ফ্র্যাঙ্ক ও'গ্রাডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্র্যাঙ্ক ও'গ্রাডি
সিবিই
পোস্টমাস্টার জেনারেল ডিপার্টমেন্টের মহাপরিচালক
কাজের মেয়াদ
২৮ সেপ্টেম্বর ১৯৬১ – ৮ ডিসেম্বর ১৯৬৫
ব্যক্তিগত বিবরণ
জন্মফ্রান্সিস ফিলিপ ও'গ্র্যাডি
(১৯০০-১০-০৯)৯ অক্টোবর ১৯০০
দ্যবার্টন, অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া
মৃত্যু৬ মে ১৯৮১(1981-05-06) (বয়স ৮০)
উডভিল, অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া
জাতীয়তাঅস্ট্রোলিয়ান
দাম্পত্য সঙ্গীডরোথি মেরি ওয়ালশ (বি. ১৯৩০)
পেশাসরকারি কর্মচারী

ফ্রান্সিস ফিলিপ ও'গ্রাডি (৯ অক্টোবর ১৯০০ – ৬ মে ১৯৮১) অস্ট্রেলিয়ার একজন সিনিয়র সরকারি কর্মচারী ছিলেন। তিনি ১৯৬১ সালের সেপ্টেম্বর থেকে ১৯৬৫ সালের ডিসেম্বর পর্যন্ত পোস্টমাস্টার-জেনারেল বিভাগের মহাপরিচালক ছিলেন।

জীবন ও কর্মজীবন[সম্পাদনা]

ফ্র্যাঙ্ক ও'গ্র্যাডি হান্না এবং জন মাইকেল ও'গ্র্যাডির প্রথম সন্তান, তিনি ১৯০০ সালের ৯ অক্টোবর অ্যাডিলেডের থিবারটনে জন্মগ্রহণ করেন।[১]

১৯৬১ সালের সেপ্টেম্বরে তিনি পোস্টমাস্টার-জেনারেল বিভাগের প্রধান হিসেবে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের মহাপরিচালক নিযুক্ত হন।[২]

ও'গ্র্যাডি কমনওয়েলথ পাবলিক সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন এবং ১৯৬৫ সালের ডিসেম্বরে পোস্টমাস্টার-জেনারেল ডিপার্টমেন্টে তার পদ থেকে অবসর নেন।[১][৩]

পুরস্কার[সম্পাদনা]

১৯৬৪ সালে ও'গ্র্যাডি ব্রিটিশ সাম্রাজ্যের কমান্ডার অব দ্য অর্ডার নিযুক্ত হন।[১] পরবর্তীতে ১৯৬৯ সালে সেন্ট গ্রেগরি দ্য গ্রেটের প্যাপাল অর্ডারের নাইট কমান্ডার নিযুক্ত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Putnis, Peter, "O'Grady, Francis Phillip (1900–1981)", Australian Dictionary of Biography, Australian National University, ২১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা 
  2. CA 9: Postmaster-General's Department, Central Administration, National Archives of Australia, ১১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  3. "Postal chief named"The Canberra Times। ১ অক্টোবর ১৯৬৫। পৃষ্ঠা 3।