ব্যবহারকারী:Meghmollar2017/খেলাঘর/বাংলা বাগধারার তালিকা (অ-ঐ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এখানে অ-ঐ পর্যন্ত স্বরবর্ণ দিয়ে শুরু হওয়া বাংলা বাগধারার তালিকা দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, এখানে বাংলা ভাষার সমস্ত বাগধারার উদাহরণ সন্নিবেশিত করা সম্ভব হয়নি। আপনি এখানে আরও বাগধারা যোগ করে সাহায্য করতে পারেন।

[সম্পাদনা]

বাগধারা অর্থ
অ আ ক খ প্রাথমিক জ্ঞান
অকর্মকাণ্ড অপকর্মের ঘটা
অকর্মার ধাড়ি নিতান্ত অলস ব্যক্তি
অকাট মূর্খ জড়বুদ্ধিসম্পন্ন
অকাল অপক্ব বোকা, বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব[১]
অকাল কুষ্মাণ্ড মূর্খ, অকর্মণ্য, অপদার্থ, অকেজো
অকাল বোধন অসময়ে কোন কাজ সম্পাদন
অকালপক্ব ইঁচড়ে পাকা, বয়সের তুলনায় বেশি পাকা
অকূল-ভাসা কূলহীন পাথারে ভাসমান[১]
অকূল পাথার ভীষণ বিপদ, কঠিন বিপদ, মহাসঙ্কট
অকূলে কূল পাওয়া মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া, ঘোর সঙ্কটে সাহায্য পাওয়া
অকূলে ডুবা/ অকূলে ভাসা কঠিন বিপদগ্রস্ত হওয়া, প্রাণ যাওয়ার উপক্রম হওয়া[২]
অকূলের ভেলা অসহায় অবস্থার আশ্রয়
অক্কা পাওয়া মারা যাওয়া
অক্টোপাস ব্যাপকভাবে অনিষ্টকর প্রভাবযুক্ত শক্তি, চতুর্দিক থেকে বেষ্টিত[২]
(এক পয়সায়) অক্রূর সংবাদ শোনানো দীর্ঘ কাহিনী সংক্ষেপে বলা, মহামূল্যবান বস্তু সস্তায় বিকানো
অক্ষর পরিচয় পাঠারম্ভ, সামান্যতম জ্ঞান[৩]
অক্ষরে অক্ষরে সম্পূর্ণভাবে, যথাযথভাবে, হুবহু, অবিকল
অগস্ত্য যাত্রা শেষ যাত্রা, চিরদিনের জন্য প্রস্থান
অগাধ জলের মাছ সুচতুর ব্যক্তি
অগ্নিকাণ্ড তুমুল ঝগড়া, প্রচণ্ড মারামারি, কাটাকাটি[৪]
অগ্নিপরীক্ষা অতি কঠিন পরীক্ষা
অগ্নিপুরুষ তেজস্বী ব্যক্তি
অগ্নিবাণ চরম আঘাত
অগ্নিবৃষ্টি ক্রুদ্ধ তিরস্কার বর্ষণ[৫]
অগ্নিমন্ত্র কঠিন সংকল্প
অগ্নিমূর্তি, অগ্নিশর্মা অতিশয় ক্রোধান্বিত
অগ্রপশ্চাৎ ভালো-মন্দ, ভূত-ভবিষ্যৎ
অঘটনঘটনপটিয়সী অসাধ্য সাধনে সুনিপুণ
অঘাকান্ত, অঘাচণ্ডী, অঘারাম, অঘামারা মূর্খ, নির্বোধ বা অপদার্থ ব্যক্তি
অচলায়তন প্রগতিবিরোধী গতানুগতিক গোঁড়ামিপূর্ণ প্রথা বা প্রতিষ্টান[৬]
অজপাড়াগাঁ খাঁটি পল্লীগ্রাম
অজমূর্খ নিরেট মূর্খ
অজ্ঞাতকুলশীল, অজ্ঞাতপরিচয় সম্পূর্ণ অপরিচিত
অণুমাত্র সামান্য পরিমাণ, কিছুমাত্র, লেশমাত্র
অতশত নানা ব্যাপার, খুঁটিনাটি[৭]
অতিভক্তি কপট ভক্তি[৮]
অথই জল ভীষণ বিপদ
অদলবদল ওলটপালট[৯]
অদূরদর্শিতা, অপরিণামদর্শিতা ভবিষ্যৎ সম্পর্কে উদাসীনতা
অদূরদর্শী, অপরিণামদর্শী ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন, অবিবেচক
অদৃষ্ট পরীক্ষা ভাগ্য যাচাইকরণ, ভাগ্য পরীক্ষা
অদৃষ্ট লিখন/ অদৃষ্টের লিখন
অদৃষ্টের পরিহাস ভাগ্য-বিড়ম্বনা
অধরমদিরা/ অধরমধু/ অধরসুধা/ অধরামৃত পান করা চুম্বন করা
অধঃপাতে যাওয়া উৎসন্নে যাওয়া, খারাপ হওয়া, গোল্লায় যাওয়া[১০]
অনতিপক্ব অল্পবয়স্ক[১১]
অনধিকার প্রবেশ বিনা অধিকারে বা অনুমতিতে কোনো স্থানে প্রবেশ
অনধিকারচর্চা সীমার বাইরে পদক্ষেপ, যে বিষয়ে জ্ঞান নেই তার আলোচনায় লিপ্ত হওয়া বা হস্তক্ষেপ করা[১১]
অনন্তনিদ্রা মৃত্যু, চিরনিদ্রা
অনন্তশয্যা মৃত্যু
অনর্থপাত অশুভ ঘটনা, বিপদ[১২]
অনুরোধে ঢেঁকি গেলা অনুরোধে দুরূহ কাজ করতে সম্মতি জ্ঞাপন
অন্তর হওয়া দূরে যাওয়া, অন্তর্হিত হওয়া
অন্তরটিপুনি অন্যের অগোচরে কারো হৃদয়ে গোপন আঘাত দান[১৩]
অন্তিম অবস্থা, অন্তিম দশা মুমূর্ষু অবস্থা, শেষ দশা
অন্তিম কাল/ সময় শেষ সময়, মরণকাল
অন্তিম শয়ন/ শয্যা মৃত্যু
অন্ধ হওয়া কোনো বিষয়ে বা কারো দোষ বা গুণ না দেখা, হিতাহিত জ্ঞানশূণ্য হওয়া
অন্ধকার দেখা ভয়ে ও ভাবনায় দিগ্বিদিক জ্ঞানশূণ্য হওয়া, দিশেহারা হয়ে পড়া
অন্ধকার দেখানো বিপদে ফেলে অভিভূত করা[১৪]
অন্ধকারে ঢিল মারা আন্দাজ বা নিছক অনুমানের ওপর নির্ভর করে কোনো কাজ করা অথবা কোনো বিষয়ে মন্তব্য করা
অন্ধকারে থাকা কোনো বিষয়ে অজ্ঞ থাকা
অন্ধকারে হাতড়ানো অনুমানের ঊপর নির্ভর করে পথ চলা বা কোনো বিষয়ে অনুসন্ধান করা
অন্ধানুকরণ নির্বিচার অনুসরণ
অন্ধিসন্ধি
অন্ধের নড়ি/ যষ্টি অসহায়ের সহায়, অক্ষমের অবলম্বন
অন্ন ওঠা জীবিকা রহিত হওয়া, পরমায়ু শেষ হওয়া[১৪]
অন্নগত প্রাণ আহার্য ছাড়া বাঁচে না এমন[১৪]
অন্নজল ওঠা আয়ু শেষ হওয়া বা চাকরির মেয়াদ শেষ হওয়া[১৪]
অন্নথা করা লঙ্ঘন করা
অন্নের সংস্থান জীবিকের উপায়
অফ করা নিবানো
অবলীলাক্রমে অনায়াসে, সহজে, অসঙ্কোচে
অবস্থা বুঝে ব্যবস্থা পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম গ্রহণ
অবস্থাগতিকে পারিপার্শ্বিক অবস্থার চাপে
অবস্থাপন্ন সম্পদশালী, ধনবান
অবুরে-সবুরে কালে ভদ্রে, সময়ে সময়ে, মধ্যে মধ্যে, কখনো কখনো
অভ্রভেদী আকাশচুম্বী
অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু
অরণ্যে রোদন বৃথা ক্রন্দন, নিষ্ফল আবেদন, বৃথা অনুনয়-বিনয়
অর্ধচন্দ্র গলাধাক্কা
অলক্ষ্মীতে পাওয়া দুর্দশাগ্রস্ত হওয়া, দুর্ভাগ্যগ্রস্ত হতে হয় এমন আচরণে অভ্যস্ত হওয়া[১৫]
অলক্ষ্মীর দশা শ্রীহীনতা, দারিদ্র্য
অলক্ষ্মীর দৃষ্টি অভাব, অনটন, দুর্দশা
অলিগলি সংকীর্ণ পথ
অল্প জলের মাছ সামান্য সম্পদ বা বিদ্যা নিয়ে গর্ব করে যে ব্যক্তি
অল্পবিদ্যা সামান্য লেখাপড়া বা জ্ঞান[১৬]
অশ্বডিম্ব অসম্ভব বস্তু, কিছুই না
অশ্রুগদগদ আবেগাতিশায্যে প্রায় রুদ্ধবাক বা অস্ফুটবাক
অষ্টপ্রহর সর্বদা, সর্বক্ষণ
অষ্টরম্ভা কিছুই না, ফাঁকি, শূণ্য
অসংস্কৃত বাক্য অমার্জিত বাক্য, অসংশোধিত বা অশ্লীল বাক্য[১৭]
অসমদর্শী পক্ষপাতী, একচোখা
অস্ত্র করা
অস্থিচর্মসার অতিশয় শীর্ণ
অস্থিদাহকারী হাড়জ্বালানী, অতিশয় দুষ্ট বা চঞ্চল
অস্থিসার অতিশয় শীর্ণ
অহিনকুল সম্বন্ধ ভীষণ শত্রুতা, সহজাত শত্রুতা[১৮]
অহিনকুলিকা চিরবিরোধ, চিরশত্রুতা
অহোরাত্রি সর্বদা, সবসময়ে, দিনরাত
অয় বট প্রাচীন ব্যক্তি[১৯]

