ব্যবহারকারী আলাপ:AstroWizard: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ওহিদ কর্তৃক ২ বছর পূর্বে "ওহিদের অনুরোধ" অনুচ্ছেদে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AstroWizard (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
AstroWizard (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৪২ নং লাইন: ৪২ নং লাইন:
::আপনি যেটি পড়তে বলেছেন এই প্রথমবারের মতো পড়লাম, আমার খুব ভালো লাগলো এবং বুঝতে পারলাম আমার দোষগুলি। নিজের সাথে দোষগুলো তুলনা করতে পারলাম। আপনার আমাকে ব্লক করাটা একদিকে যৌক্তিক ছিল। আমি আমার সম্পন্ন ভুল বুঝতে পেরেছি। ভবিষ্যৎ এই ভুলগুলি এড়িয়ে চলবো কথা দিচ্ছি এবং আপনার কাছে ক্ষমা চাইছি, প্রিয় মাসুম-আল-হাসান। উপরে আপনার সাথে মোটেও ভালোভাবে কথা বলা হয়নি, কিন্তু নীতি অনুযায়ী আপনি সবসময় আমার সাথে ভদ্রভাবে কথা বলেছেন। এর থেকে এটাও প্রমাণ হয় আপনি বাংলা উইকিপিডিয়ার কতো নীতিমালা সম্পর্কে জ্ঞাতো। এবার আমি এটাও বুঝতে পারছি ইয়াহিয়া কেন আমাকে অভদ্র বলেছিল(তিনি সত্যই বলেছিলেন)। এরপর ভালোভাবে সব নীতিমালা পড়েই বাংলা উইকিপিডিয়ায় অবদানের এক নতুন যাএা শুরু করবো। আমার এর থেকে বেশি কিছু বলতেও ইচ্ছা হচ্ছে না, ব্যক্তিগতজীবনেও মানসিকভাবেও অসুস্থ, বারবার আপনাদের কথা মাথায় আসছে; ঈস্! আমার উইকিপিডিয়ায় সবার সাথে খারাপ ব্যবহার হয়ে গেছে। কোন কাজেও মন বসছে না। কিন্তু শেষে একটি কথাই বলতে চাই প্রশাসক হিসেবে আপনার সিদ্ধান্তও সঠিক ছিল, তাই আপনাকে করা উপরের মন্তব্য কেটে দিলাম, সম্প্রদায় আপনাকে প্রশাসক বানানোর সিদ্ধান্তও সঠিক নিয়েছিলেন; আপনার এই কাজটি পূরণ করার সত্যিই যোগ্যতা আছে। [[ব্যবহারকারী:ওহিদ|ওহিদ]] ([[ব্যবহারকারী আলাপ:ওহিদ#top|আলাপ]]) ১৯:২৫, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)
::আপনি যেটি পড়তে বলেছেন এই প্রথমবারের মতো পড়লাম, আমার খুব ভালো লাগলো এবং বুঝতে পারলাম আমার দোষগুলি। নিজের সাথে দোষগুলো তুলনা করতে পারলাম। আপনার আমাকে ব্লক করাটা একদিকে যৌক্তিক ছিল। আমি আমার সম্পন্ন ভুল বুঝতে পেরেছি। ভবিষ্যৎ এই ভুলগুলি এড়িয়ে চলবো কথা দিচ্ছি এবং আপনার কাছে ক্ষমা চাইছি, প্রিয় মাসুম-আল-হাসান। উপরে আপনার সাথে মোটেও ভালোভাবে কথা বলা হয়নি, কিন্তু নীতি অনুযায়ী আপনি সবসময় আমার সাথে ভদ্রভাবে কথা বলেছেন। এর থেকে এটাও প্রমাণ হয় আপনি বাংলা উইকিপিডিয়ার কতো নীতিমালা সম্পর্কে জ্ঞাতো। এবার আমি এটাও বুঝতে পারছি ইয়াহিয়া কেন আমাকে অভদ্র বলেছিল(তিনি সত্যই বলেছিলেন)। এরপর ভালোভাবে সব নীতিমালা পড়েই বাংলা উইকিপিডিয়ায় অবদানের এক নতুন যাএা শুরু করবো। আমার এর থেকে বেশি কিছু বলতেও ইচ্ছা হচ্ছে না, ব্যক্তিগতজীবনেও মানসিকভাবেও অসুস্থ, বারবার আপনাদের কথা মাথায় আসছে; ঈস্! আমার উইকিপিডিয়ায় সবার সাথে খারাপ ব্যবহার হয়ে গেছে। কোন কাজেও মন বসছে না। কিন্তু শেষে একটি কথাই বলতে চাই প্রশাসক হিসেবে আপনার সিদ্ধান্তও সঠিক ছিল, তাই আপনাকে করা উপরের মন্তব্য কেটে দিলাম, সম্প্রদায় আপনাকে প্রশাসক বানানোর সিদ্ধান্তও সঠিক নিয়েছিলেন; আপনার এই কাজটি পূরণ করার সত্যিই যোগ্যতা আছে। [[ব্যবহারকারী:ওহিদ|ওহিদ]] ([[ব্যবহারকারী আলাপ:ওহিদ#top|আলাপ]]) ১৯:২৫, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)
