প্রদ্যুত বরদলৈ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রদ্যুত বরদলৈ
সংসদ সদস্য, লোকসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩ মে ২০১৯
পূর্বসূরীরাজেন গোহাঁই
সংসদীয় এলাকানওগং
আসাম বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৯৮ – ২০১৬
পূর্বসূরীতরুণ গগৈ
উত্তরসূরীভাস্কর শর্মা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-04-28) ২৮ এপ্রিল ১৯৫৯ (বয়স ৬৪)
মার্ঘেরিটা, আসাম
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
সন্তানদুই ছেলে
প্রাক্তন শিক্ষার্থীকটন কলেজ, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়
জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ

প্রদ্যুত বরদলৈ (জন্ম ২৮ এপ্রিল ১৯৫৯) আসামের একজন ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনীতিবিদ যিনি বর্তমানে ২০১৯ সাল থেকে নওগং লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] তিনি পূর্বে ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত মার্গেরিটার প্রতিনিধিত্বকারী আসাম বিধানসভার চার মেয়াদী সদস্য এবং ২০০১ থেকে ২০১৫ সালের মধ্যে আসাম সরকারের একজন মন্ত্রী ছিলেন।[২][৩]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

বরদলৈ ২৮ মার্চ ১৯৫৮ সালে আসামের মার্গেরিটাতে জন্মগ্রহণ করেন।[৪] তিনি কটন কলেজ, গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সহ স্নাতক হন।[৪] তিনি ভারতের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের আসাম ইউনিটের সভাপতি ছিলেন।[৫][৬]

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

বরদলৈ ১৯৯৮ সালে একটি উপ-নির্বাচনে মার্গেরিটা থেকে আসাম বিধানসভায় নির্বাচিত হন, [৭] এবং ২০০১, ২০০৬ এবং ২০১১ সালে পুনরায় নির্বাচিত হন।[৮] তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রথম তরুণ গগৈ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন।[২] তিনি ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত দ্বিতীয় তরুণ গগৈ মন্ত্রিসভা এবং তৃতীয় তরুন গগৈ মন্ত্রিসভার সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ এবং পাবলিক এন্টারপ্রাইজের পোর্টফোলিও অধিষ্ঠিত ছিলেন।[২] তিনি ২০১৫ সালের মন্ত্রিসভা রদবদলে একজন মন্ত্রী হিসাবে পদত্যাগ করেন, [২] এবং পরবর্তীকালে তাকে মুখ্যমন্ত্রীর সিনিয়র সরকারের মুখপাত্র এবং উপদেষ্টা নিযুক্ত করা হয়।[৩] ২০১৯ সালে, বরদলৈ নওগং থেকে লোকসভায় নির্বাচিত হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]