দ্য ডেথ অফ কিং এডগার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"দ্য ডেথ অফ কিং এডগার" (ইংরেজি: "The Death of King Edgar") হল ইংরেজ রাজা এডগারের (যাঁর ডাকনাম ছিল "দ্য পিসফুল") মৃত্যু উপলক্ষ্যে প্রাচীন ইংরেজি ভাষায় লিখিত একটি স্মারক কবিতা। "শোকগাথা"[১] হিসেবে এই কবিতাটি অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল-এর দু’টি পাণ্ডুলিপিতে ৯৭৫ সালের বর্ষপঞ্জিতে পাওয়া যায়: [ডি] পাণ্ডুলিপি বা "দ্য উস্টার ক্রনিকল" এবং [ই] পাণ্ডুলিপি বা "পিটারবরা ক্রনিকল"-এ।[২]

বিষয়বস্তু ও শৈলী[সম্পাদনা]

৩৭ লাইনের এই কবিতাটিতে বর্ণিত হয়েছে কীভাবে রাজার মৃত্যুর পর ইংরেজ জাতির উপর একের পর এক বিপর্যয় নেমে এসেছিল। লোইস ব্র্যাগের মতে, কবিতাটিকে ছয়টি অংশে ভাগ করা যায়, যার মধ্যে শেষ চারটি অংশে বিপর্যয়ের বিষয়টি স্পষ্ট হয়েছে:

  1. ll. ১-২, রাজা এডগারের মৃত্যু
  2. ll. ১৩-১৫, গ্ল্যাস্টোনবেরির বিশপ সিনেওয়ার্ডের মৃত্যু
  3. ll. ১৬-২৩, "মঠের অবলুপ্তি"
  4. ll. ২৪-২৮, ওসস্যাক নামে এক আক্রমণকারীকে বিতাড়ন
  5. ll. ২৯-৩৩এ, এক ধূমকেতুর আবির্ভাব
  6. ll. ৩৩বি-৩৭, একটি দুর্ভিক্ষ।[৩]

অষ্টাদশ শতাব্দীর ইতিহাসবিদ স্যামুয়েল হেনরি কবিতাটি লক্ষ্য করলেও[৪] সাধারণভাবে সৌন্দর্যের জন্য এটি প্রশংসিত হয়নি। ঊনবিংশ শতাব্দীর একজন সমালোচক মন্তব্য করেন, "it exhibits the muse in the homeliest garb; nor does it contain sufficient of nature or feeling to redeem its rugged barbarity."[৫] ইতিহাসবিদদের মতে, সেই যুগে যে ইতিহাস রচনার কাজ চলেছিল তার একটি প্রমাণ হল এই কবিতাটি।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Pancoast 44.
  2. Momma 8.
  3. Bragg 70.
  4. Henry 163.
  5. Dunham 22.
  6. Loyn 489.

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • "The Second Death of Edgar" (975) is edited, annotated and linked to digital images of its manuscript pages, with translation, in the Old English Poetry in Facsimile Project: https://uw.digitalmappa.org/58

টেমপ্লেট:Old English poetry