নেদেলিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নেদেলিয়া (সপ্তাহ) ছিল একটি রুশ উদারনৈতিক-নারোদবাদী রাজনৈতিক ও সাহিত্যিক সংবাদপত্র। এটি সেন্ট পিটার্সবুর্গে ১৮৮৬ থেকে ১৯০১ সালের মধ্যে প্রকাশিত হতো।[১] পত্রিকাটি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের বিরোধিতা করত এবং তথাকথিত 'গৌণ বিষয়াবলী' সংক্রান্ত তত্ত্ব প্রচার করত। অর্থাৎ বৈপ্লবিক সংগ্রাম থেকে বিরত থেকে 'সংস্কৃতিবাদে' ব্যাপৃত থাকতে আহ্বান জানাত বুদ্ধিজীবীসম্প্রদায়ের উদ্দেশ্যে। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lenin: 1894/friends: Let us now pass to the political programme of
  2. ভি. আই. লেনিন; যে উত্তরাধিকার আমরা পরিত্যাগ করি; প্রগতি প্রকাশন, মস্কো; ১৯৮৮; পৃষ্ঠা- ৫৯।