ব্যবহারকারী:KARL RODD/মাহবুব আলম (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাহবুব আলম [১] বাংলাদেশি অভিনেতা ও পরিচালক । তিনি দক্ষিণ কোরীয় চলচ্চিত্রে সম্পৃক্ত আছেন ।

Mahbub Alam
Mahbub Alam

অভিনয়ে আগমন[সম্পাদনা]

মাহবুব আলম ১৯৯৯ সালে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে অভিবাসী কর্মী হিসেবে যান । পরে তিনি ২০০৭ সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক সংস্কৃতি বিষয়ে শিক্ষকতা করেন ।[২]সেখানে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে জড়িয়ে পড়েন । কোরিয়ান মানুষদের কাছে এই বিষয়টিকে ভালভাবে তুলে ধরতে তিনি ডকুমেন্টারি-চলচ্চিত্রের সাথে যুক্ত হন । ২০০৯ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র "Where is Ronny..." । এখানে তিনি নামভূমিকায় অভিনয় করেন । একই বছরে মুক্তিপ্রাপ্ত হয় "বান্ধবী"[৩] । "বান্ধবী"তে তিনি করিম নামে একজন অভিবাসী শ্রমিকের চরিত্রে অভিনয় করেন । এখানে বর্ণবাদ , অবৈধ অভিবাসন এর মত সামাজিক কিছু জটিল বিষয়ের পাশাপাশি বন্ধুত্বের অমুল্য সম্পর্ক চিত্রায়িত হয়েছে । এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র অঙ্গনে বেশ পরিচিত হন। তিনি তার ক্যারিয়ার এবং কাজ নিয়ে বলেছেন "যদিও আমি একজন অপেশাদার অভিনেতা ,তবে আমি আশা করি ভবিষ্যতে আরও মাল্টিকালচারাল মুভিতে কাজ করব । " [৪]

মাহবুবের কাজ[সম্পাদনা]

  • Where is Ronny...[৫]
  • Bandhobi[৬]
  • Love in Korea(Documentary)[৭]
  • Black Gull
  • Chinesse Winter
  • My friend and his wife
  • Pained
  • You Are My Vampire
  • Cheo Yong

বাংলাদেশে মাহবুবের পরিচিতি[সম্পাদনা]

বাংলাদেশে মানুষ কোরিয়ার চলচ্চিত্রে দেখে পরিচিত হয় , তবে যৎসামান্য মানুষই তার সম্পর্কে জানত । ২০১৪ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি [৮]তে তাকে আমন্ত্রণ করা হয় এবং তার বিভিন্ন কাজ সম্পর্কে জানানো হয় ।

  1. http://asianwiki.com/Mahbub_Alam
  2. "Expatriates work as inter-cultural communicators"। ২৩ ফেব্রুয়ারি ২০১০। 
  3. "Bandhobi" 
  4. "Foreign actors shine in Korean films" 
  5. http://www.imdb.com/title/tt2530352/
  6. https://en.wikipedia.org/wiki/Bandhobi
  7. http://www.imdb.com/title/tt3680552/
  8. https://bn.wikipedia.org/wiki/%E0%A6%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF