বিরূপঙ্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিরূপঙ্ক (Modulation index) বলতে বিরূপন পদ্ধতিতে তথ্য সংকেত বাহক সংকেতের সঙ্গে কতটা পরিমান বিরূপিত হবে তা বোঝায়।:[১]

বিরূপন পদ্ধতি অনুসারে এটি তিন প্রকার।[২][৩]

  • কম্পাঙ্ক বিরূপঙ্ক (Frequency Modulation index, FM)
  • বিস্তার বিরূপঙ্ক (Amplitude Modulation index, AM)
  • দশা বিরূপঙ্ক (Phase Modulation index, PM)

বিস্তার বিরূপঙ্ক[সম্পাদনা]

এটি সংকেত তরঙ্গের বিস্তার ও বাহক তরঙ্গের বিস্তারের অনুপাতকে বোঝায়। গাণিতিকভাবে প্রকাশ করলে,

যেখানে এবং সংকেত তরঙ্গের ও বাহক তরঙ্গ বিস্তারকে বোঝায়।

কম্পাঙ্ক বিরূপঙ্ক[সম্পাদনা]

এই পদ্ধতিতে সংকেত তরঙ্গটির কম্পাঙ্ক বাহক তরঙ্গের কম্পাঙ্কের সাথে পরিবর্তিত হয়। গাণিতিক ভাবে প্রকাশ করলে:

যেখানে সংকেত তরঙ্গের সর্বোচ্চ কম্পাঙ্ক এবং বাহক তরঙ্গ ও পরিবর্তিত তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্যকে বোঝায়।

দশা বিরূপঙ্ক[সম্পাদনা]

এই পদ্ধতিতে বিরূপঙ্কএর গাণিতিক রূপটি:

,

যেখানে দশার পার্থক্যকে বোঝায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. AT&T, Telecommunication Transmission Engineering, Volume 1—Principles, 2nd Edition, Bell Center for Technical Education (1977)
  2. চট্টোপাধ্যায়, ডি; রক্ষিত, পি.সি. (২০০৮)। Electronics Fundamentals and Applications (ইংরেজি ভাষায়)। নিউ এজ ইন্টারন্যাশনাল। আইএসবিএন 9788122423792 
  3. Whitham D. Reeve, Subscriber Loop Signaling and Transmission Handbook- Digital, IEEE Press (1995), আইএসবিএন ০-৭৮০৩-০৪৪০-৩,