বিষয়বস্তুতে চলুন

ফুটবল কেনিয়া লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফুটবল কেনিয়া লিমিটেড
ক্যাফ
প্রতিষ্ঠিত২০০৮ (2008)
বিলুপ্ত২০১১
সদর দপ্তরকেনিয়া
ফিফা অধিভুক্তি২০০৮
ক্যাফ অধিভুক্তি২০০৮

ফুটবল কেনিয়া লিমিটেড (ইংরেজি: Football Kenya Limited; এছাড়াও সংক্ষেপে এফকেএল নামে পরিচিত) কেনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ছিল।[১][২] এই সংস্থাটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেছিল, এর পাশাপাশি একই বছর সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করেছিল। এই সংস্থার সদর দপ্তর কেনিয়ায় অবস্থিত ছিল। ২০১১ সালে কেনিয়া ফুটবল ফেডারেশনের দ্বারা এই সংস্থার সকল কার্যক্রম গৃহীত হওয়ার মাধ্যমে এই সংস্থাটি বিলুপ্ত হয়েছে।

এই সংস্থাটি কেনিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কেনীয় প্রিমিয়ার লীগ এবং কেনীয় দেশব্যাপী লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করতো।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kenyan football clubs will vote [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুন ২০১৬ তারিখে futaa.com
  2. The Standard | Nyamweya is Football Kenya boss [২] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ অক্টোবর ২০১১ তারিখে Published on 29/10/2011 by Robin Toskin.

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:কেনিয়ায় ফুটবল টেমপ্লেট:ফুটবল কেনিয়া লিমিটেড