[সম্পাদনা]

বাগধারা অর্থ
আওয়াজ তোলা শব্দ করা, ফরিয়াদ করা,[২০] প্রতিবাদ, কোনো কথা উত্থাপন
আঁক কাটা আঁচড় দেওয়া বা কেটে দাগ করা
আঁকজোক কাটা যথেচ্ছভাবে হিজিবিজি আঁচড় কাটা বা রেখা টানা
আঁকুপাঁকু করা ছটফট করা
আঁখমুচোলি খেলা কানামাছি খেলা[২১]
আঁচড় কাটা স্বল্প পরীক্ষা বা চেষ্টা করা
আঁচল ধরা রমণীদের একান্ত অনুগত[২১]
আঁচল ধরে বেড়ানো স্ত্রীলোকদের দ্বারা পরিচালিত হওয়া বা তার অধীন হয়ে চলা[২১]
আঁজি ধরা চুন সুরকি সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা ইট পাথরের জোড়ের মুখ বন্ধ করা[২২]
আঁটিআঁটি, আঁটিসাঁটি নিজের প্রাপ্য বুঝে নিতে অতিশয় যত্ন
আঁত ওঠা দুর্গন্ধে বমন বমন ভাবের আতিশয্য হওয়া[২৩]
আঁত খালি হওয়া, আঁত বসা, আঁত পড়া উদরে অন্ন না থাকা[২৩]
আঁত পাওয়া ভার মনের অভিপ্রায় জানা মুশকিল
আঁত মরা অল্পভোজী বা ভোজনশক্তিহীন[২৩]
আঁতকে ওঠা চমকে ওঠা, সচকিত হওয়া
আঁতিপাঁতি সব জায়গায়
আঁতুড়ে খোকা/ ছেলে নিতান্ত শিশু
আঁতে আঁতে মর্মে মর্মে, অন্তরে অন্তরে, ভিতরে ভিতরে, গোপনে
আঁতে ঘা হৃদয়ে বা মর্মে আঘাত
আঁতের টান নাড়ির টান, রক্তের টান
আঁদরু-পেদরু সাহেবিয়ানার আতিশয্য প্রকাশকারী ব্যক্তি
আঁধার ঘরের বাতি/ মানিক দুঃখ ও কষ্টের জীবনে একমাত্র সুখের বস্তু, বিধবার একমাত্র সন্তান[২৩]
আঁধারে ঢিল ছোড়া/ মারা কোনো বিষয়ে সঠিক না জেনে আন্দাজে কিছু বলা বা আন্দাজের উপর নির্ভর করে কাজ করা
আঁধারের বাতি তাপিত হৃদয়ের আনন্দকর বস্তু[২৩]
আকণ্ঠ সর্বতোভাবে[২৪]
আকার-ইঙ্গিত ভাবভঙ্গি, ইশারা, সংকেত
আকার-প্রকার ভাবভঙ্গি
আকাশ থেকে পড়া অজানা বিষয় হঠাৎ জানতে পেরে অত্যন্ত বিস্মিত হওয়া, না জানার ভান করে বিস্ময় প্রকাশ করা[২৫]
আকাশ ভেঙে পড়া হঠাৎ মহাবিপদে পড়া, দুঃখ বা ভাবনার বোঝা নেমে আসা[২৫]
আকাশ হাতে পাওয়া দুর্লভ বস্তু বা দুরাকাঙ্ক্ষিত বিষয় লাভ বা লাভের আশ্বাস পাওয়া[২৫]
আকাশ-কুসুম অলীক কল্পনা, কাল্পনিক বিষয় বা বস্তু
আকাশ-পাতাল সর্ববিষয়ে, সর্বত্র,[২৫] সীমাহীন, দুরতিক্রম্য[২৬]
আকাশ-পাতাল চিন্তা/ ভাবনা যে চিন্তা বা ভাবনার অবধি নেই[২৫]
আকাশ-পাতাল তফাত/ প্রভেদ আসমান-জমিন ফারাক, দুরতিক্রম্য ব্যবধান
আকাশ-পাতাল তোলপাড় করা তন্ন তন্ন করে খোঁজা
আকাশচুম্বী অত্যন্ত উচ্চ[২৫]
আকাশে তোলা প্রাপ্যের অতিরিক্ত প্রশংসা করা
আকাশের চাঁদ দুর্লভ বস্তু
আকাশের চাঁদ হাতে পাওয়া দুর্লভ বা আশাতীত বস্তু লাভ করা
আকুলি-বিকুলি (করা) উৎকণ্ঠা, আগ্রহ, ব্যস্তসমস্ত ভাব
আকৃতি-প্রকৃতি হাবভাব
আক্কেল গুড়ুম হতবুদ্ধিতা, আকস্মিক ভয়ে বুদ্ধিলোপ, স্তম্ভিত, হতবুদ্ধি
আক্কেল দাঁত ওঠা পরিণত বুদ্ধির অধিকারী হওয়া
আক্কেল দেওয়া বুদ্ধির খর্বতা প্রমাণ করা, ঠকানো
আক্কেল মিঞা অতিপণ্ডিত, অতিবুদ্ধিমান, মূর্খ
আক্কেল হওয়া বিপদে পড়ে শিক্ষা হওয়া
আক্কেলসেলামি কৃত অপরাধ বা মূর্খতার জন্য প্রাপ্য শাস্তি বা ফলভোগ
আখড়াই দেওয়া অভিনয়াদি অভ্যাস করা[২৭]
আখের গোছানো ভবিষ্যৎ গুছিয়ে নেওয়া
আগ বাড়ানো, আগ বাড়া জিজ্ঞাসিত না হয়ে, গায়ে পড়ে, নিজে থেকে[২৮]
আগডুম বাগডুম/ আগড়ম বাগড়ম অর্থহীন, ছেলেভুলানো
আগড়-বাগড় নানা প্রকার বাজে জিনিস, অখাদ্য, আবোল তাবোল বা অসংলগ্ন কথা[২৮]
আগপাছ অগ্রপশ্চাৎ, পূর্বাপর
আগর মগর ইতস্তত ভাব, বিলম্ব, দীর্ঘসূত্রিতা
আগলি কাটা ঠেলে আগে যাওয়া, অন্য সকলকে ফেলে আগে বাড়া
আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত, আদ্যন্ত, আপাদমস্তক
আগুন ধরা/ লাগা অভাব, উপদ্রব, বিপত্তি, বিশৃঙ্খলা প্রভৃতির আবির্ভাব হওয়া[২৯]
