ফায়ার (২০০২-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

”ফায়ার” মোহাম্মদ হোসেন রচিত, প্রযোজিত ও পরিচালিত ২০০২ সালের বাংলাদেশী মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, নবাগত পলি, মিজু আহম্মেদ জাম্বু ইত্যাদি।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রটির গীত রচনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, কনক চাঁপা, ডলি সায়ন্তনী, আগুন ও বিপ্লব। চলচ্চিত্রটিতে ৬ টি গান রয়েছে। যথা-

  • এই জগতে সবার সেরা আমার আম্মাজান
  • কেউ বলে চাইনিজ কেউ বলে জাপানি
  • এই বুকে কি যে কষ্ট মুখে বলতে পারব না
  • ওরে আমার ব্যাংকক শহর
  • যৌবন আমার ভরা নদী
  • যে টুকু সময় তুমি থাকো কাছে

এই ছায়াছবির সবচেয়ে জনপ্রিয় গান হলো যে টুকু সময় তুমি থাকো কাছে।