ফ্রান্সিসকো অ্যারোয়ো ভিয়েরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রান্সিসকো অ্যারোয়ো ভিয়েরা
চেম্বার অব ডেপুটিজ(মেক্সিকো)-এর সভাপতি
কাজের মেয়াদ
১১ ডিসেম্বর ২০১২ – ৩১ আগস্ট ২০১৩
পূর্বসূরীহেসুস মুরিও কারাম
উত্তরসূরীরিকার্ডো আনায়া কর্টেজ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-04-16) ১৬ এপ্রিল ১৯৫৯ (বয়স ৬৫)
লিয়ন, গুয়ানাহুয়াতো, মেক্সিকো
রাজনৈতিক দলইন্সটিটিউশনাল রেভোলুশনারি পার্টি
পেশাউপনেতা

ফ্রান্সিসকো অগাস্টিন অ্যারোয়ো ভিয়েরা (জন্ম: ১৬ এপ্রিল ১৯৫৯) একজন মেক্সিকান রাজনীতিবিদ। তিনি মেক্সিকোর ইন্সটিটিউশনাল রেভোলুশনারি পার্টির সাথে জড়িত।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

তিনি গুয়ানাহুয়াতোর প্রতিনিধিত্বকারী মেক্সিকো কংগ্রেসের ৬২তম আইনসভার নিম্নকক্ষ কামারা দে ডিপুতাদোজ(অনুঃ উপনেতাদের কক্ষ)-এ একজন উপনেতার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পূর্বতন তিনটি আইনসভায় (১৯৯১-৯৪, ১৯৯৭-২০০০, ২০০৩–-২০০৬) উপনেতা এবং মেক্সিকো কংগ্রেসের ৬০তম ও ৬১তম আইনসভায় সিনেটর হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Perfil del legislador"। Legislative Information System। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৩