আগুন নিয়ে খেলা করা বিপত্তিকর জিনিস নিয়ে খেলা করা, অনিষ্টকর জিনিসে হাত দেওয়া
আগুন লাগা সংসার নষ্ট হচ্ছে এমন সংসার
আগুন লাগানো উত্তেজিত করা বা রাগিয়ে দেওয়া, ঝগড়া বাধানো
আগুন হওয়া অতি ক্রুদ্ধ হওয়া, উত্তপ্ত বা গরম হওয়া, অতি দুর্মূল্য হওয়া[২৯]
আগুনে ঘি ঢালা রাগ বাড়ানো
আগুপাছু, আগুপিছু, আগেপাছে অগ্র-পশ্চাৎ, ভূত-ভবিষ্যৎ, পরিণাম
আগুপিছু/ আগেপাছে করা ইতস্তত
আগেভাগে সর্বাগ্রে, পূর্বে[২৯]
আগ্নেয় অক্ষর স্পষ্ট ভাষা[৩০]
আঙুল ফুলে কলাগাছ অকস্মাৎ বা অতিদ্রুত পদোন্নতি বা ঐশ্বর্য বৃদ্ধি
আঙুল মটকানো অভিশাপ দেওয়া
আচমকা সুন্দরী প্রকৃত সুন্দরী নয় কিন্তু হঠাৎ দেখলে সুন্দরী মনে হয় এমন, ক্ষণিক রূপের মোহ সৃষ্টিকারিণী[৩০]
আচাভোয়া বোম্বাচাক অদ্ভুত বিষয়, অসম্ভব ব্যাপার[৩১]
আছিদর দোষদুষ্ট, সদোষ, ধূর্ত[৩২]
আজকাল বর্তমান কালে, অধুনা
আজকাল/ আজিকালি করা গড়িমসি করা, টালবাহানা করা
আজ নয় কাল দীর্ঘসূত্রিতা, গড়িমসি
আজ বাদে কাল শীঘ্র, অদূর ভবিষ্যতে
আজগুবি কথা ভিত্তিহীন অবিশ্বাস্য রটনা
আটকপালে হতভাগ্য
আটখানা অস্থির, কুটিকুটি
আটখানা করা টুকরা টুকরা বা খণ্ড খণ্ড করা
আটখানা হওয়া অস্থির হওয়া বা ফেটে পড়া
আটঘাট বাঁধা সকল বাধাবিঘ্নের সম্ভাবনা রোধের চেষ্টা করা[৩৩]
আটপৌরে অষ্টপ্রহর বা সর্বদা ব্যবহারের উপযুক্ত, পোশাকি নয় এমন
আটপৌরে ভাষা চলতি সাধারণ বা সর্বদা ব্যবহারের ভাষা
আটপ্রহর সর্বদা, সর্বক্ষণ
আটাপেষা করা অস্থিচূর্ণ করে প্রহার করা, বেদম প্রহার করা
আটালির মতো লাগা নাছোরবান্দা হয়ে লেগে থাকা
আঠারো আনা বেশি সম্ভাবনা
আঠারো ঘা নানা ফ্যাসাদ, নানা ঝঞ্ঝাট[৩৪]
আঠারো মাসে বছর দীর্ঘসূত্রতা
আড্ডা গাড়া বাসস্থান তৈরি করা বা বাসা বাঁধা[৩৪]
আড্ডা জমানো খোশগল্প করা[৩৪]
আড্ডা দেওয়া/ মারা দলবদ্ধ হয়ে আমোদস্ফূর্তি করা[৩৪]
আড় ভাঙা সোজা করা, জড়তা বা আলস্য ভাঙা[৩৫]
আড়মোড়া ভাঙা জড়তা দূর করা, আলস্য ভাঙা
আড়াই অক্ষরে অল্প কথায়, সংক্ষেপে
আড়ি দেওয়া প্রতিযোগিতা বা বিবাদ করা[৩৬]
আড়ি ধরা/ বাঁধা গোঁ ধরা[৩৬]
আড়ি পাতা/ মারা[৩৬] আড়াল থেকে গোপনে অন্যের কথা শোনা
আড়ি ভাঙা অভিমান দূর হওয়া, আলস্য ভাঙা[৩৬]
আড়ে গেলা না চিবিয়ে তাড়াতাড়ি খাওয়া
আড়ে হাতে অত্যন্ত উৎসাহের সঙ্গে, উদ্যমের সঙ্গে, সজোরে[৩৬]
আড়ে-দিঘে লম্বায়-চওড়ায়, দৈর্ঘ্যে প্রস্থে
আতিথ্য গ্রহণ/ স্বীকার অতিথি হওয়া
আতিপাতি তন্ন তন্ন করে, পুঙ্খানুপুঙ্খরূপে
আতু আতু করা অতিরিক্ত যত্ন করা, আদরযত্ন বা সাবধানতার বাড়াবাড়ি করা[৩৭]
আত্মাপুরুষ/ আত্মারাম খাঁচাছাড়া হওয়া দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়া, মৃত্যু হওয়া, অস্থির বা বিচলিত হওয়া
আত্মাপুরুষ/ আত্মারাম শুকিয়ে যাওয়া অত্যন্ত ভীত হওয়া, ভয়ে আড়ষ্ট হওয়া, ভীত-চকিত হওয়া
আদব-কায়দা দুরস্ত আদব কায়দা সুশিক্ষিত বা অভ্যস্ত, শিষ্টাচারসম্মত
আদাজল খেয়ে লাগা নাছোড়বান্দা হয়ে লাগা, দৃঢ় সংকল্প, মরিয়া হয়ে লাগা
আদাড়ের হাড়ি হেয় বা অনাদৃত ব্যক্তি
আদাব বাজানো কুর্নিশ করা[৩৮]
আদার ব্যাপারী নগণ্য লোক, ছোট কারবারি
আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া নিজের সামর্থ্যের বাইরে কাজ করতে যাওয়া
আদালত করা মোকদ্দমা দায়ের করা
আদালতি ঢিলে তেতালা, দীর্ঘসূত্রী, বেশি ভোগায় এমন[৩৮]
আদায় কাঁচকলায় বিরুদ্ধ স্বভাবযুক্ত, পরস্পর শত্রুভাবাপন্ন, সাপে-নেউলে
আদুরে কথা আধ আধ কথা[৩৮]
আদুরে গোপাল অতিরিক্ত আদরে লালিত পালিত বালক
আদ্যিকাল সেকেলে
আদ্যিকালের বদ্যিবুড়ো অত্যন্ত প্রাচীন বা অভিজ্ঞ ব্যক্তি
