বাম্বোস চারালম্বুস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাপ্তরিক প্রতিকৃতি, ২০২২

চারালামবোস " ব্যাম্বোস " চারালামবস হলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি ২০১৭ সাল থেকে এনফিল্ড সাউথগেটের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২] লেবার পার্টির একজন সদস্য, তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাম্বোস চারালম্বুস লন্ডনের হারিঙ্গে বোয়েস পার্কে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন।[৩] তার বাবা-মা কালো চোরিও এবং ফাসুল্লা থেকে এসেছেন, উভয়েই সাইপ্রাসের লিমাসোলের কাছে।[৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আপনাকে অবশ্যই issue= দিতে হবে।
  2. "Bambos Charalambous MP"UK Parliament। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭ 
  3. Casey, Clare (৯ জুন ২০১৭)। "Shock win for the underdog in Enfield Southgate"Enfield Gazette & Advertiser। Tindle Newspapers। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭  [অকার্যকর সংযোগ]
  4. "Labour select Cypriot MP candidate for Enfield Southgate"Parikiaki। ১০ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭ 
  5. "Could Bambos Charalambous Labour Parliamentary candidate for Southgate be first Cypriot MP"Parikiaki। ৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