বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Shemul/শাহ্‌ মাখদুম হল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অলি আওলিয়াদের পূ্ন্যভূমি এই বাংলাদেশের যে কজন সুফি-সাধকের নাম সর্বজন বিদিত তারমদ্ধে রাজশাহী অঞ্চলের সর্বজনের হ্রদয় কোটরে সমাসীন পীর-এ-কামেল হযরত শাহমখদুম (র) এর স্মৃতিকে বুকে ধারন করে সগৌরভে দাড়িয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজে ঘেরা ক্যাম্পাসে রাজশাহী-ঢাকা মহাসড়কের বিনোদপুর বাজারের উত্তরে তিন হল ঘেরা চত্তরে ঐতিহ্যবাহী শাহ্ মখদুম হল। তিনতলা বিশিষ্ট এ হলটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। হলের প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হলকে অফিসিয়ালী পূর্ব ও পশ্চিম ব্লকে ভাগ করা হয়েছে, যার মদ্ধে দাড়িয়ে আছে সুবিশাল অডিটরিয়াম। নীচতলা উত্তরে প্রাধ্যক্ষ কক্ষ সহ অতিথি কক্ষ, অফিস সমূহ, লাইব্রেরি ও ইন্টারনেট রুম। পশ্চিমে ক্যান্টিন, পত্রিকা কক্ষ, সুবিশাল মসজিদ ও কমনরুম, আর পূর্বে আছে ২ টি ডাইনিং। হলের আসন সংখা ৪৩০। হলের আবাসিক ও অনাবাসিক ছাত্র সংখ্যা যথাক্রমে ৪৩০ ও ১৮৬৮ জন। বর্তমানে হলের প্রাদ্ধ্যক্ষের দায়িত্বে আছেন ড. মো ইমতিয়াজ আহমদ।

তথ্যসূত্র[সম্পাদনা]

প্রাদ্ধ্যক্ষ অফিস, শাহ্ মখদুম হল।