আধখেঁচড়া বিশৃঙ্খল, এলোমেলো,[৩৯] সম্পূর্ণ হয় নি এমন, অসম্পূর্ণ, অর্ধপক্ব
আনাচে কানাচে ঘরের নিকটবর্তী গোপন স্থানসমূহে[৪০]
আপকাওয়াস্তে চাটুকার, খোসামুদে
আপন কোলে ঝোল টানা নিজের স্বার্থ দেখা
আপনার ঢাক আপনি বাজানো/ পিটানো নিজেই নিজের গুণগান করা, আত্মপ্রশংসা করা
আপনার/ নিজের পায়ে কুড়াল মারা নিজেই নিজের ক্ষতি বা সর্বনাশ করা
আবহমান ক্রমাগত, চিরপ্রচলিত, নিরবচ্ছিন্ন[৪১]
আবহমানকাল চিরকাল, অনাদিকাল[৪১]
আবা দেওয়া, আবাআবা দেওয়া ক্ষণকাল খেলা বন্ধ করার জন্য ইঙ্গিত দেওয়া[৪১]
আবালবৃদ্ধবনিতা, আবালবৃদ্ধরমণী বালক থেকে বৃদ্ধ এবং স্ত্রীলোক সকলেই[৪১]
আবোল তাবোল এলোমেলো কথা, অর্থহীন বাক্য, অসংলগ্ন উক্তি, প্রলাপ, আজেবাজে কথা, যা-তা
আব্রহ্মস্তম্ব পর্যন্ত ব্রহ্ম থেকে তৃণগুচ্ছ পর্যন্ত, পূর্ণ চৈতন্য থেকে অচেতন পদার্থ পর্যন্ত
আমড়া করা কোনোকিছু করতে না পারা
আমড়া কাঠের ঢেঁকি অকেজো লোক
আমড়া ভাতে করা সৌন্দর্যহীন করা, কদর্য করা
আমড়াগাছি করা অযথা প্রশংসা করা, চাটুবাক্যে ভুলানো
আমতা আমতা করা ইতস্তত করা, দ্বিধা করা
আমল দেওয়া প্রশ্রয় দেওয়া, পাত্তা দেওয়া
আমলে আনা গুরুত্ব দেওয়া, মান্য করা, গণ্য করা, প্রয়োগ করা[৪২]
আমির-ওমরা বড়োলোক, ধনী লোক, উচ্চপদস্থ কর্মচারী
আয়নায় মুখ দেখা পরস্পর উপকার, প্রত্যুপকার করা, ভালো করে এমন লোকের ভালো করা এবং মন্দ করে এমন লোকের মন্দ করা[৪৩]
আরেক কাঠি সরেস অন্য কোনো লোক বা বস্তুর চেয়ে এগিয়ে
আলগা আলগা থাকা কোনো কিছুতেই গা না লাগানো, দূরে দূরে থাকা
আলগা দেওয়া প্রশ্রয় দেওয়া, শাসন শিথিল করা
আলাদা করে দেখা পর ভাবা, অনাত্মীয় মনে করা, দূরে দূরে থাকা[৪৪]
আলাদা হওয়া পৃথগন্ন হওয়া[৪৪]
আলালের ঘরের দুলাল ধনী ঘরের অতি আদুরে ও প্রায় ক্ষেত্রে বখাটে ছেলে
আলুর দোষ লাম্পট্য, চরিত্রদোষ
আলেয়ার আলো মিথ্যা মায়া, মিথ্যা প্রলোভন
আলো করা উদ্ভাসিত করা, শোভিত করা[৪৫]
আলো-আঁধারি কিছুটা স্পষ্ট, কিছুটা অস্পষ্ট
আলোয় আলোয় সুযোগ বা সময় থাকতে[৪৫]
আল্লাহর চাল আতপ চাল
আশকারা/ আস্কারা দেওয়া প্রশ্রয় দেওয়া
আশা দেওয়া আশ্বাস বা ভরসা দেওয়া
আশা রাখা ভরসা করা, প্রত্যাশা করা
আশা-ভরসা নির্ভর, অবলম্বন, সম্ভাবনা[৪৬]
আষাঢ়ে গল্প অদ্ভুত গল্প, অবিশ্বাস্য কাহিনী
আষ্টেপৃষ্ঠে, আষ্টেপৃষ্টে সর্বাঙ্গে
আসমান-জমিন সীমাহীন, আকাশ-পাতাল, দুরতিক্রম্য[২৬]
আসমান-জমিন ফারাক/ তফাত আকাশ-পাতাল প্রভেদ, দুরতিক্রম্য ব্যবধান
আসমানের চাঁদ হাতে পাওয়া দুষ্প্রাপ্য জিনিস লাভ করা
আসর গরম করা কথাবার্তা বা বক্তৃতার দ্বারা উদ্দীপনা সৃষ্টি করা[২৬]
আসর জমা লোকসমাগম হওয়া, সভাস্থ লোকের অন্তরে আনন্দ বা উদ্দীপনার সঞ্চার হওয়া[২৬]
আসর জমানো বা মাতানো বাকচাতুর্য হাস্য পরিহাস ইত্যাদি দ্বারা শোতৃবর্গকে হর্ষোৎফুল্ল করে তোলা[২৬]
আসর জাঁকানো বাকচাতুর্য বা ভাবভঙ্গি দ্বারা নিজেকে শোতৃবর্গের মধ্যে বিশিষ্ট করে তোলা[২৬]
আসরে নামা সভাস্থলে বা কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া
আসা-যাওয়া ক্ষতিবৃদ্ধি হওয়া, ভাবান্তর আনা, প্রভাব বিস্তার করা[৪৭]
আস্ত না রাখা নির্মমভাবে প্রহার করা, মারের চোটে অস্থি বা অঙ্গ-প্রত্যঙ্গ চূর্ণ করা
আস্তাকুঁড়ের পাতা নিচ বা হেয় ব্যক্তি
আস্তানা গাড়া/ করা সাময়িকভাবে বাস করার বা আড্ডা দেওয়ার জন্য কোনো স্থানে ওঠা[৪৮]
আস্তানা গুটানো আড্ডা তোলা বা ভাঙা[৪৮]
আস্তিন গুটানো মারবার উদ্যোগ করা, মারমুখো হয়ে ওঠা, যুদ্ধংদেহী ভাব দেখানো
আহাম্মকের ধাড়ি অত্যন্ত বোকা
আহার-নিদ্রা সকল কাজ, নিত্যনৈমিত্তিক যাবতীয় কর্তব্য[৪৯]
আহ্লাদে আটখানা অত্যন্ত খুশি