:::এইভাবে অনুরোধ করাটা উচিত নয়, তাই আমি টেমপ্লেটটি সরিয়ে দিলাম। যেহেতু আপনি আমাকে বাধা দিয়েছেন, তাই আপনাকে সরাসরি বলছি। প্রিয়, {{উ|RockyMasum}} আমাকে সর্বশেষ সুযোগ আপনি করে দেবেন। আমাকে পুনরায় বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার সুযোগ করে দেবেন। যেহেতু আমি বাংলা উইকিপিডিয়ার ক্ষতি চাইনি, সেই দিকে তাকিয়ে না হয় আমাকে সুযোগ করে দেন। আমি কথা দিচ্ছি এই ভুল আমি করবো না। আপনার কাছে একান্তভাবে ক্ষমার সাথে অনুরোধ করছি, দয়া করে আমার অনুরোধ উপেক্ষা করে দেবেন না। [[ব্যবহারকারী:ওহিদ|ওহিদ]] ([[ব্যবহারকারী আলাপ:ওহিদ#top|আলাপ]]) ১২:৫৭, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)
:::এইভাবে অনুরোধ করাটা উচিত নয়, তাই আমি টেমপ্লেটটি সরিয়ে দিলাম। যেহেতু আপনি আমাকে বাধা দিয়েছেন, তাই আপনাকে সরাসরি বলছি। প্রিয়, {{উ|RockyMasum}} আমাকে সর্বশেষ সুযোগ আপনি করে দেবেন। আমাকে পুনরায় বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার সুযোগ করে দেবেন। যেহেতু আমি বাংলা উইকিপিডিয়ার ক্ষতি চাইনি, সেই দিকে তাকিয়ে না হয় আমাকে সুযোগ করে দেন। আমি কথা দিচ্ছি এই ভুল আমি করবো না। আপনার কাছে একান্তভাবে ক্ষমার সাথে অনুরোধ করছি, দয়া করে আমার অনুরোধ উপেক্ষা করে দেবেন না। [[ব্যবহারকারী:ওহিদ|ওহিদ]] ([[ব্যবহারকারী আলাপ:ওহিদ#top|আলাপ]]) ১২:৫৭, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)
::::আমি এখনই বিস্তারিতভাবে আপনাদের পরিচয়গুলো দেখলাম [[উইকিমিডিয়া বাংলাদেশ#নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ|এখানে]]। এবার আমার আরও বেশি লজ্জা লাগছে, যে আমি কাদের সাথে কথা বলছিলাম এভাবে। আমি এখন ঐটাই ভাবছি, আপনারা সবাই আমার নামের পিছনে কি কি আলোচনা করছিলেন আমার সম্পর্কে। আন্তরিকতার সহিত ক্ষমাপ্রার্থী আপনি সহ উইকিমিডিয়ার স্টাফদের কাছে। আপনাদের জন্যও বাংলা উইকিপিডিয়ার এই পর্যায়ে পৌঁছেছে, সুতরাং সবার জন্য শুভকামনা। আমরা শুধু অনলাইন করি কিন্তু আপনারা অনলাইন সহ অফলাইন কঠোর পরিশ্রম করেন। আপনারা অন্যের উপকারের চিন্তা করছেন, মুক্তজ্ঞানের এই প্রকল্পটি বধিত করতে; দেখবেন আপনাদের এই কঠোর পরিশ্রম কোনদিন বৃথা যাবে না, এর ভালো ফল আপনাদের সবাই পাবেন একদিন। [[ব্যবহারকারী:ওহিদ|ওহিদ]] ([[ব্যবহারকারী আলাপ:ওহিদ#top|আলাপ]]) ১৩:১১, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)


* এখন পর্যন্ত অনেককেই নানাভাবে সুযোগ দেওয়া হয়েছে। ওহিদ ভাইকেও সেই হিসেবে সুযোগ দেওয়া যায়। এর আগেও উনাকে সতর্ক করা হয়েছে, উনি সেই সুযোগগুলো হারিয়েছেন। তবু আরেকবারের জন্য সুযোগ দেওয়ার পক্ষপাতী। তবে এবারই সর্বশেষ সুযোগ। — [[ব্যবহারকারী:Meghmollar2017|আদিভাই]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ১৮:১১, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)
