প্রবেশদ্বার:ফিলিস্তিন/নির্বাচিত জীবনী/৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহমুদ দারউইশ

মাহমুদ দারউইশ (১৩ মার্চ ১৯৪১ – ৯ আগস্ট ২০০৮) ছিলেন একজন ফিলিস্তিনী কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ। তিনি ফিলিস্তিনের জাতীয় কবি হিসেবে বিবেচিত হন।

১৯৪১ সালে আল-বিরওয়া গ্রামে জন্মগ্রহণ করা মাহমুদকে ১৯৪৮ সালের যুদ্ধে শরণার্থী হয়ে লেবাননে আশ্রয় নিতে হয়। পরের বছর দেশে ফিরে এসে তিনি দাইরুল আসাদে প্রাথমিক ও কাফার ইয়াসিফে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ইসরাইলী কমিউনিস্ট পার্টির পত্রিকা আল জাদিদের সম্পাদক হিসাবেও কাজ করেন। ১৯৭০ সালে তিনি উচ্চশিক্ষার জন্য মস্কো যান। ১৯৭৩ সালে তিনি পিএলওতে যোগ দিলে ইসরাইল তার দেশে ফেরায় নিষেধাজ্ঞা দেয়। ১৯৮৭ সালে তিনি পিএলও'র কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। কিন্তু অসলো চুক্তির পর ১৯৯৩ সালে তিনি পদত্যাগ করেন। ফলে ১৯৯৫ সালে তিনি রামাল্লায় বসবাসের অনুমতি পান। ৩০টিরও বেশি পদ্য ও ৮টি গদ্য গ্রন্থ রচয়িতা এই সাহিত্যিক বেশ কয়েকটি পত্রিকা ও সাময়িকীতে সম্পাদক হিসেবে কাজ করেছেন, পেয়েছেন লোটাস পুরস্কার, লেনিন পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে হৃদরোগে জনিত কারণে মৃত্যুবরণ করেন।