বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Shohana meem/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টুফেসবুকার

কলেজ পড়ুয়া নীলা বাসায় সবার কাছে একটু বেশি স্পেশাল।যার কারণ সে অন্য সবার থেকে বেশি স্মার্ট ,পড়াশোনাতেও খুব ভালো।বাবা সারাদিন অফিসে থাকে।আর মা? হাউজমেকার।টেনেটুনে ফাইভ পাশ।সবার ধারনা সে কিছুই জানেনা।একদিন নীলার মা দেখতে আসলো মেয়ে পড়ছে কিনা।কিন্তু এ কী! ফোনে কি যেন দেখছে আর হাসছে।মা ছো মেরে ফোন নিয়ে গেল।নীলা মায়ের অজ্ঞতার কারণে মোটেও বিব্রত হলো না।বাবার হাতে ফোনটা না গেলেই হয়।কিছুদিন ধরে নীলা একটা ছেলের সাথে ফেসবুকে চ্যাট করে। ছেলেটা নীলাকে ভালবাসলেও নীলা তার ভালোবাসা নিয়ে মজা করে।একরকম টাইম পাস।ছেলেটা জানে নীলা তাকে ভালোবাসে কিন্তু নীলার মনে কি আছে তা কেউ জানে না।কিছুক্ষন পর মা এসে ফোন দিয়ে গেল আর বলল" আমি খুব খুশি।আমার মেয়ে নিজে যেমন ব্রিলিয়ান্ট তেমন মেধাবী বন্ধুদের সাথেই চলাফেরা।" "কিন্তু কেন মা?" "ঐ যে তুই ইংরেজী তে কি সব লিখেছিস জীবনে অমন শব্দই তো চোখে দেখিনি।pls,tnx,wlc,lol,wtf এসব কি মা?" "ওহ মা,তুমি আমার মতো পড়াশুনা করলে না বুঝবা?এখন যাও মা" মা খুশি হয়ে বলল,"আচ্ছা মা,তুই ভালো করে ইংরেজী চর্চা কর।"

টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে।নীলা ফেল করেছে।ইংরেজী আর রসায়নে।ফেল করলে তো আর পরীক্ষা দিতে দিবেনা।যাহ ২ বছর শেষ।আগে যদি ভালোমত পড়তাম!

বাসায় জানাজানি হয়ে গেল।মা নীলার ঘরে ঢুকেই একটা ছেলের ছবি দিল।বলল,"দেখ পছন্দ হয় কিনা"

নীলার তখন চক্ষু চড়কগাছ।এ তো আকাশ,সেই ফেসবুক প্রেমিক।এইটা মা পেল কোথায়?কিছু বলার আগেই মা বলল,"পছন্দ না করার উপায় নেই।সেদিন তোর মেসেজ দেখলাম,'jan,ami tmkei biye krbo.tnsn kro na' হতভম্ব হয়ে যায় নীলা।"শোন নীলা আমি আর তোর বাবা তাদের কে খবর দিছি।একটু পর তোকে বিয়ে করে নিয়ে জাবে।এহহহ কি আমার ইংরেজীর জাহাজ হইছে আবার ফেল করে।যা গিয়ে সংসার কর।"নীলা বলল,"কিন্তু মা,তুমি তো পড়তে পার না,কিভাবে পড়লে?"

"আরে গাধা,আমি সাইকোলজী তে অনার্স করছি।বুঝবো না কেন?"

"কিন্তু মা,তুমি তাহলে মিথ্যা বললে কেন?"

"কারন আমি চাইতাম আমি যেন তোর পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে পারি।"

নীলা কাঁদছে।বাসরঘরে প্রথম জামাইকে দেখে এক চিৎকারে অজ্ঞান।মিশকালো,বড় বড় দাঁড়ী ,বাবড়িওয়ালা লোকটা বুঝতেই পারল না কিছু।হাতে বিশাল একটা ব্যাটারি নিয়ে ঢুকল।

ঃ এই এটা কি?

ঃবেডাড়ি,রিস্কার।কাল্কা তো চালাইতে হইবো।

ঃতুমি রিকশা চালাও তাইলে এই সুন্দর বাড়ি কার?

ঃমামুর।মামুই কইছে আজকা বাসর কইরা কাল্কা গাঁয়ে চইলা জাইতে।তুমি ঘুমাও সকালে উঠতে হইব আবার।

ঃতু তু তুই একটা চিট। এগুলো আগে বলিস্নি কেন?

ঃতুমি তো বলছিলা আমার সাথে গাছতলাতেও থাকতে রাজি।

ঃআর ওই সুন্দর ছেলেটা কে? যার ছবি দিছিলা ফেসবুকে?আগে তো সুন্দর করে কথা বলতে এখন এইভাবে বল কেন?

ঃঐডা এডিট করা। ছূডুকালের ছবি। আর কথা আমি মুহে কইতাম বন্দু লেইখা দিত।আর তুমার লেখা কথা গুলা পইড়া শুনাইতো।আখ্যান