* এখন পর্যন্ত অনেককেই নানাভাবে সুযোগ দেওয়া হয়েছে। ওহিদ ভাইকেও সেই হিসেবে সুযোগ দেওয়া যায়। এর আগেও উনাকে সতর্ক করা হয়েছে, উনি সেই সুযোগগুলো হারিয়েছেন। তবু আরেকবারের জন্য সুযোগ দেওয়ার পক্ষপাতী। তবে এবারই সর্বশেষ সুযোগ। — [[ব্যবহারকারী:Meghmollar2017|আদিভাই]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ১৮:১১, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)

১৩:১১, ২১ মার্চ ২০২২ তারিখে সংশোধিত সংস্করণ

পর্যালোচনা

উপরোক্ত ব্যবহারকারীকে এড়িয়ে যান। এই ছোট্ট নিবন্ধটি পর্যালোচনা করে দিলে ভালো হয়। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৮:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার পর্যালোচনার তালিকায় আরেকটি যোগ হল।:)–ধর্মমন্ত্রী (আলাপ) ১৫:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Sm Abidur Rahman-এর প্রশ্ন (১০:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২)

আপনাকে শুভেচ্ছা, আমি জানতে চাচ্ছি কি ভাবে অনুবাদ করব অমর একুশে প্রতিযোগীতায়। --Sm Abidur Rahman (আলাপ) ১০:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সতর্কবার্তা

সুধী, আপনার করা সকল আলোচনাতে দেখা যায় আপনাকে কিছু বললেই আপনি রেগে যাচ্ছেন, আপনি অশোভন, জ্বালাময়ী বক্তব্য লিখছেন, যা থেকে পরে বিতর্কের সৃষ্টি হচ্ছে। আপনি যে কয় জায়গায় আলোচনা করেছেন, বেশিরভাগ জায়গায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যেন এই বিতর্কের সৃষ্টি না হয়, এই ভেবে আপনাকে কোনও প্রকার আলোচনায় জড়াতে মানা করেছিলান। কিন্তু দুদিন পরেরই একই জিনিস ঘটল। এভাবে প্রতিবার একই ঘটনার ফলে আলোচনার পরিবেশও নষ্ট হয়; যাদের লক্ষ্য করে আপনি অশোভন বক্তব্য লিখেন তারাও কষ্ট পায়। সকল জায়গাতে আপনি দেখবেন যার কারণে মূল আলোচ্য বিষয় নিয়ে আলোচনা না হয়ে অন্য দিকে আলোচনা গড়িয়েছে। এটি থামা দরকার।

আপনাকে আমি সতর্কবার্তা দিচ্ছি। দয়া করে এই জাতীয় কাজ আর করবেন না। অন্য উইকিপিডিয়ানের সাথে সম্মানের সহিত আলোচনা করুন যেমনটা আমার সাথে করেন। জ্বালাময়ী, খোঁচামূলক, তুলনামূলক মোটকথা অশোভন বক্তব্য পরিহার করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৪, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান আলোচনাসভায় আমরা এই ব্যবহারকারীকে সর্বশেষ সতর্কবার্তা পেতে দেখেছি। এটাকে কোন স্তরের সতর্কবার্তা বলে গণ্য করা হবে? — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২৩:১১, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: চূড়ান্ত? -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৫, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
চূড়ান্ত হিসেবে ধরা যায়। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৪, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ওহিদের শেষ কথা

