বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Nobin Sadik/ফারুক হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফারুক হোসেন

বাংলাদেশী ছড়াকার ও শিশু সাহিত্যিক

[১]

বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক ফারুক হোসেন। সত্তুর দশকের অপরাহ্নে আত্মপ্রকাশ করেন। আশির দশক থেকে তার ছড়া জনপ্রিয়তা লাভ করে।

জন্ম ও শৈশব[সম্পাদনা]

ফারুক হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে ১ জানুয়ারি, ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। বাবা মোঃ মোজাম্মেল হোসেন, মা ফিরোজা বেগম। শৈশব এই গ্রামেই অতিবাহিত। ১৯৬৪ সালে তিন বছর বয়সে তার জীবনে মাতৃবিয়োগ ঘটে।[১]

ছাত্রজীবন[সম্পাদনা]

ছাত্রজীবন শুরু করেন প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৭১ সালে বাবার চাকরি ও কর্মস্থল ব্রাম্মনবাড়ীয়ায় অন্নদা সরকারি হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। স্বাধীনতার পর ১৯৭১ সালে চাঁদপুরের বলাখাল জে এন উচ্চবিদ্যালয়ে ভর্তি ও অটোপ্রমোশন এ সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ এবং   ১৯৭৬ সালে একই স্কুল থেকে এসএসসি এবং চাঁদপুর কলেজ থেকে ১৯৭৮ সালে এইএসসি সম্পন্ন করেন। ১৯৮২ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে বিএসসি অনার্স এবং ১৯৮৩ সালে মাস্টার্স সম্পন্ন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

বিসিএস ১৯৮৫ ব্যাচে সহকারি সচিব হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস এ যোগদান। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, খাদ্য, পাট, মহিলা ও শিশু, ডাক ও টেলিযোগাযোগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করেন। মাঠ পর্যায়েও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত আন্তর্জাতিক কমডিটি বডি, আন্তর্জাতিক পাট স্টাডি গ্রুপে কাজ করেন। কর্মজীবনে তিনি সরকারি ক্রয় ও পিপিপি বিষয়ে বিশেষ জ্ঞান ও শিক্ষা অর্জন করেন। চাকরিরত থাকাকালে তিনি মানব সম্পদ উন্নয়নে এমবিএ, পাবলিক প্রকিউরমেন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এ মাস্টার্স, ডেভেলপিং ইকনমিকস এ ডিপ্লোমা এবং পিপিপি তে পড়াশোনা করেন। ২০১৯ এ তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী চেয়ারম্যান হিসেবে কাজ করেন।[২] ২০২০ সালের ফ্রেব্রুযারীতে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এখন তিনি বিশ্ব ব্যাংকের পরিসি প্রকিউরমেন্ট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।[১]

গ্রন্থাবলি[সম্পাদনা]

তাঁর গ্রন্থসংখ্যা অর্ধশতাধিক। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ ছড়া লুটোপুটি (১৯৮৪), উড়োচিঠি ( ১৯৯০), ছড়ার জলে জোসনা জ¦লে ( ১৯৯৭), নাকখপতা ( ১৯৯৪),সজাগ থাকার দিন ( ২০০২) লম্বা মোটা বেঁটে (২০০২ ) (পাতায় পাতায় ছড়া (২০০৪ ), শতরকমের ছড়া ( ২০০৫), রূপ বদলের খেলা ( ২০০৫ ), উড়ান পাখি ( ২০০৮),ফাঁক ফোকর ( ২০০৮), পাখি হব ( ২০১০), ঘুড়ির মতো উড়ি ( ২০১৭), ছবি খাতা ( ২০১৭), ছোটো ছোটো ছড়া ( ২০১৭) গল্প : পামস্যার(২০০০) , হঠাৎ এলো জংলী হাতি ( ২০০২)বায়োস্কোপ( ২০০২) , ফুল ফোটানো বুড়ো( ২০০২), কাচ পাহাড়ের রাজকন্যে, গল্প নিয়ে গল্প( ২০০৬), পাখি এবং পাখি ( ২০১০), মুজিব বাইয়া যাওরে ( ২০২০) , ভ্রমণ রচনা : টোকিওর টুকিটাকি ( ১৯৯৮) , নিপ্পনের নানা কথা(২০০১), নজর কাড়া নিহণ(২০০৬) , জাপান মানে জমজমাট( ২০০৬) , চোখ মেলে রাখি(২০১৮)[৩], রমনীয় রোম(২০১০) , পথ চলাতেই আনন্দ(২০১৪), আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি (২০১৯)সাজানো কাজান(২০২০), আমাদের কাবা (২০১০) , রেফারেন্স গ্রন্থ : বিশ^দিবস(২০০১), জাতীয় দিবস (২০০৩), বাংলাদেশের মেলা ( ২০০৫)উৎসব (২০১৭),মহাকাশে বাংলাদেশ ( ২০১৮) সম্পাদনা : একুশের ছড়া কবিতা (১৯৯৯)।[১]

সম্মাননা ও স্বীকৃতি[সম্পাদনা]

১) ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরষ্কার-১৯৮৫ ২) সমন্বয় প্রকাশন প্রদত্ত আইরিন আফসানা ছড়া পদক-২০০১, ৩) নারী সংগঠন উন্নয়না প্রদত্ত কাজী কাদের নওয়াজ শিশু সাহিত্য পুরস্কার- ২০০০, ৪) পালক শিশু সাহিত্য সংসদ প্রদত্ত পালক এ্যাওয়ার্ড-২০০০, ৫) সিলেটের শেকড়ের সন্ধানে সামাজিক সাংস্কৃতিক ও প্রকাশনা প্রতিষ্ঠান প্রদত্ত শেকড়ের সন্ধানে এ্যাওয়ার্ড-২০০০, ৬) চন্দ্রাবতী একাডেমি স্বর্ণপদক-২০০১ ৭) মাইকেল মধুসুদন একাডেমি পুরস্কার-২০০২। ৮) শিশু পত্রিকা প্রদত্ত শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্মতিপদক-১৯৯৮ ৯) কবি আবু জাফর ওবায়দুলাহ স্মৃতি পুরষ্কার-২০০৬ ১০) এম নূরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার-২০১৬ ১১) অগ্রণী ব্যাংক –শিশু একাডেমী শিশু সাহিত্য পুরস্কার ২০১৬ ১২) সিকান্দার আবু জাফর পুরস্কার ২০১৮ ১৩) বাংলাদেশ শিশু সাহিত্য সংসদ শিশু সাহিত্য পুরস্কার ২০১৮ ১৪ ) আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার ২০১৮[৪]

১৫) চ্যানেল আই –সিটি ব্যাংক-আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার-২০১৮ [২]

  1. [boierduniya.com/book/ফাঁকফোকর "ফাঁকফোকর"] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)boierduniya.com/book/ফাঁকফোকর। সংগ্রহের তারিখ ২৭/০৯/২০২০  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "লেখক ফারুক হোসেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী চেয়ারম্যান"amadershomoy.com। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৭ 
  3. "১৪ জন শিশু সাহিত্যিক পাচ্ছেন 'আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার' | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৭ 
  4. "আবু হাসান শাহিন পুরস্কার পাচ্ছেন ফারুক হোসেন"dmpnews। সংগ্রহের তারিখ ২৭/০৯/২০২০  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)