দ্য চার্লেভিল টাইমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৬ জুন ১৮৯৬ তারিখে প্রকাশিত দ্য চার্লেভিল টাইমসের প্রথম পৃষ্ঠা।

দ্য চার্লেভিল টাইমস ১৮৮৩ সালের ২৫ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের চার্লেভিল হতে প্রকাশিত একটি ইংরেজি ভাষার সংবাদপত্র[১]

ইতিহাস[সম্পাদনা]

দ্য চার্লেভিল টাইমস প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৮৩ সালের বড়দিনে। এটি রিচার্ড বয়েড এচলিনের সম্পাদনায় মুদ্রিত ও চার্লেভিল টাইমস প্রিন্টিং কোম্পানির জন্য প্রকাশিত হয়েছিল। এবং ১৯৬১ সালে এটি কুইন্সল্যান্ডের মিচেল ভিত্তিক মারানোয়া নিউজ কিনে নেয়। পরে এটি ওয়েস্টার্ন টাইমসে পরিণত হয়।[১]

ডিজিটাল মাধ্যমে[সম্পাদনা]

অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরির অস্ট্রেলিয়ান নিউজপেপারস ডিজিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে দ্য চার্লেভিল টাইমস কে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা হয়েছে, পত্রিকাটি ট্রোভ -নামক লাইব্রেরি চাহিদা সেবায় উপলব্ধ আছে।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Charleville Times"। National Library of Australia। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৪ 
  2. "Newspaper and magazine titles"। Trove। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪ 
  3. "Newspaper Digitisation Program"। Trove। ২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