ফ্রেশতা কোহিস্তানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রেশতা কোহিস্তানি
আফগান নারী অধিকারকর্মী
জন্ম(১৯৯২-০৮-০৯)৯ আগস্ট ১৯৯২
আফগানিস্তান
মৃত্যু২৪ ডিসেম্বর ২০২০(2020-12-24) (বয়স ২৮)
জাতীয়তাআফগান
নাগরিকত্বআফগানিস্তান
পেশানারী অধিকার কর্মী, গণতন্ত্রকামী আইনজীবী

ফ্রেশতা কোহিস্তানি (১৯৯১–২৪ ডিসেম্বর, ২০২০) ছিলেন একজন আফগান নারী অধিকার কর্মী এবং একজন গণতন্ত্রকামী আইনজীবী। নারী অইকার নিয়ে লড়াই করার জন্য মাত্র ২৯ বছর বয়সে তাকে হত্যা করা হয়েছিল।[১]

আফগানিস্তানে নারীর অধিকারের পক্ষে কোহলিস্তানি প্রায়শই রাজধানী কাবুলে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করতেন।[১] তিনি তার বার্তা প্রচারের জন্য প্ল্যাটফর্ম হিসাবে সামজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করেছিলেন এবং তার একদল বিশাল সংখ্যক অনুসারীও তৈরি হয়েছে।

২০২০ সালের ডিসেম্বরে আফগানিস্তানের কপিসা প্রদেশের হেসা আউয়াল কোহিস্তান জেলায় মোটরসাইকেলে করে আসা আততায়ী বন্দুকধারীরা তার বাড়ির কাছে তাকে হত্যা করেছিল। তখন তার বয়স ছিল মাত্র ২৯ বছর। এই হামলায় তার ভাইও মারা গিয়েছিলেন।[১][২][৩] হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে গিয়েছিল।[৪] মৃত্যুর আগেই তিনি হুমকি পেয়েছিলেন এবং এইমর্মে কোহিস্তানি কর্তৃপক্ষের কাছে সুরক্ষাও চেয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Nisar, Naqshab (ডিসেম্বর ২৬, ২০২০)। "Afghan women's rights activist Freshta Kohistani shot dead, spoke against wave of assassinations"www.ibtimes.co.in 
  2. "Afghan women's rights activist, brother shot dead"www.aljazeera.com 
  3. "Afghan woman activist Freshta Kohistani gunned down in Kapisa province"Hindustan Times। ডিসেম্বর ২৫, ২০২০। 
  4. Abed, Fahim (২০২০-১২-১০)। "Afghan War Casualty Report: December 2020"The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩০