বিয়াম স্কুল এন্ড কলেজ দুপচাঁচিয়া

স্থানাঙ্ক: ২৪°৫২′২৪″ উত্তর ৮৯°১০′২০″ পূর্ব / ২৪.৮৭৩৩৭৯° উত্তর ৮৯.১৭২১৭৯° পূর্ব / 24.873379; 89.172179
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া
অবস্থান
মানচিত্র

স্থানাঙ্ক২৪°৫২′২৪″ উত্তর ৮৯°১০′২০″ পূর্ব / ২৪.৮৭৩৩৭৯° উত্তর ৮৯.১৭২১৭৯° পূর্ব / 24.873379; 89.172179
তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল২০০৭
বিদ্যালয় জেলাবগুড়া
কর্মকর্তা৪৯ জন [২]
শ্রেণী১ম-১২ম
শিক্ষার্থী সংখ্যা১৯০০+ জন [৩]
অ্যাথলেটিক্সফুটবল, ক্রিকেট
ডাকনামবিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, বগুড়া [১]
ওয়েবসাইটhttp://biamlscdup.edu.bd/

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ দুপচাঁচিয়া (ইংরেজি: Biam Laboratory School and Collage Dupchanchia) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় অবস্থিত। বিয়াম ফাউন্ডেশন, ঢাকা এর সার্বিক পরিচালনায় ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ২০০৭ সালে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে এই প্রতিষ্ঠানটির নাম ছিল বিয়াম ল্যাবরেটরি স্কুল, দুপচাঁচিয়া, বগুড়া। পরবর্তীতে ২০১৩ সালে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক কোর্স চালুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় শুরু হয় নতুন মাত্রা এবং প্রতিষ্ঠানটির নাম হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, বগুড়া।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা"bogra.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. রেজিস্ট্রার,বিয়াম ল্যাব. স্কুল এন্ড কলেজ
  3. রেজিস্টার, দুপচাঁচিয়া। তাং ১০/০৫/১৯