@RockyMasum: আপনিতো নিজে ফাউন্ডেশনের হয়ে কাজ করে অর্থ পেয়ে তারপর অবদান রাখছেন, বিনা স্বার্থে আফতাবুজ্জামান, শাকিল, ইয়াহিয়া, রিয়াজ ও যারা বিনা স্বার্থে অবদান রাখে, তাদের মতো অবদান রেখে দেখান। আমাকে ফেক ব্লক করে কোন কিছুই হবে না আমার, আমি আর বাংলা উইকিপিডিয়ার মুখের দিকেও তাকাবো না। আমাকে ব্লক করাটা আপনার মতো ফাউন্ডেশন স্টাফদের একদমই শোভা পাই না। সম্প্রতিক রিয়াজ আমার অধিকার অপসারণ করলো, সেই notification পেয়েই আমি মূলত এই কথাটি বলতে এলাম। আশা করি আমাকে বাধাপ্রাপ্ত দেখে ইয়াহিয়ার এবার কলিজাটা শান্ত পেল বুঝি। ওহিদ (আলাপ) ০৬:০০, ৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে আমার অর্থ প্রাপ্তির বা আমি যে ফাউন্ডেশনের স্টাফ সেটির প্রমাণ দিন। আমার টাকা কেউ মেরে খেল কিনা আমার জানা দরকার। এতটুকু উপকার করবেন আশা করি। আগাম ধন্যবাদ আপনাকে।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:২৬, ৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ আপনি বোধহয় ভুল বুঝেছেন। 'কারো কিছু করার' উদ্দেশ্যে কাউকে বাধা প্রদান করা হয় না। বরং আপনার রুক্ষ-অশোভন আচরণ থেকে সম্প্রদায়কে রক্ষা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রথমে সতর্কতা প্রদান এবং পরবর্তীতে সর্তকীকরণ উপেক্ষা করায় আপনাকে বাধা দেয়া হয়েছে। বাংলা উইকিপিডিয়ায় গঠনমূলক অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা। -- – তারুণ্য আলাপ১৮:১৮, ৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Tarunno: আমার আলাপ পাতায় সতর্কবার্তা পাওয়ার পর আপনি একবার দেখেছেন আমাকে এই একই জিনিস করতে? সুতরাং "প্রথমে সতর্কতা প্রদান এবং পরবর্তীতে সর্তকীকরণ উপেক্ষা করায় আপনাকে বাধা দেয়া হয়েছে" বলাটা অর্থহীন; আলোচনা সভায় কি ছিল সেটা জানি না। আমার আলাপ পাতার সতর্কবার্তায় আমার কাছে সতর্কবার্তা হিসেবে গণ্য। যাইহোক দুঃখের দিনে আপনার মতো ব্যবহারকারী এইরকম মন্তব্য পড়েও খুব ভালো লাগে। আপনার জন্যও শুভকামনা। ওহিদ (আলাপ) ০৯:৫৪, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আলোচনাসভায় আলোচনা আপনিই শুরু করেছিলেন এবং সেখানে আপনার রূঢ় এবং অগ্রহণযোগ্য আচরণের জন্য আপনাকে সুনির্দিষ্টভাবে সেখানে সর্তক করা হয়েছিল ফেব্রুয়ারির ২৬ এবং ২৮ তারিখ। এরপর আপনি মার্চের ৩ তারিখ একই আচরণ পুনরাবৃত্তি করেছেন আলাপ:প্রসঙ্গ_কাঠামো পাতায়। বিষয় হচ্ছে আলোচনা সভায় আপনার শুরু করা আলোচনায় শেষ পর্যন্ত কি ছিল সেটা আপনি জানেন না দাবি করলেই বিষয়টি মিটছে না। কেউ কোন কিছুতে নিজের সুবিধা হলে সেটি অর্থপূর্ণ আর অসুবিধা হলে সেটি অর্থহীন ঘোষণা করতেই পারে, কিন্তু তা যুক্তির ধোপে টেকে না।
আরেকটি বিষয় হচ্ছে নিজের মতামত দৃঢ়ভাবে যে কেউ প্রকাশ করতে পারেন। নানা সময়ে আমরা তা করেও থাকি। কিন্তু সে মতামতের "দৃঢ়তার" পেছনে শক্তি যোগাতে যদি রূক্ষ-কর্কশ ভাষা বা অশোভন শব্দ প্রয়োগ করা লাগে তাহলে সেটি আদৌ সত্যিকারের "দৃঢ়তা" নাকি "দৃঢ়তার নামে বিভ্রম" সেটা নিয়ে বিতর্ক থেকেই যায়।