[সম্পাদনা]

বাগধারা অর্থ
ইঁচড়ে পাকা অকালপক্ব, ফাজিল, জেঠা, বাচাল, বখাটে
ইঁদুর কপালে মন্দ ভাগ্য
ইটাক্ষেত ঢেলাপূর্ণ জমি[৫০]
ইটে নেই ভিটে নেই ঘর-দোর চালচুলো কিছুই নেই এমন
ইতরবিশেষ পার্থক্য, ভিন্নতা, তুলনা দ্বারা এক থেকে অন্যের কমবেশি প্রভেদ
ইতরেতর পরস্পর[৫০]
ইতস্তত করা সঙ্কোচ করা, কুণ্ঠাবোধ করা, সংশয়াবিষ্ট হওয়া, দোটানায় পড়া, গড়িমসি করা
ইতিউতি এদিকে ওদিকে, নানাদিকে
ইনিয়ে বিনিয়ে নানা প্রকারে, বিস্তারিতভাবে, ঘুরিয়ে ফিরিয়ে
ইয়ার ঘেঁষা হালকা, খেলো
ইয়ারকি ঠোকা রসিকতা বা ফাজলামি করা, ইয়ারকি করা
ইয়াবকশি তুচ্ছ ও হালকা আনন্দে সাহায্যকারী বন্ধুর দল
ইলশেগুঁড়ি, ইলশাগুঁড়ি গুঁড়িগুঁড়ি বৃষ্টি (এইরূপ বৃষ্টির সময় জালে অধিক ইলিশ মাছ ধরা পড়ে এরকম ধারণা)[৫১]
ইলাহি কাণ্ড বিরাট আয়োজন
ইল্লতে কাণ্ড নোংরা ব্যাপার
ইস্ক্রুপের প্যাঁচ/ পাক কুটিল বা বক্র মনোভাব, কুটিল লোকের চক্রান্ত
ইস্তক জুতা সেলাই নাগাদ চণ্ডীপাঠ[৫২] সংসারের ছোট বড় সব রকমের কাজ
ইস্তক নাগাদ বরাবর, প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া

[সম্পাদনা]

বাগধারা অর্থ
ঈগল চোখ
ঈগল স্বভাব হিংস্র প্রকৃতির
ঈদের চাঁদ আকাঙ্ক্ষিত বস্তু

[সম্পাদনা]

