নিগুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিগুমা

নিগুমা দশম শতাব্দীর একজন বিখ্যাত ভারতীয় বৌদ্ধ যোগিনী ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

তার জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। তিনি কাশ্মীরে এক ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকদের মতে তিনি বিখ্যাত বৌদ্ধ সাধক নারো পার ভগিনী বা সঙ্গিনী ছিলেন। শাংস-পা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর প্রবক্তা খ্যুং-পো-র্নাল-'ব্যোর তার প্রধান শিষ্য ছিলেন যাকে তিনি নিগুমার ছয় যোগ সম্বন্ধে শিক্ষাদান করেন। নিগুমার জীবন নিয়ে র্মোগ-ল্চোগ-পা-কুন-দ্গা'-'ওদ (ওয়াইলি: rmog lcog pa kun dga' 'od) নামক এক বৌদ্ধ লামা একটি সংক্ষিপ্ত জীবনী রচনা করেছেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Niguma, Rangjung Yeshe Wiki

আর পড়ুন[সম্পাদনা]

  • Prenzel, Angelika (২০০৭)। Dakinis: Lebensgeschichten weiblicher Buddhas / Dakinis: Life Stories of the female Buddhas। Wuppertal, Germany। আইএসবিএন 9-783937-160139 (জার্মান)

বহিঃসংযোগ[সম্পাদনা]