গত ১১ বছরে আমি এই সম্প্রদায়ের নানা চড়াই উৎড়াইয়ের প্রত্যক্ষ সাক্ষী, অনেকক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণকারী। আপনি এসে এই সম্প্রদায়টিকে যে অবস্থায় পেয়েছিলেন সেটিকে সে পর্যায়ে নিয়ে যেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বৃহৎস্বার্থে যে অনেক সময় ক্ষুদ্রস্বার্থ ত্যাগ করতে হয়, তা সেই ক্ষুদ্রস্বার্থ যত আকর্ষণীয়ই মনে হোক না কেন। আশাকরি জীবন পথে চলতে চলতে সামনে আপনিও কোনো একদিন এই সত্য উপলব্ধি করবেন। -- – তারুণ্য আলাপ১০:৩৯, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@RockyMasum: আপনি যে এখানে বলছেন, বারবার সতর্ক করার পর!? আপনি কয়বার দেখেছেন আমাকে সতর্কবার্তা পেতে? আপনি বলছেন ব্যক্তিগত আক্রমণ, যেখানে আমি কাউকে বাজে কথা বা গালিগালাজ করিনি। এছাড়াও প্রশাসক হিসেবে আপনার নিজের সিদ্ধান্ত কতোটা যে সঠিক তা আমরা এখান থেকেই স্পষ্টভাবে বুঝতে পারি; এর থেকে এটাও প্রমাণ হয় যে, যে এখানে ভালো অবদান রাখতে চাই তাকেও আপনি রাখতে দিতে চান না, যা আমার কাছে বাংলা উইকিপিডিয়ার পরোক্ষভাবে ক্ষতি চাওয়াকে বোঝায়। আপনার মতো নিষ্ঠুর প্রশাসক বাংলা উইকিপিডিয়ায় থাকলে কোনদিন বাংলা উইকিপিডিয়ার উন্নতি হবে না। তবে আমি বলছি না তা হোক, কারণ বাংলা উইকিপিডিয়ার কখনও ক্ষতি চাইনি আমি; ভালো করে ঘুরে দেখে আসেন বাংলা উইকিপিডিয়া গঠনে আমার কতোটা অবদান আছে। ছেড়ে দিন আপনার মতো প্রশাসকদেরতো মানসিকতাও নেই বলে মনে হয় আমার, একটি ভুলে সতর্ক করা হলেও অনেকজনকে দেখেছি বাধা দিতে, তবে অসীম মেয়াদে দেখিনি সাময়িক দেখেছি(অথচ সতর্কবার্তায় আমি বলা হয়নি যে আপনাকে এরপর অসীম মেয়াদে বাধাপ্রদান করা হবে)। এর থেকে প্রমাণ হয় আপনি বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছেন (এর মানে কি এই নয় যে আপনি সত্যিকারেই অর্থের বিনিময়ে অবদান রাখেন? এর থেকেও বেশি প্রমাণ দরকার), আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আমি সত্যি কথা বলিনি; আপনি নিজে বলেন আপনি আফতাবুজ্জামানের থেকে বেশি অবদান রাখেন কিনা? এবার ব্যক্তিগত না নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চিন্তাভাবনা করেন; আবার ভুল বুঝে এটা ভাববেন না আমি বলছি আপনি অবদানই রাখেন না, বাংলা উইকিপিডিয়া গঠনে আপনাও অবদান ততটাই গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলি আমার জন্যও প্রযোজ্য। আমাকে একজন ব্যবহারকারীই (আবার ব্যবহারকারী বলতে শুধু আফতাবুজ্জামান বুঝবেন না; অব্যশই তিনি নন) শিখিয়ে ছিল, আপনি আপনার মতামত/যুক্তি দৃঢ়ভাবে বলবেন, এতে কে খারাপ ভাবলো বা কার খারাপ লাগলো এটা তো দেখা যাবে না। আশা করছি আমাকে শিখিয়ে সেই ব্যবহারকারী নিজের কথা নিজেই ভুলে গেছেন (আপনি হয়তো ব্যবহারকারী কে বুঝতে পারবেন না, তবে যাকে বলছি সে ঠিকই বুঝে যাবে কারণ তার সব কথা লুকিয়ে পড়ার অভ্যাস আছে)। সেঅনুযায়ী আমি খারাপ কি বলেছি যেটা সত্য সেটাই বলেছি। আপনাদের তাতে খারাপ লেগেছে, জানেন বিষয়টা কি? আমার কথাগুলো আসলেই সত্য যার জন্য আপনাদের এতোটাই পরিমাণে গায়ে লেগেছে যে, রিয়াজ আমার অধিকার অপসারণ করেছে(আমি আজপর্যন্ত কাউকে দেখিনি একটি উইকি থেকে বাধাপ্রাপ্ত, তাতেও সমস্ত অধিকার রয়েছে তার; যেখানে আমার তাও