বেঙ্গল ফাউন্ডেশন

স্থানাঙ্ক: ২৩°৪৫′১২″ উত্তর ৯০°২২′১১″ পূর্ব / ২৩.৭৫৩৩৮৪৯° উত্তর ৯০.৩৬৯৮১১৫° পূর্ব / 23.7533849; 90.3698115
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেঙ্গল ফাউন্ডেশন
logo
নীতিবাক্যA trust for the arts
গঠিত১৯৮৬; ৩৮ বছর আগে (1986)
প্রতিষ্ঠাতাআবুল খায়ের লিটু
প্রতিষ্ঠাস্থানবাংলাদেশ
ধরনট্রাস্ট
আইনি অবস্থাActive
সদরদপ্তরবেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
অবস্থান
স্থানাঙ্ক২৩°৪৫′১২″ উত্তর ৯০°২২′১১″ পূর্ব / ২৩.৭৫৩৩৮৪৯° উত্তর ৯০.৩৬৯৮১১৫° পূর্ব / 23.7533849; 90.3698115
মালিকবেঙ্গল গ্রুপ
চেয়ারম্যান
আবুল খায়ের লিটু[১]
সহায়করাকালি ও কলম
ওয়েবসাইটbengalfoundation.org

বেঙ্গল ফাউন্ডেশন হল একটি বাংলাদেশি অলাভজনক এবং দাতব্য সংস্থা। এর সদর দপ্তর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। ফাউন্ডেশনটি বাংলাদেশে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য অধিক পরিচিত।

প্রকল্পসমূহ[সম্পাদনা]

চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র[সম্পাদনা]

বেঙ্গল ফাউন্ডেশন নির্মিত এবং প্রযোজিত চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্রগুলো নিম্নরূপ-

  • ছবির দেশের ছবি - জলরং কর্মশালা
  • ঢাকা আর্ট ক্যাম্প ২০০৬ - ঢাকা আর্ট ক্যাম্প
  • পোট্রেইট অব এন অলুভিয়াল আর্টিস্ট (একটি জলাবদ্ধ শিল্পীর প্রতিকৃতি) - শিল্পী কালিদাস কর্মকার সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।
  • অন্তর্বীক্ষণ - স্বপন চৌধুরী সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।
  • সময় খনন - দিলারা বেগম জলি সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।
  • জলগোধুলী - ফরিদা জামান সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।
  • গরানের গহীনে - আবদুর রাজ্জাক সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র।

বেঙ্গল পাবলিকেশনস[সম্পাদনা]

বেঙ্গল পাবলিকেশনস বেঙ্গল ফাউন্ডেশন পরিচালিত একটি প্রকাশনা কেন্দ্র।

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব[সম্পাদনা]

লক্ষ্য[সম্পাদনা]

বেঙ্গল ফাউন্ডেশন বাঙালি সংস্কৃতি দেশ বিদেশে প্রচার ও প্রসারের জন্য উচ্চমানের জ্ঞানকোষ তৈরি ও বিকাশ করার উদ্যোগ নিয়েছে।

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন[সম্পাদনা]

বর্তমানে বেঙ্গল ফাউন্ডেশন মোট চারটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে। অ্যাপ্লিকেশনগুলো হল-

  • বেঙ্গল ই-বই
বাংলা বইয়ের একটি সমৃদ্ধ ই-বুক সংগ্রহশালা
সংবাদ এবং ম্যাগাজিন প্রকাশনা
  • আই.সি.ই টুডে
সংবাদ প্রকাশমাধ্যম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Staff Correspondent (ফেব্রুয়ারি ৩, ২০১৭)। "Prof Anisuzzaman flown to Bangkok for treatment"The Daily Star (Bangladesh)। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০১৭Bengal Foundation Chairman Abul Khair are accompanying Anisuzzaman. 

বহিঃসংযোগ[সম্পাদনা]