বাগধারা অর্থ
উই ধরা, উইয়ে ধরা, উই লাগা উইপোকা দ্বারা আক্রান্ত হওয়া[৫৩]
উঁকি দেওয়া/ মারা গোপনে দেখা, লুকিয়ে দেখা
উঁকিঝুঁকি আড়াল থেকে ক্রমাগত এদিকে সেদিকে দৃষ্টিপাত
উঁচকপালি, উটকপালি সৌভাগ্যশালী
উঁচিয়ে ওঠা হীন অবস্থা থেকে উন্নত হয়ে ওঠা
উঁচু কথা রূঢ় কথা, স্পর্ধাপূর্ণ কথা
উঁচু কপাল, উঁচু কপালী সৌভাগ্যবান
উঁচু গলা উচ্চস্বর, মুক্তকণ্ঠ
উঁচু ঘর স্বচ্ছল পরিবার
উঁচু দরের উন্নত শ্রেণির
উঁচু নজর উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন
উক্তি পরম্পরা পরপর উল্লেখ, ধারাবাহিক কথা
উগ্রকণ্ঠ, উগ্রস্বর কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট
উগ্রকর্মা অনায়াসে ভয়ানক কাজ করতে পারে এমন
উগ্রচণ্ডা, উগ্রচণ্ডী অতিশয় কোপনস্বভাবা ও কলহপরায়ণা
উগ্রমূর্তি ক্রুদ্ধ ও ভয়ানক চেহারাবিশিষ্ট
উচিত কথা ন্যায্য কথা, খাঁটি কথা, যথোপযুক্ত কথা, কঠোর সত্য কথা
উচ্চগ্রাম উন্নত শ্রেণি, উন্নত পর্যায়[৫৪]
উচ্চবাচ্য সাড়াশব্দ, প্রতিবাদ, কোনো কথা উত্থাপন
উচ্চরোল উচ্চশব্দ বা চিৎকার
উচ্চহাসি, উচ্চহাস্য অট্টহাস্য, কলরবময় হাস্য[৫৪]
উজানের কই সহজলভ্য
উটকো খবর অবিশ্বাস্য বা ভিত্তিহীন সংবাদ
উটকো মানুষ অপরিচিত ব্যক্তি
উটকোমুখো কিম্ভুতদর্শন, কদাকার[৫৫]
উটচোখো উটের ন্যায় ক্ষুদ্র চোখবিশিষ্ট[৫৬]
উটমুখো উটের ন্যায় কদাকার মুখবিশিষ্ট
উঠতি বয়স নবীন বয়স, নবযৌবন
উঠতি-পড়তি ওঠানামা, বাড়তি-ঘাটতি
উঠতির মুখ উন্নতির সূত্রপাত
উঠতে বসতে যখন-তখন, সদা-সর্বদা
উঠবস করা অপরের সাথে বন্ধুত্ব দেখানো
উঠান চষা উচ্ছেদ করা, ভিটেমাটি উৎসন্ন করা, ঘন ঘন যাতায়াত, নিত্য যাতায়াত
উঠান সমুদ্র উঠানকেই দুস্তর সমুদ্রতুল্য মনে করা, ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন ও ভীরু, কূপমণ্ডূক[৫৫]
উঠানামা উত্থান-পতন
উঠাপড়া উত্থান-পতন, উন্নতি-অবনতি
উঠি কি পড়ি ব্যস্তসমস্ত, ত্রস্তব্যস্ত
উঠিয়ে দেওয়া উচ্ছেদ বা অপসারণ করা
উঠে পড়ে লাগা পূণোর্দ্যমে কাজে লাগা
উঠে যাওয়া লুপ্ত হওয়া, অন্যত্র চলে যাওয়া, রহিত হওয়া
উড়নচণ্ডী অপব্যয়ী, অমিতব্যয়ী, উচ্ছৃঙ্খল, অলক্ষ্মী[৫৭]
উড়নচণ্ডী ভাব অপব্যয়ী ভাব
উড়া-উড়া, ওড়া-ওড়া অনিশ্চিতভাবে, ভাসাভাসা
উড়িয়ে দেওয়া দ্রুত খরচ করে ফেলা, (কথা) অগ্রাহ্য করা
উড়ু-উড়ু (করা) অস্থির, উচাটন, পালাই পালাই, যাওয়ার জন্য অস্থির, উদাস ভাব[৫৭]
উড়ুক্কু উড়ুউড়ু, উদাস, চঞ্চল
উড়ে আসা হঠাৎ আসা, অযাচিত, অবাঞ্ছিত
উড়ে এসে জুড়ে বসা অযাচিতভাবে বা বিনা অধিকারে এসে সর্বেসর্বা হয়ে বসা, অহেতুক বা অবৈধভাবে প্রাধান্য জাহির করা
উড়ে যাওয়া অদৃশ্য হওয়া, (টাকা) দ্রুত ব্যয় হওয়া
উড়ো কথা, উড়ো খবর ভিত্তিহীন, অনিশ্চিত, লোকমুখে শ্রুত, গুজব
উড়ো চিঠি বেনামী পত্র
উৎকপালি কদাকার[৫৮]
উৎসন্ন/ উচ্ছন্ন করা উচ্ছেদ করা, বিনাশ করা
উৎসন্নে/ উচ্ছন্নে যাওয়া অধঃপাতে যাওয়া, গোল্লায় যাওয়া
উৎসব-কৌতুক আমোদ-আহ্লাদ
উত্তম মধ্যম প্রচুর প্রহার, বিস্তর পিটুনি
উত্তম মধ্যম দেওয়া প্রচুর প্রহার করা, আচ্ছা পিটুনি দেওয়া
উত্তর-প্রত্যুত্তর বাদ-প্রতিবাদ, তর্ক-বিতর্ক
উত্থান-পতন উন্নতি-অবনতি, ওঠানামা, হ্রাসবৃদ্ধি
উথাল পাথাল বিক্ষুব্ধ, উত্তাল
উদয়াস্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, সারাদিন
উদ্ভিজ্জ প্রকৃতি শান্ত, নির্বিরোধ
উধোমারা হাবাগোবা, বোকা, নির্বোধ, অলস, অকর্মা
উনপাঁজুরে দুর্বল, অক্ষম,[৫৯] হতভাগ্য
উনিশ বিশ সামান্য পার্থক্য, তুচ্ছ প্রভেদ
উপর উপর ভাসা ভাসা, আলগা আলগা, অগভীরভাবে, উপর্যুপরি, একের পর আর
উপর চালাকি লোক দেখানো বুদ্ধিমত্তা, অযথা চাতুরী[৬০]
উপর পড়া উপযাচক, স্বয়ংপ্রবৃত্ত
উপরচড়া গায়ে পড়ে ঝগড়া করে এমন
উপরচাল চতুর বিপক্ষকে পরাস্ত করার মতো পালটা চাতুরী
উপরচালাক অতিরিক্ত ধূর্ত, মাত্রাতিরিক্ত চালাক, ফাজিল
উপরাউপরি ভাসাভাসা, অগভীরভাবে
উপরোধে ঢেঁকি গেলা অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছাসত্ত্বেও কোনো কাজ করা[৬১]
উপুড়হস্ত করা, উপুড়হাত করা দান করা, দেওয়া
উভয় সঙ্কট উভয় দিকেই বিপদ অর্থাৎ কোনো দিক দিয়ে যাওয়া যায় না বা পরিত্রাণ পাওয়া যায় না এমন অবস্থা
উম/ ওম দেওয়া তা দেওয়া
উলুখাগড়া গরিব ও অকিঞ্চিতকর ব্যক্তি, নিরীহ প্রজা
উলুবনে মুক্তা ছড়ানো অস্থানে মূল্যবান দ্রব্য দান
উল্টা কথা, উলটাপালটা কথা বিপরীত কথা, এলোমেলো কথা, অস্বাভাবিক উক্তি, প্রতিকূল অবস্থা উদ্ভাবক অর্বাচীন মন্তব্য[৬২]
উল্টা বুঝা ভালো কথার মন্দ অর্থ বোঝা, ভুল বোঝা, বিকৃত অর্থ করা
উল্টা বুঝলি রাম ভালো কথার মন্দ অর্থ বোঝা, বিপরীত মানে করা
উল্টা রথ বৈপরীত্যসূচক যাত্রা[৬৩]
উস্তন-ফুস্তন (ফারসি বাগধারা)[৬৪] ব্যতিব্যস্ত

[সম্পাদনা]

বাগধারা অর্থ
ঊনপঞ্চাশ পবন/ বায়ু পাগলামির হাওয়া[৬৪]
ঊনপঞ্চাশে পাওয়া ভীমরতি ধরা, পাগল হওয়া
ঊনপাঁজুরে দুর্বল, মন্দভাগ্য
ঊর্ধ্বকণ্ঠ উচ্চকণ্ঠ
ঊর্ধ্বগতি পারলৌকিক সদগতি, উন্নতি, সমৃদ্ধি
ঊর্ধ্বশ্বাসে অতিদ্রুতবেগে, তীব্রগতিতে

[সম্পাদনা]

বাগধারা অর্থ
ঋজুপ্রকৃতি, ঋজুস্বভাব সরলমতি

[সম্পাদনা]

