পালনাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পালনাম-এর অর্থ হচ্ছে নিরবচ্ছিন্নভাবে পালায় পালায় করা নাম-কীর্তন। ইতিহাসপ্রসিদ্ধ গড়মূর সত্র, দক্ষিণপাট সত্র, নতুন কমলাবাড়ি সত্র, বেঙেনাআটী সত্র, বিহিমপুর সত্র ইত্যাদিতে নিজস্ব পরম্পরায় পালনাম অনুষ্ঠিত হয়। আউনীআটী সত্রে অনুষ্ঠিত হওয়া পালনামের এক বিশেষ বৈশিষ্ট্য আছে। ঐতিহ্যমণ্ডিত এই উৎসব কাতি মাসের ২৫ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। আউনীআটী সত্রের পালনাম সত্রের দ্বিতীয় অধিকার কেশবদেবর দিনর থেকে প্রচলন হয়েছে। মহাপুরুষ মাধবদেব দ্বারা বিরচিত নামঘোষা পালনামের প্রধান সম্পদ। পাঁচদিন ধরে আয়োজিত পালনামে পূর্ব, পশ্চিম এবং উত্তর হাটীর ভকতরা পালা করে নাম গায়। নামরূপী নৌকার সম্মুখে ভাগবত স্থাপন করে এই নাম গাওয়া হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মাজুলীর ঐতিহ্য, সংকলন এবং সম্পাদনা – জয়ন্ত কুমার বরা,অনন্ত কলিতা।