একটা ছিল)। আমার একটা দোষ যদি বলতে পারেন তাহল, আমার পেটে কোন কথা থাকেনা; কোন সময় কি বলতে হয় সেটাও ভাবিনা, যা মাথায় আসে তাই বলে দিই। তবে বাংলা উইকিপিডিয়ার আমি কখনও খারাপ চাইনি আর চাইবোও না। ওহিদ (আলাপ) ০৯:৪৬, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে যে ব্যবহারকারী দৃঢ়ভাবে আপনার যুক্তি উপস্থাপন করতে বলেছিলেন তিনি নিশ্চয়ই অন্য ব্যবহারকারীকে ব্যক্তিগত আক্রমণ করতে উৎসাহ দেন নাই। কিংবা শুধু সন্দেহের বশবর্তী হয়ে অন্য পরীক্ষিত ব্যবহারকারীদের বিরুদ্ধে অসত্য অভিযোগ আনতেও উৎসাহ দেন নাই। ফাউন্ডেশনের বেতনভুক্ত কর্মী কারা, তাদের কাজ কী, তাদের কীভাবে চেনা যায় -তা আপনাকে আগের আলোচনায় বোঝানো হয়েছে। তা সত্ত্বেও আপনি বার বার একই অভিযোগ করে যাচ্ছেন।
মতামত/যুক্তি দৃঢ়ভাবে উপস্থাপন করাকে যদি আপনি ব্যক্তিগত আক্রমণ বা রুক্ষ, অশোভনীয় ভাষা প্রয়োগ ভেবে থাকেন, তাহলে সেটা সেই ব্যবহারকারীর জন্য খুবই দুঃখজনক। কারণ, আপনি এই ব্যক্তিগত আক্রমণ/আচরণগত সমস্যার জন্যই বাধাপ্রাপ্ত হয়েছেন।
আপনি এখনও এখানে মন্তব্য করতে পারছেন, এর মানে হচ্ছে, বাধা উঠিয়ে নেওয়ার জন্য আপনার আপীলের সুযোগ রাখা হয়েছে। কিন্তু উপরের মন্তব্যের ভাষা প্রয়োগ দেখে মনে হচ্ছে, আপনি আর ফিরে আসতে চান না। আপনি যেহেতু আপনার অধিকারের অপব্যবহার করেন নি, তাই আশা করা যায়, আপনি আবার সম্পাদনার সুযোগ পেলে আপনাকে অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
যখন যা মাথায় আসে তা বলে ফেলা কোনো কাজের কথা নয়। এটা বাস্তব ও ভার্চুয়াল দুই জগতের জন্যই ক্ষতিকর। আমি ব্যক্তিগতভাবে আশা করছি, আপনি আপনার ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করবেন। এবং কয়েকমাস পর আবার এখানে এসে বাধা দানকারী প্রশাসককে পিং করে বাধা উঠিয়ে নেওয়ার অনুরোধ করবেন। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:০৭, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ওহিদের অনুরোধ

সুপ্রিয় আমাদের বাংলা উইকিপিডিয়ার প্রশাসকগণ ও নিবেদিত সম্পাদকগণ, আমি আমার পূর্বে করা কিছু অপমানজনক কাজকর্মের জন্য অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। আমি জানি, আমি শাকিলের উপর যে অভিযোগটা করেছিলাম সেটা না জেনেই করেছিলাম; তবে সন্দেহ আমার অনেক আগে থেকেই ছিল সবার উপরে বিশেষ করে ইয়াহিয়া,Owais Al Qarni, শাকিল, মাসুম-আল-হাসান, Nabil ও এমনকি আমি যার প্রশংসা করেছিলাম, আফতাবুজ্জামান, তার উপরও আমার সন্দেহ ছিল যে সেও অর্থের বিনিময়ে অবদান রাখেন। কিন্তু আলোচনাসভার আদিব সহ সুলতান এবং এখানে মাসুমের মন্তব্য পড়ার পর আমি বুঝলাম উইকিপিডিয়ায় অর্থের বিনিময়ে অবদান রাখা যায় না এবং আমরা এখানে কেউ অর্থের বিনিময়ে অবদান রাখি না। আমি জানি, আপনাদের সবার কাছে আমি ছোট এবং খারাপ হয়ে গেছি, যে জায়গা আপনাদের কাছে তৈরি করেছিলাম সেই জায়গা পুনরায় ফিরে পাবো নাকি তাও জানি না, কিন্তু আপনারা জানেন না যে আমার চোখে আপনারা অনেক বড়ো হয়ে গেছেন। আর সেদিন শাকিলের উপর নিরপেক্ষভাবে সবাইকে না দেখার জন্য রাগে আলোচনাসভায় আমার