উইকিপিডিয়া:অধিকারের আবেদন/পর্যবেক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ahmed Reza Khan (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সম্পাদিত হয়েছিল (সংগ্রহশালায় স্থানান্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

পর্যবেক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Ahmed Reza Khan

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

এতদিন শুধু নতুন নিবন্ধ তৈরি করলেও এখন আমি অন্যের তৈরি নিবন্ধ, সম্পাদনা পরীক্ষার কাজও করতে চাই। হ্যাঁ, মানছি আমি এক মাস আগে 'স্বয়ংক্রিয় পরীক্ষক' অধিকারের আবেদন করেছিলাম এবং অধিকারটি আমাকে দেওয়াও হয়েছে; কিন্তু বিশ্বাস করুন আমি টুপি সংগ্রহ করছি না। আমি মন থেকে কাজ করতে চাই বলেই 'পর্যবেক্ষক' অধিকারটি চাইছি। প্রথমে ভেবেছিলাম 'নিরীক্ষক' অধিকারের আবেদন করবো, কারণ আমার বিশ্বাস আমি অমীমাংসিত সম্পাদনাগুলোও ঠিকভাবে পর্যালোচনা করতে পারবো। পরে মনে হলো আপাতত 'পর্যবেক্ষক' অধিকারেরই আবেদন করি। যেহেতু আমি মাত্র ৩ মাস আগে উইকিপিডিয়ায় যুক্ত হয়েছি, তাই 'পর্যবেক্ষক' অধিকারের মাধ্যমে সম্পাদনা পরীক্ষা করে আপনাদের আস্থা অর্জন করে পরবর্তীতে 'নিরীক্ষক' অধিকারের আবেদন করবো। আমার উপর আস্থা রেখে আমাকে অধিকারটি দিতে পারেন। আমি উইকিপিডিয়ার সব নীতিমালা, কোন ধরনের সম্পাদনা পরীক্ষিত বলে চিহ্নিত করতে হবে সবকিছু সম্পর্কে ধারণা রাখি। আমি কথা দিচ্ছি আমার দ্বারা কোনো ভুল পর্যালোচনা হবে না। যদি কখনো কোনো ভুল করি, সাথে সাথে আমার অধিকারটি বাতিল করে দিতে পারেন, আমার কোনো আপত্তি থাকবে না। Ahmed Reza Khan (আলাপ) ০৮:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]