বাগধারা অর্থ
এওড়া-কেওড়া এলোপাতাড়ি, এলোমেলো, বিশৃঙ্খল
এঁটে ওঠা পেরে ওঠা, সামলে ওঠা
এঁটে যাওয়া সংকুলান হওয়া, ধরা
এঁটো কাঁটা ভুক্তাবশেষ, উচ্ছিষ্ট খাদ্যদ্রব্যাদি
এঁটোখেকো পরমুখাপেক্ষী, অন্যের কৃপাপাত্র, অত্যন্ত হীন[৬৫]
এঁড়ে গলা, এঁড়ে ডাক কর্কশ কণ্ঠস্বর, কর্ণবিদারী আওয়াজ[৬৫]
এঁড়ে তর্ক ন্যায়যুক্তিহীন তর্ক
এঁড়ে তেল দেওয়া চাটুবাক্যে তোষামোদ করা
এঁড়ে লাগা (শিশুদের) অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া[৬৫]
এঁড়ে লোক একরোখা, একগুঁয়ে
এঁড়ে ষাঁড়, এঁড়ে বাছুর
এক আঁচড়ে বোঝা সামান্য পরীক্ষায় বা পরিচয়ে কারো চরিত্র বা কোনোকিছুর প্রকৃতি চেনা
এক আঁটি, এক গোছা, এক তাড়া কতক বা অনেকগুলি একত্রে বাঁধা
এক আধ অতি অল্পসংখ্যক
এক আধটু অল্প স্বল্প, সামান্য কিছু, অতি সামান্য পরিমাণ
এক আধবার কদাচিৎ
এক কড়ার কাজ তুচ্ছ কাজ, সামান্য কাজ
এক কথা অপরিবর্তনীয় বাক্য, স্থির কথা, যে কথার নড়চড় হয় না, যে কথার দ্বিতীয় অর্থ নেই
এক কথায় দু কথায় আলাপ আলোচনায়[৬৫]
এক কথায় রাজি
এক কথার মানুষ যে বেশি কথা বলে না কিন্তু যা বলে তা রাখে, যার কথার নড়চড় বা বরখেলাপ হয় না
এক কাজের কাজী সমব্যবসায়ী, সমান কার্যকরী[৬৬]
এক কাঠি সরেস অন্য কোনো লোক বা বস্তুর চেয়ে বেশি দোষবিশিষ্ট[৬৬]
এক কাড়ি, এক গাদা, এক রাশি স্তুপীকৃত, রাশিকৃত, বহুল পরিমাণ, প্রচুর[৬৬]
এক কানে শোনা আর এক/ আরেক কানে বের করা অবহেলা বা অগ্রাহ্য করা, অমনোযোগী হওয়া
এক কাপড়ে বেরিয়ে পড়া প্রস্তুতি ছাড়া হঠাৎ যাত্রা করা
এক কাহন বহু, অসংখ্য
এক ক্ষুরে মাথা মুড়ানো এক স্বভাবের মানুষ হওয়া বা সমান অপরাধে অপরাধী হওয়া
এক গঙ্গা প্রচুর, বহুপরিমাণ
এক গণ্ডূষ
এক গাল মুখভর্তি
এক/ একই গুরুর শিষ্য একই স্বভাববিশিষ্ট লোক, সমান দুষ্ট প্রকৃতির লোক
এক গেলাসের/ সানকির ইয়ার অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ বন্ধু, সমান আচরণবিশিষ্ট লোক, একদলের লোক[৬৬]
এক গোয়ালের গরু একই দলের লোক
এক চক্ষু হরিণ একরোখা, একগুঁয়ে, পক্ষপাতী
এক চোখ দেখানো ঝগড়া হবার সম্ভাবনা সৃষ্টি হওয়া
এক ছাঁচে ঢালা সম্পূর্ণ একরকম
এক ঝাড়ের বাঁশ একদলের লোক বা একজাতের লোক
এক ডাকে চেনা খ্যাতিমান, সর্বজনবিদিত
এক ডাকের পথ অল্প দূরের পথ
এক ঢিলে দুই পাখি মারা এক উপায়ে বা এক কৌশলে দুই কাজ সিদ্ধ করা
এক পয়সা মা-বাপ অতিশয় কৃপণ
এক পয়সায় অক্রূর সংবাদ শোনানো দীর্ঘ কাহিনী সংক্ষেপে বলা, মহামূল্যবান বস্তু সস্তায় বিকানো
এক পা অল্প দূরত্ব[৬৭]
এক পা কবরে যার মৃত্যু আর দেরি নেই
এক পা জলে এক পা স্থলে অনিশ্চিত অবস্থা[৬৭]
এক পাল একদল
এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী
এক মুখে দুই কথা কথার ঠিক না থাকা, কথার বরখেলাফ
এক মুরগি দুবার জবাই একই অপরাধের জন্য দুবার শাস্তি প্রদান, একই জিনিসকে দুই কাজে লাগানো
এক মুষ্টি/ মুঠো ভাত অতি সাধারণ ও সামান্য পরিমাণ আহার্য
এক লাঠিতে সাপ মারা এক উপায়ে অনেক কাজ হাসিল করা
এক হাত একচোট, এক দফায় প্রচুর পরিমাণ ক্রোধ প্রকাশ[৬৮]
এক হাত দেখা প্রতিশোধ নেওয়ার চেষ্টা[৬৮]
এক হাত নেওয়া/ লওয়া স্পষ্ট দুই কথা শোনানো, তিরস্কার করা, প্রতিশোধ
এক হাতে একাকী, অন্যের সাহায্য ছাড়া
এক হৃদয় একাত্মা, অভিন্ন হৃদয়
এক-এক কোনো-কোনো, বিভিন্ন, ভিন্ন-ভিন্ন, পর পর একজন[৬৫]
এককাট্টা একজোট, দলবদ্ধ, সংহত
এককুলা, এককুলো লম্বা ও প্রচুর[৬৬]
এককে একুশ করা সামান্য জিনিসকে অযথা বাড়ানো, তিলকে তাল করা
একগুঁয়ে একরোখা, জেদি, অবাধ্য
একঘরে স্বীয় সমাজ কর্তৃক বর্জিত, জাতিভ্রষ্ট
একঘাট একদল বা প্রচুর লোক
একঘেয়ে বৈচিত্র্যহীন, নতুনত্বহীন
একচুল লেশমাত্র, সামান্যতম
একচেটে, একচেটিয়া একায়ত্ত, প্রতিদ্বন্দ্বীহীন
একচোখা, একচোখো পক্ষপাত দোষদুষ্ট
একচোট এক দফায় প্রচুর, যথেষ্ট, বেশ কিছুক্ষণ[৬৬]
একজন না একজন অন্তত একজনও[৬৬]
একজাই চালান বৎসরান্তে একুন চালান, একসঙ্গে চালান[৬৬]
একজোট দলবদ্ধ, একত্র, মিলিত
একঝোঁকা একদিকে ঝুঁকে পড়ার স্বভাববিশিষ্ট, একদিকে বেগবান[৬৬]
একটা কথা সংক্ষিপ্ত আলাপ[৬৯]
একটা কিছু যেকোন বস্তু বিষয় বা কাজ
একটা না একটা অন্তত একটি
একটানা বিরামহীন, ক্রমাগত, অবিশ্রান্ত
একটিপ সামান্য পরিমাণ
একটেরে একপাশে, একদিকে, দূরে, অন্যত্র, পৃথকভাবে[৬৬]
একতীর্থ সহপাঠী, সতীর্থ, এক গুরুর শিষ্য[৬৭]
একদম পুরোপুরি, সম্পূর্ণ, অত্যন্ত, মোতেই, একেবারেই, আদৌ
একদিন না একদিন কখনো না কখনো
একদিল সমান মনোভাববিশিষ্ট[৬৭]
একদেশদর্শী একচোখা, পক্ষপাতী
একদেহপ্রাণ সবদিক দিয়ে মিল আছে এরূপ, সব বিষয়ে একতাবদ্ধ
একনাগাড়ে অবিরামভাবে, ক্রমাগত, অবিচ্ছেদে
একপেশে পক্ষপাতদুষ্ট
একপ্রস্থ একদফা, একবারের মতো
একবর্গা একগুঁয়ে[৬৮]
একবস্ত্র একটিমাত্র পরিধেয় কাপড় সম্বল এমন
একমেটে অসম্পূর্ণ, আংশিকভাবে কৃত
একমেটে করা কোনো কাজ আংশিকভাবে করা, কোনো কিছুর প্রাথমিক কাজ করে রাখা
একরত্তি সামান্য পরিমাণ, একটুখানি, অত্যল্প, খুব ছোট, অতি ক্ষুদ্র, কচি[৬৮]
একরোখা একগুঁয়ে, বদরাগী, জেদি
একরোখামি একগুঁয়েমি
একশেষ চূড়ান্ত, চরম অবস্থা, আতিশয্য[৬৮]
একাই একশ একাই প্রতিপক্ষের সহিত লড়তে সক্ষম, অত্যন্ত ক্ষমতাশালী
একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়
একাল-ওকাল, একাল-সেকাল ইহকাল ও পরকাল, বর্তমানকাল ও অতীত বা প্রাচীনকাল
একুল ওকুল উভয় অবলম্বন
একুল ওকুল দুকুল যাওয়া উভয় অবলম্বন থেকে ভ্রষ্ট বা বিচ্যুত হওয়া, সম্পূর্ণ নিরাশ্রয় হওয়া,[৭০] সবদিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়া, উভয় দিক থেকে বঞ্চিত হওয়া
একূল ওকূল ইহকাল ও পরকাল
একে একে একজন একজন করে
এখন-তখন মুমূর্ষু, মরমর[৭১]
এগিয়ে দেওয়া উন্নতির পথে অগ্রসর হতে সাহায্য করা
এগিয়ে যাওয়া উন্নতি করা
এটা-ওটা-সেটা নানা জিনিস, অবান্তর বা বাজে জিনিসপত্র, অনির্দিষ্ট বা অবান্তর ব্যাপার[৭২]
এটা-সেটা নানাবিধ জিনিস, অকেজো বা বাজে বস্তু, নানা বিষয়, বাজে বা অবান্তর বিষয়
এড়িয়ে যাওয়া পাশ কাটিয়ে যাওয়া, উপেক্ষা করা
এতটুকু হয়ে যাওয়া অপ্রতিভ হওয়া, সঙ্কুচিত হওয়া
এদিক ওদিক, এদিক সেদিক চারিদিক, ইতস্তত
এদিক ওদিক করা ইতস্তত করা, দ্বিধায় পড়া[৭৩]
এদিক সেদিক করা হেরফের করা, ফাঁকি দেওয়া, কম দেওয়া
এধার ওধার এদিক ওদিক, চতুর্দিক, সর্বত্র, ইতস্তত
এপাশ ওপাশ উভয়দিক, সর্বদিক
এপাশ ওপাশ করা যন্ত্রণায় ছটফট করা
এপিঠ ওপিঠ উভয়দিক
এফোঁড়-ওফোঁড় একদিক থেকে অপরদিক পর্যন্ত, সম্পূর্ণভাবে বিদ্ধ
এবড়ো-খেবড়ো অসমতল, উঁচু-নিচু, বন্ধুর, অমসৃণ
এমন-তেমন সাধারণ, অগ্রাহ্য করার মতো সাধারণ লোক, বেগতিক, বিপদের সম্ভাবনা[৭৪]
এমুড়া-ওমুড়া আপাদমস্তক, সম্পূর্ণ, সমগ্র
এলতলা দিয়ে বেলতলা দিয়ে অজানা নানা জায়গা ঘুরে
এলতলা-বেলতলা এখানে সেখানে, নানাস্থানে
এলাহি কাণ্ড/ কারখানা/ ব্যাপার বিরাট ব্যাপার, বিরাট আয়োজন, মহাধুমধাম
এলাহি জায়গা সুবিস্তৃত স্থান, বিস্তীর্ণ জায়গা
এলোপাতাড়ি বিশৃঙ্খলা
এসপার-ওসপার, এসপার কি ওসপার চূড়ান্ত নিষ্পত্তি, শেষ মীমাংসা


