস্যা[সম্পাদনা]

চিত্র:রংপুর জিলা স্কুল মসজিদ.png আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।

যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।

আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৩০, ১৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:রংপুর জিলা স্কুল পুকুর.png ফাইলের উৎস সমস্যা[সম্পাদনা]

চিত্র:রংপুর জিলা স্কুল পুকুর.png আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।

যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।

আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৩২, ১৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:রংপুর জিলা স্কুল মসজিদ.png ফাইলের উৎস সমস্যা[সম্পাদনা]

চিত্র:রংপুর জিলা স্কুল মসজিদ.png আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।

যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।

আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৩২, ১৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ছবি আপলোড প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় আরাফাত হাসান, উইকিপিডিয়ায় আপনি কিছু ছবি আপলোড করেছেন। যদি ছবি গুলো আপনার নিজের কাজ হয় তাহলে সেগুলো উইকিমিডিয়া কমন্সে আপলোড করুন। তাহলে তা খুব সহজে সব ভাষার উইকিতে ব্যবহার করা যাবে। --কায়সার আহমাদ (আলাপ) ০৭:৪৫, ২১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিবর্তনবাদের ইতিহাস[সম্পাদনা]

যত দ্রুত সম্ভব এই নিবন্ধে দুই প্যারা যোগ করুন, ইংরেজি থেকে অনুবাদ করতে পারেন। অর্ণব (আলাপ | অবদান) ০৪:০৯, ২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় আরাফাত হাসান,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

পিয়ার-টু-পিয়ার, এসএইচএ-২[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে দুই/তিন প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি খালি হিসেবে তৈরি করেছিলেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে দুই/তিন প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৪, ৬ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ফার্মির হেয়ালি নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

ফার্মির হেয়ালি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ফার্মির হেয়ালি পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। আরাফাত হাসান (আলাপ) ০৯:৪৬, ১০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ফার্মি হেঁয়ালি[সম্পাদনা]

সুধী, অন্যের মতামত ব্যতীত নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন। দয়া করে আলাপ:ফার্মির হেঁয়ালি পাতায় অন্য ব্যবহারকারীর মতামত নিয়ে তারপর স্থানান্তর করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৭, ১০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমি খেয়াল করলাম, আপনি একই কাজ নিয়মিত করে চলছেন। দয়া করে এমনটি করবেন না। উইকিপিডিয়াতে সবার ঐকমত্যের ভিত্তিতে এমন শিরোনাম পরিবর্তন করতে হয়। এমনিতে একেবারেই বানান ভুল বা ক্লিয়ারকাট কেইসে আপনি স্থানান্তর করতেই পারেন কিন্তু এ ধরণের ক্ষেত্রে অবশ্যই অন্য ব্যবহারকারীর মতামত নিতে হবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:১৮, ১০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে। আমার বিবেচনায় ছিলো যে এটা গুরুতর অসামঞ্জস্যতা। আশা করি শীঘ্রই আলোচনা সাপেক্ষে সমাধান হবে।

কমলা হ্যারিস[সম্পাদনা]

আরাফাত ভাই, পাতাটি আমার নজর তালিকায় থাকায় আমি খেয়াল করলাম আপনি নিবন্ধটিতে ইংরেজি উইকির সংযোগ তৈরী করছেন। এটার কোনো প্রয়োজন নাই। যেসব নিবন্ধ বাংলায় নেই সেগুলোর সংযোগ দেয়ার দরকার নেই। যদি এমন হয় যে, সংযোগের নিবন্ধটি খুব শীঘ্রই বাংলায় তৈরী হতে হতে পারে তবে লাল লিংকই রেখে দেন। উইকিপিডিয়ায় সময় দেয়ার জন্য ধন্যবাদ। • ইয়াহিয়াআলাপ১২:৫২, ১৪ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@YahyA: কিছু লিংক ইংরেজি উইকিতে দিয়েছি। যেগুলোর লিংক ছাড়া ভালো বোঝা যায় না এবং অদূর ভবিষ্যতে বাংলাতে অনূদিত হওয়ার সম্ভাববনা দেখছি না। যেমন: নিয়ন্ত্রিত পদার্থের তফসিল হতে গাঁজা বাতিলকরণ বা প্রগতিশীল কর সংস্কার। ইংরেজিতে লিংক দেয়ার মূল কারণই এটা যে লিংক ছাড়া ওই শব্দগুচ্ছ খুব কমই বোধগম্যতা তৈরি করছিলো। তবে এটা যদি উইকিপেডিয়ার রীতিবিরুদ্ধ হয়, তবে ঠিক আছে, এমন না করাই ভালো হবে। — ঋষি দরবেশ আলাপ ১৩:০৪, ১৪ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন[সম্পাদনা]

