বিমলেন্দু সিংহ রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিমলেন্দু সিংহ রায়
পশ্চিমবঙ্গ বিধানসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৮ নভেম্বর ২০১৯
পূর্বসূরীমহুয়া মৈত্র
সংসদীয় এলাকাকরিমপুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৮
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
প্রাক্তন শিক্ষার্থীকল্যাণী বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষক, রাজনীতিবিদ

বিমলেন্দু সিংহ রায় হলেন একজন ভারতীয় শিক্ষক ও রাজনীতিবিদ যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত।[১] তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য।

জীবনী[সম্পাদনা]

বিমলেন্দু সিংহ রায় ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন।[১] তিনি কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হন।[২] এরপর, ১৯৮২ সালে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর হন।[৩]

বিমলেন্দু সিংহ রায় ১৯৮৫ সালে মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০০০ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হন।[২] ২০১৬ সালে তিনি চাকরি থেকে অবসরগ্রহণ করেন।[৪]

২০১৩ সালে বিমলেন্দু সিংহ রায়কে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষারত্ন সম্মাননা প্রদান করে।[২] ২০১৭ সালে তিনি রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন।[১]

বিমলেন্দু সিংহ রায় ২০১৯ সালের ২৮ নভেম্বর করিমপুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।[৫][৬][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভরসা মহুয়া মৈত্র, সাংসদকে সঙ্গে নিয়েই করিমপুরে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর"সংবাদ প্রতিদিন। ১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ 
  2. "প্রান্ত থেকে পাদপ্রদীপে"আনন্দবাজার পত্রিকা। ১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ 
  3. "BIMALENDU SINHA ROY"www.myneta.info। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ 
  4. "তৃণমূলের প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক বিমলেন্দু সিংহ রায়, বাম-কংগ্রেস জোট প্রার্থী তরুণ আইনজীবী"বর্তমান। ১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ 
  5. "Bypoll results: TMC wins all Bengal seats; BJP wins Pithoragarh in Uttarakhand"Times Now। ২৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ 
  6. "Bypoll Results: Trinamool Wins All 3 Seats In West Bengal, BJP Bags Uttarakhand's Pithoragarh Constituency"News Nation। ২৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ 
  7. "West Bengal byelection results: Trinamool Congress wins all three seats"The Times of India। ২৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