ব্যবহারকারী:ফয়সাল হক খন্দকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফয়সাল হক খন্দকার
— উইকিপিডিয়ান —
জাতীয়তাবাংলাদেশী
পরিবার এবং বন্ধু-বান্ধব
বৈবাহিক অবস্থাঅবিবাহিত 
শিক্ষা এবং কর্মসংস্থান
শিক্ষাবি.এ 
ব্যবহারকারী বাক্স
 

হাই আমি ফয়সাল হক খন্দকার আমি প্রথম সাংবাদিক হিসেবে পেশা শুরু করেছি। ২০০৯ সাল থেকে বর্তমানে সাংবাদিক হিসেবে কাজ করছি।আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে লিখে থাকি।এর মধ্যে দূর্নীতি ,পরিবেশ,নদী দূষণ,নারী ও শিশু নির্যাতন,বাল্য বিবাহ,শিক্ষা খাত মত সংবাদ করি। আমি বর্তমানে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সদস্য।আমার একটি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে muktirbarta.com পদবী- সম্পাদক ও প্রকাশক।কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ময়নামতি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে আছি।