মন্তব্যগুলো তার নাম দিয়ে প্রকাশ করে দিই, তবে এটা কি ওনার জন্য ছিল? অবশ্যই না, সবার উপরেই আগে থেকে সন্দেহ ছিল; কারণ হলো, আগে ভাবতাম সবাই এতো ভালো এবং এতো বেশি অবদান রাখেন কি করে? আমি আসলেই জানতাম না যে আমরা সবাই এখানে বিনা স্বার্থেই অবদান রাখি। যা জানার পর আমার খুব ভালো লাগলো। এখন মাথাটা ঠান্ডা হয়েছে ১০-২০ দিন পর নিজের ভুলটাও বুঝতে পেরেছি আমি। আমি আপনাদের সবার কাছে একান্তভাবে ক্ষমা চাইছি। আমাকে আফতাবুজ্জামান যেভাবে বলেছিলেন আমি সেইভাবেই কাজ করবো এর পর থেকে। কারও সাথে কোন আলাপ আলোচনা করবো না, আলোচনার খুব প্রয়োজন হলে সেখানে কোন প্রকারের রুঢ় মন্তব্য করবো না, আমি শুধু আমার মধ্যযুগের ইসলামের ও কিছু আমার পছন্দমতন নিবন্ধ নিয়েই সম্পাদনা করবো, কোনদিন অধিকার পাওয়ার জন্য আবেদন করবো না। আমি বাংলা উইকিপিডিয়ার কোনদিন ক্ষতি চাইনি, কিন্তু এই কয়দিনে আপনাদের সবার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আমি বাংলা উইকিপিডিয়া গঠনের জন্য নিজের সবোর্চ্চ দিয়ে খেটেছিলাম, তাই বাংলা উইকিপিডিয়া থেকে বাধাপ্রাপ্ত হয়ে আমার খুব কষ্ট হচ্ছে, অন্য উইকিতেও অবদান রাখতে ভালো লাগছে না। আশা করি আমার ফিলিংসগুলো আপনি বুঝতে পারবেন এবং পুনরায় বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করার সুযোগ করে দিবেন। আমার কাছ থেকে এভাবে বাংলা উইকিপিডিয়াকে কেড়ে নেবেন না। আমি রাগে যার যার সাথে খারাপ ব্যবহার করেছি সবার কাছে একসাথে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। বাংলা উইকিপিডিয়ার জন্য অনেক খেটেছি, অনেক। যার জন্য অন্য উইকিতেও অবদান রাখতে ইচ্ছে করছে না। এরপর থেকে আমি কথা দিচ্ছি বাংলা উইকিপিডিয়া ছাড়া অন্য কোন উইকিপিডিয়ায় আমি অবদান রাখবো না। আমি বাংলা উইকিপিডিয়াকে অনেক ভালোবাসি আমাকে বাংলা উইকিপিডিয়া থেকে এভাবে বহিষ্কার করবেন না। আমার কষ্টটা বোঝেন। ওহিদ (আলাপ) ১০:৪০, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

জিজ্ঞাসা

সুপ্রিয় @ওহিদ: কোন কিছু নিয়ে প্রশ্ন তোলার আগে সে সম্পর্কে ন্যুনতম জ্ঞান থাকতে হয়। যাইহোক আপনার কাছে জানতে চাই শিষ্টাচার সম্পর্কে আপনি বর্তমানে অবগত কিনা? যদি অবগত হয়ে থাকেন, তাহলে আপনি এখন পর্যন্ত শিষ্টাচারের কোন কোন মূলনীতিগুলো ভঙ্গ করেছেন তা এখানে বর্ণনা করুন।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৮:০৫, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনি যেটি পড়তে বলেছেন এই প্রথমবারের মতো পড়লাম, আমার খুব ভালো লাগলো এবং বুঝতে পারলাম আমার দোষগুলি। নিজের সাথে দোষগুলো তুলনা করতে পারলাম। আপনার আমাকে ব্লক করাটা একদিকে যৌক্তিক ছিল। আমি আমার সম্পন্ন ভুল বুঝতে পেরেছি। ভবিষ্যৎ এই ভুলগুলি এড়িয়ে চলবো কথা দিচ্ছি এবং আপনার কাছে ক্ষমা চাইছি, প্রিয় মাসুম-আল-হাসান। উপরে আপনার সাথে মোটেও ভালোভাবে কথা বলা হয়নি, কিন্তু নীতি অনুযায়ী আপনি সবসময় আমার সাথে ভদ্রভাবে কথা বলেছেন। এর থেকে এটাও প্রমাণ হয় আপনি বাংলা উইকিপিডিয়ার কতো নীতিমালা সম্পর্কে জ্ঞাতো। এবার আমি এটাও বুঝতে