নূতন চন্দ্র সিংহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নূতনচন্দ্র সিংহ
জন্ম(১৯০০-১২-০১)১ ডিসেম্বর ১৯০০
মৃত্যু১৩ এপ্রিল ১৯৭১(1971-04-13) (বয়স ৭০)[১]
জাতীয়তাবাংলাদেশী
পেশাশিল্পোদ্যাক্তা
পরিচিতির কারণনারী শিক্ষার অগ্রদূত, সমাজ সংস্কারক এবং দাতা

নূতনচন্দ্র সিংহ (জন্ম: ১ ডিসেম্বর, ১৯০০ - মৃত্যু: ১৩ এপ্রিল, ১৯৭১) চট্টগ্রামের নারী শিক্ষার অন্যতম অগ্রদূত। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার গুজরা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম "অখিলচন্দ্র সিংহ" এবং মাতার নাম "গয়েশ্বরী সিংহ"।

বাংলাদেশের নারী শিক্ষার ব্যাপারে চট্টগ্রামের গ্রামাঞ্চলে কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়, কুন্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির, কুন্ডেশ্বরী আয়ুর্বেদিক কলেজকুন্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৈরি করেন, যা আজও সগৌরবে তার কীর্তি বহন করে চলেছে। এছাড়াও তিনি গহিরা হাই স্কুল, গহিরা কলেজ, রাউজান কলেজ, রাউজান স্কুল, হাটহাজারী কলেজ, বাঁশখালী কলেজ, ফতেয়াবাদ কলেজসহ বহু শিক্ষা সহায়তা ও পৃষ্ঠপোষকতা করেছেন। মানবতার সেবায় ভারত উপমহাদেশের অন্যতম আয়ুর্বেদিক প্রতিষ্ঠান কুন্ডেশ্বরী ঔষধালয় লিঃ প্রতিষ্ঠা করেন। কুন্ডেশ্বরী ওয়েলফেয়ার ট্রাস্ট তার নামে প্রতি বছর 'শহীদ নূতনচন্দ্র সিংহ স্মৃতি বৃত্তি' ও গুণীজন সংবর্ধনা প্রদান করে থাকে।

১৯৭১ সালের ১৩ এপ্রিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি হানাদারদের হাতে নির্মমভাবে নিহত হন। ২০১১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নূতন চন্দ্র সিংহকে (মরণোত্তর) ‘স্বাধীনতা পুরস্কার-২০১১’ প্রদান করা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মোহাম্মদ মোস্তফা কামাল (২০১২)। "সিংহ, নূতন চন্দ্র"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ১২ মে ২০২১ 
  2. Cabinet Division, Government of the People's Republic of Bangladesh। "Independence Awardee"। Cabinet Division। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]