বেইরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেইরা, জন ডানকান অঙ্কিত

বেইরা হল স্কটিশ পুরাণে উল্লিখিত শীতকালের ব্যক্তিরূপ তথা সকল দেবদেবীর মা ক্যালিয়াক ভেউর-এর একটি নাম। নামটি দিয়েছিলেন বিংশ শতাব্দীর লোককথাবিদ ডোনাল্ড আলেকজান্ডার ম্যাকেঞ্জি[১] তিনি কেল্টীয় সৃষ্টি অতিকথাগুলির একটির (যেটিতে সচরাচর স্থানীয় ভূমিরূপগুলি উল্লিখিত হয়েছে) সঙ্গে যুক্ত এবং গ্রিক পুরাণের গেইয়া এবং নর্স পুরাণের জর্ডের সমতুল্য ভূমিকা পালন করতেন।

ম্যাকেঞ্জির মতে, বেইরা ছিলেন একজন একচক্ষু দানবী। তাঁর চুল ছিল সাদা, গাত্রবর্ণ ছিল গাঢ় নীল এবং দাঁত ছিল মরিচা-বর্ণের। একটি জাদু হাতুড়ি দিয়ে তিনি স্কটল্যান্ডের পাহাড়-পর্বত নির্মাণ করেন এবং নিজের অমনোযোগী দাসী নেসাকে একটি নদীতে পরিণত করেন। সেই নদীর বাঁধ ভেঙে একটি হ্রদ সৃষ্টি হয়, যেটি লক নেস নামে পরিচিত। বেন নেভিস ছিল তাঁর "পর্বত সিংহাসন"। বছরের দীর্ঘতম রাত্রিটি ছিল শীতের রানির রাজত্বের সমাপ্তিকাল। মনে করা হত, সেই সময় তিনি যৌবনকূপের কাছে আসতেন এবং সেই জাদু-জল পান করে প্রতিদিন তরুণতর হতে শুরু করতেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mackenzie, Donald Alexander (1917) "Beira, Queen of Winter" in Wonder Tales from Scottish Myth and Legend

টেমপ্লেট:কেল্টীয় পুরাণ (স্কটিশ)