পারছি ইয়াহিয়া কেন আমাকে অভদ্র বলেছিল(তিনি সত্যই বলেছিলেন)। এরপর ভালোভাবে সব নীতিমালা পড়েই বাংলা উইকিপিডিয়ায় অবদানের এক নতুন যাএা শুরু করবো। আমার এর থেকে বেশি কিছু বলতেও ইচ্ছা হচ্ছে না, ব্যক্তিগতজীবনেও মানসিকভাবেও অসুস্থ, বারবার আপনাদের কথা মাথায় আসছে; ঈস্! আমার উইকিপিডিয়ায় সবার সাথে খারাপ ব্যবহার হয়ে গেছে। কোন কাজেও মন বসছে না। কিন্তু শেষে একটি কথাই বলতে চাই প্রশাসক হিসেবে আপনার সিদ্ধান্তও সঠিক ছিল, তাই আপনাকে করা উপরের মন্তব্য কেটে দিলাম, সম্প্রদায় আপনাকে প্রশাসক বানানোর সিদ্ধান্তও সঠিক নিয়েছিলেন; আপনার এই কাজটি পূরণ করার সত্যিই যোগ্যতা আছে। ওহিদ (আলাপ) ১৯:২৫, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এইভাবে অনুরোধ করাটা উচিত নয়, তাই আমি টেমপ্লেটটি সরিয়ে দিলাম। যেহেতু আপনি আমাকে বাধা দিয়েছেন, তাই আপনাকে সরাসরি বলছি। প্রিয়, @RockyMasum: আমাকে সর্বশেষ সুযোগ আপনি করে দেবেন। আমাকে পুনরায় বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার সুযোগ করে দেবেন। যেহেতু আমি বাংলা উইকিপিডিয়ার ক্ষতি চাইনি, সেই দিকে তাকিয়ে না হয় আমাকে সুযোগ করে দেন। আমি কথা দিচ্ছি এই ভুল আমি করবো না। আপনার কাছে একান্তভাবে ক্ষমার সাথে অনুরোধ করছি, দয়া করে আমার অনুরোধ উপেক্ষা করে দেবেন না। ওহিদ (আলাপ) ১২:৫৭, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি এখনই বিস্তারিতভাবে আপনাদের পরিচয়গুলো দেখলাম এখানে। এবার আমার আরও বেশি লজ্জা লাগছে, যে আমি কাদের সাথে কথা বলছিলাম এভাবে। আমি এখন ঐটাই ভাবছি, আপনারা সবাই আমার নামের পিছনে কি কি আলোচনা করছিলেন আমার সম্পর্কে। আন্তরিকতার সহিত ক্ষমাপ্রার্থী আপনি সহ উইকিমিডিয়ার স্টাফদের কাছে। আপনাদের জন্যও বাংলা উইকিপিডিয়ার এই পর্যায়ে পৌঁছেছে, সুতরাং সবার জন্য শুভকামনা। আমরা শুধু অনলাইন করি কিন্তু আপনারা অনলাইন সহ অফলাইন কঠোর পরিশ্রম করেন। আপনারা অন্যের উপকারের চিন্তা করছেন, মুক্তজ্ঞানের এই প্রকল্পটি বধিত করতে; দেখবেন আপনাদের এই কঠোর পরিশ্রম কোনদিন বৃথা যাবে না, এর ভালো ফল আপনাদের সবাই পাবেন একদিন। ওহিদ (আলাপ) ১৩:১১, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
  • এখন পর্যন্ত অনেককেই নানাভাবে সুযোগ দেওয়া হয়েছে। ওহিদ ভাইকেও সেই হিসেবে সুযোগ দেওয়া যায়। এর আগেও উনাকে সতর্ক করা হয়েছে, উনি সেই সুযোগগুলো হারিয়েছেন। তবু আরেকবারের জন্য সুযোগ দেওয়ার পক্ষপাতী। তবে এবারই সর্বশেষ সুযোগ। — আদিভাইআলাপ১৮:১১, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
    আমি বুঝতে পারছি না, আপনার কাছে কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করব? আমার এই দুঃখের দিনে যাকে যাকে আপন ভাবতাম তাড়া সবাই হাত ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি সেই যিনি প্রাথমিক অবস্থায় আমার বিরোধিতা করেছিলেন, আমাকে এই কষ্টের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আপনার কাছে চির ঋণী হয়ে থাকবো। ওহিদ (আলাপ) ১৯:২৫, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন