বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
কর্মীবৃন্দ
অধিনায়কআকবর আলী
দলের তথ্য
প্রতিষ্ঠা১৯৮৯

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করে থাকে। দলটির ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৮-১৯-এ খেলার মাধ্যমে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটবে এবং দলটি টোয়েন্টি২০ ক্রিকেটে অভিষেক ঘটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-২০ ক্রিকেট লিগ ২০১৮-১৯-এ খেলার মাধ্যমে।[১] আশির দশক থেকে দলটি বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে খেলে আসছে।[২] দলটি তাদের প্রথম টোয়েন্টি২০ ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে সুপার ওভারে হারায়।[২]

টুয়েন্টি ২০ রেকর্ড[সম্পাদনা]

  • ২০১৮-১৯ : ২ ম্যাচে ১ জয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Abahani pitted in tough group in DPL T20"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Bangladesh Krira Shikkha Protisthan"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯(সদস্যতা নেয়া প্রয়োজন (সাহায্য))