ব্যবহারকারী:Mrb Rafi/বাংলাদেশ পিস ক্লক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশ পিস ক্লক কানাডার অন্টোরিও অঙ্গরাজ্যের উইন্ডসর শহরের ওয়েইনডট স্ট্রিট ও আউলেট এভিনিউতে অবস্থিত স্ট্রিট ক্লক বা পথঘড়ি, যেটি কানাডা প্রবাসী বাংলাদেশী আজিজ চৌধুরীর অনুদানে শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে তৈরি হয়েছিল। ২০১০ সালে পথঘড়িটি তৈরি করা হয় এবং আজিজ চৌধুরী ৩০ হাজার কানাডিয়ান ডলার এর জন্য অনুদান প্রদান করেন।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

আজিজ চৌধুরী প্রথম দিককার বাংলাদেশী প্রবাসী হিসেবে উইন্ডসরে বেশ পরিচিত ছিলেন। কানাডায় বাংলাদেশী সম্প্রদায়কে একত্রিত করতে তিনি বেশ সচেষ্ট ছিলেন। তাঁর মতে এলাকাটিতে হাঁটতে বেরোলে সকলে যখন একে অপরকে সময় জিজ্ঞেস করতো, তখন তাঁর মাথায় এরকম একটি স্থাপনার কথা মাথায় আসে। তাই ১৯৭৯ সালে উইন্ডসরে আসার পর স্থানীয়দের আতিথেয়তা ও বন্ধুত্বের প্রতি সম্মান জানিয়ে ২০১০ সালে শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে ৩০ হাজার কানাডিয়ান ডলার ব্যয়ে তিনি এ ঘড়িটি স্থাপন করেন।[৩][৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Georgieva, Katerina (জুন ০৩, ২০১৮)। "'We really miss him': Man behind Windsor's Bangladesh Peace Clock laid to rest"সিবিসি নিউজ। সংগ্রহের তারিখ জুন ২৭, ২০২২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Windsor Star"windsorstar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৭ 
  3. "City of Windsor Dedicates Bangladesh Peace Clock"Municipal Information Network (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৭ 
  4. "Downtown Streetscaping in full swing, Peace Clock lettered | windsoriteDOTca News - windsor ontario's neighbourhood newspaper windsoriteDOTca News"। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৭ 
  5. "Bangla heritage month walk in Windsor"Windsor (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৭