প্রবেশদ্বার:বলিউড/নির্বাচিত চলচ্চিত্র/১৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রনবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ও ইলিয়েনা ডি ক্রুজ

বর্ফী!, অনুরাগ বসু পরিচালিত ২০১২ সালের ভারতীয় হাস্যরসাত্মক প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। অনুরাগ বসু ও তনি বসুর কাহিনি ও চিত্রনাট্যে চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন সঞ্জীব কুমার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রনবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ও ইলিয়েনা ডি ক্রুজ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুকলা, আশিষ বিদ্যার্থী, রূপা গঙ্গোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রটি ২০১২ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায়।  ৩০ কোটি (US$ ৩.৬৭ মিলিয়ন) বাজেটে নির্মিত চলচ্চিত্রটি বিশ্বব্যাপী  ১.৭৫ বিলিয়ন (US$ ২১.৩৯ মিলিয়ন) এর বেশি আয়ের মধ্য দিয়ে সে বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে। চলচ্চিত্রটি ৮৫তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে ভারতীয় নিবেদন ছিল। চলচ্চিত্রটি ৫৮তম ফিল্মফেয়ার পুরস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে পুরস্কার জেতে।