বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Anm afzal hossain/বৈদ্যুতিক সিগারেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বৈদ্যূতিক সিগারেট সাধারণ সিগারেটের মত দেখতে কিন্তু এটা সাধারণ সিগারেটের চেয়ে আলাদা। কারণ সাধারণ সিগারেট খেতে সিগারেট এর সামনের দিকে আগুন দিতে হয়। সিগারেট বা চুরুট পানকারী তা মুখে পুরে টেনে নেন। সে ক্ষেত্রে সিগারেট বা চুরুট ধীরে ধীরে আগুনে পুড়ে ধুয়াতে পরিনত হয়। কিন্তু বৈদ্যুতিক চুরুট বা সিগারেট দৃশ্যমান পুড়ে যায়না সেখানে তামাকের নিকোটিন দাওয়া থাকে। যা সিগারেট বা চুরুট সাদৃশ্য বৈদ্যুতিক ডিভাইস পানকারীর প্রয়োজনে সাধারণ চুরুট বা সিগারেট এর মত ধোয়াঁ তৈরী করে।