হ্যালো আরাফাত হাসান: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০১:০০, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাঁশ[সম্পাদনা]

নিবন্ধটির বর্ণনাভঙ্গিতে আপনি কী সমস্যা দেখলেন?—ইয়াহিয়াআলাপ০৫:২৬, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Yahya: কিছু অংশ পত্রিকার রিপোর্ট বলে ভ্রম হয়। শেষের দিকে লেখার সুর বিশ্বকোষীর বর্ণনাভঙ্গির সাথে মেলে না, যেমন— "এই গণপুষ্পায়ণ ও সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে টিভিতে ইন্টারভিউ দিয়েছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক ডানিয়েল জ্যানজেন। গাছ তার বংশরক্ষার জন্যেই এমন কৌশল অবলম্বন করেছে বলে তার বিশ্বাস।" আমার ধারণা, ভুল হতে পারি, পপুলার সায়েন্সের কোন বই বা সাময়ীকির অনুসরণে এটা লেখা হয়ে থাকতে পারে— "এই ফুল থেকে ফল হয়, অন্য বাঁশের তুলনায় বেশ বড়সড় ফল, জলপাইয়ের চেয়েও বড়। ফল পড়ে গাছের তলা বিছিয়ে থাকে। বাঁশঝাড়ও মরে যায়, যে প্রচণ্ড শক্তি ব্যয় করে সে বংশ-ফসল ফলায় তাতে তার আর জীবনীশক্তি থাকে না। বাঁশঝাড়তলায় লক্ষ লক্ষ ভুক্ত ফলের মধ্যে তখনো অলক্ষ্যে লুকিয়ে থাকা অনেক ফল থেকে জন্ম নেয় নতুন বাঁশের চারা। আবার গড়ে ওঠে বাঁশের নতুন জনপদ।" আমার বিবেচনায় যা ন্যায্য কর্তব্য মনে হয়েছে আমি তা করেছি। আপনার সম্পাদনা এবং মত আমি সম্মান করি। ধন্যবাদ। — ঋষি দরবেশ আলাপ ১৩:০৬, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
প্রথমটা একজন বিজ্ঞানীর মত, তাই আমি কোনো সমস্যা দেখছি না। দ্বিতীয়টায় লেখক একটু সাহিত্যিক ভঙ্গি মিশিয়েছেন। আপনার কাছে যদি মনে হয়, এটা বিশ্বকোষীয় নয়, তবে এক মিনিট খরচ করে সংশোধন করাই শ্রেয়। বর্ণনাভঙ্গি ট্যাগ লাগালে বোঝায় এই পাতার বর্ণনাভঙ্গিতে বড়সড় সমস্যা রয়েছে। আপনিই বলুন, এটি তেমন বড় কোনো সমস্যা? ট্যাগ লাগানোয় উইকিপিডিয়ার কোনো লাভ নেই, বরং সংশোধন করে মানসম্মত করলেই লাভ। যখন একজন পাঠক এসে দেখবেন উপরে লেখা- এই পাতার বর্ণনাভঙ্গিতে সমস্যা আছে। তখন ওই পাঠক না পড়েই চলে যাবেন। দয়া করে, নেগেটিভলি নিবেন না। আমি গুরুতর কোনো সমস্যা না থাকলে ট্যাগ লাগানোর বিপক্ষে। আমার বর্তমান নাম Yahya। অধিগ্রহণ করে নামটি নিয়েছি। ধন্যবাদ। :) —ইয়াহিয়াআলাপ১৬:৫৫, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
পাঠকের দৃষ্টিকোণ থেকে আপনার উদ্বেগ যথার্থ মনে করছি। এবং একমত যে বর্ণনাভঙ্গিতে গুরুতর সমস্যা না থাকলে বর্ণনাভঙ্গি ট্যাগ না লাগানোই ভালো। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। — ঋষি দরবেশ আলাপ ১৭:০৩, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় আরাফাত হাসান,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন