নাইট্রোজেন ট্রাইব্রোমাইড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাইট্রোজেন ট্রাইব্রোমাইড
Nitrogen tribromide molecule
Nitrogen tribromide molecule
নামসমূহ
ইউপ্যাক নাম
নাইট্রোজেন ট্রাইব্রোমাইড
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
কেমস্পাইডার
ইসি-নম্বর
  • InChI=1S/3BrH.N/h3*1H;/p-3
বৈশিষ্ট্য
NBr3
আণবিক ভর ২৫৩.৭১৮৭ গ্রাম/মোল
বর্ণ গাঢ় লাল কঠিন পদার্থ
গলনাঙ্ক -১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিস্ফোরণ হয়[১]
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
তথ্যছক তথ্যসূত্র

নাইট্রোজেন ট্রাইব্রোমাইড একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত NBr3 । বিশুদ্ধ অবস্থায় এটি অত্যন্ত বিস্ফোরক। এমনকি −১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও। এই কারণে ১৯৭৫ সাল পর্যন্ত এই ষৌগটিকে আলাদা করা যায়নি।[২] এটি দেখতে গাঢ় লাল রঙের এবং উদ্বায়ী কঠিন পদার্থ।

প্রস্তুতি[সম্পাদনা]

বিসট্রাইমিথাইলসিলাইলব্রোমামিন জৈব যৌগের সাথে ব্রোমিন মনোক্লোরাইডের বিক্রিয়া করে সর্বপ্রথম নাইট্রোজেন ট্রাইব্রোমাইড প্রস্তুত করা হয়েছিল। এই বিক্রিয়াটি −৮৭ ডিগ্রি তাপমাত্রায় করাা হয়। এই বিক্রিয়ায় উপজাত হিসাবে ট্রাইমিথাইলসিলাইল ক্লোরাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি নিচে দেওয়া হলো:

(Me3 Si)2 NBr + 2 BrCl → NBr3 + 2 Me
3
SiCl

যেখানে "Me" একটি মিথাইল গ্রুপ

বিক্রিয়া[সম্পাদনা]

নাইট্রোজেন ট্রাইব্রোমাইড −৮৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইক্লোরোমেথেন দ্রবণে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে NBrH2 উৎপন্ন করে। [৩]

NBr3 + 2 NH3 → 3 NH2 Br

এটি −৮৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইক্লোরোমিথেন দ্রবণে আয়োডিনের সাথেও বিক্রিয়া করে লাল-বাদামী রঙের কঠিন পদার্থ NBr2 I তৈরি করে। উৎপন্ন যৌগটি −২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত স্থিতিশীল।[৩]

NBr3 + I2 → NBr2 I + IBr

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lide, David R. (১৯৯৮), Handbook of Chemistry and Physics (87 সংস্করণ), Boca Raton, Florida: CRC Press, পৃষ্ঠা 4–73, আইএসবিএন 0-8493-0594-2 
  2. Greenwood, N. N.; Earnshaw, A. (১৯৯৭)। Chemistry of the Elements (2nd সংস্করণ)। Butterworth-Heinemannআইএসবিএন 0080379419 
  3. Matyáš, Robert; Pachman, Jiří. (২০১৩)। Primary explosives। Berlin: Springer। পৃষ্ঠা 294। আইএসবিএন 978-3-642-28436-6ওসিএলসি 832350093