বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:পেশাদারি কুস্তি/নির্বাচিত নিবন্ধ/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সামারস্লাম ২০১৫ ছিল ডাব্লিউডাব্লিউই কতৃক আয়োজিত পেশাদার কুস্তির প্রতি দর্শনে পরিশোধ মূলক (PPV) অনুষ্ঠান। ২০১৫ সালের ২৩ আগস্ট নিউ ইয়র্কের ব্রুকলিনের ব্রকলিন সেন্টারে অনুষ্টিত সামারস্লামের ঘটনাপঞ্জির কালানুক্রমিক অনুসারে এটা ২৮তম সামারস্লামের আয়োজন। ১৯৮৮, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৭, ১৯৯৮, ২০০২, এবং ২০০৭ সালের পর এটি অষ্টম সামারস্লামের আয়োজন, যেটি নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকায় আয়োজিত হয়েছে। আসলে ২৮ তম সামারস্লাম আইজোড সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০১৫ সালের এপ্রিল মাসে এটি ব্রকলেই সেন্টারে স্থান্তর করা হয়। এটি প্রথম সামারস্লাম যেটি টানা চার ঘন্টা অনুষ্ঠিত হয়েছে। আগে শুধু চার ঘন্টা রেসেলম্যানিয়ার জন্য বরাদ্দ ছিল। কোন প্রাক প্রদর্শন ছাড়া টানা দশটি ম্যাচ সামারস্লামে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের প্রধান ম্যাচে ব্রক লেজনার দি আআন্ডারটেকারের মুখোমুখি হয়। ম্যাচে আন্ডারটেকার ট্যাপাউট করে আর ঘন্টা বাঁজে, কিন্তু রেফারি ট্যাপাউট দেখতে পেয়ে ছিল না ফলে ম্যাচ আবারো চলতে। তারপরে ব্রক লেজনারকে হারিয়ে দি আন্ডারটেকার বিজয়ী হয়। আরো দেখুন....