[সম্পাদনা]

বাগধারা অর্থ
ওজন করা পরিমিত, সংযত, উচ্ছ্বাসবিহীন, ভাবলেশহীন
ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা
ওজনদার গুরুত্বপূর্ণ, মর্যাদাশীল
ওড়া-ওড়া অনিশ্চিতভাবে, ভাসাভাসা
ওত পাতা সুযোগের অপেক্ষায় থাকা
ওম দেওয়া তা দেওয়া
ওয়াকিফহাল বিশেষ অবস্থা সম্পর্কে অভিজ্ঞ বা জ্ঞাত
ওলটপালট বিপর্যস্ত, বিশৃঙ্খল, এলোমেলো, অসংলগ্ন
ওষুধ করা তুকতাক, বশীকরণ মন্ত্র ইত্যাদি দ্বারা বশ করা, গুণ করা
ওষুধ/ ওষুধে ধরা প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া, কারো উপর তুকতাক বশীকরণাদি কাজ করা, কেউ বশীভূত হওয়া, কারো পরামর্শ বা চক্রান্ত অপর কারো ওপর সফল হওয়া
ওষুধ পড়া যথাযোগ্য প্রভাব পড়া
ওষ্ঠাগত প্রাণ মুমূর্ষু, মরমর, অতিষ্ঠ, জর্জরিত

[সম্পাদনা]

বাগধারা অর্থ
ঔষধ ধরা কাঙ্ক্ষিত ফললাভ
ঔষধ পড়া প্রভাবে পড়া

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ব্যবহারিক বাংলা অভিধানবাংলা একাডেমি। পৃষ্ঠা ৪। 
  2. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫। 
  3. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬। 
  4. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮। 
  5. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৯। 
  6. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১২। 
  7. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫। 
  8. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৬। 
  9. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮। 
  10. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৯। 
  11. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২২। 
  12. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪। 
  13. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫। 
  14. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। 
  15. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬৫। 
  16. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬৬। 
  17. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৭০। 
  18. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৭৬। 
  19. রচনা সম্ভার, সপ্তম-অষ্টম শ্রেণি, শিক্ষাবর্ষ ২০১২, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, বাংলাদেশ
  20. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮১। 
  21. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮২। 
  22. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৩। 
  23. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৪। 
  24. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৫। 
  25. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৬। 
  26. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৩১। 
  27. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৮। 
  28. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৯। 
  29. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৯১। 
  30. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৯২। 
  31. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৯৩। 
  32. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৯৪। 
  33. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৯৬। 
  34. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৯৭। 
  35. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৯৭, ৯৮। 
  36. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৯৯। 
  37. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১০০। 
  38. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১০৪। 
  39. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১০৫। 
  40. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪৮। 
  41. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১১৪। 
  42. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১১৭। 
  43. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১২০। 
  44. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১২৬। 
  45. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১২৮। 
  46. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১২৯। 
  47. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৩২। 
  48. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৩৩। 
  49. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৩৪। 
  50. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৩৮। 
  51. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৪৩। 
  52. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৪৪। 
  53. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৪৬। 
  54. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৪৮। 
  55. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫১। 
  56. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫০। 
  57. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫২। 
  58. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫৩। 
  59. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৬২। 
  60. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৬৭। 
  61. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৬৮। 
  62. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২১৫। 
  63. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৭২। 
  64. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৭৫। 
  65. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৭৯। 
  66. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮০। 
  67. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮১। 
  68. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮২। 
  69. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮৩। 
  70. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮৫। 
  71. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮৬। 
  72. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮৭। 
  73. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮৯। 
  74. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৯১।