দ্য গ্রিন ম্যানুয়েলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য গ্রিন ম্যানুয়েলা
পরিচালকইভাল্ড আন্দ্রে ডুপন্ট
প্রযোজকহ্যান্স লিপম্যান
রচয়িতা
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহক
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইউএফএ
মুক্তি১০ অক্টোবর ১৯২৩
দেশজার্মানি
ভাষা

দ্য গ্রিন ম্যানুয়েলা (জার্মান: Die grüne Manuela) ১৯২৩ সালের একটি জার্মান নির্বাক নাট্য চলচ্চিত্র যা পরিচালনা করেছেন ইভাল্ড আন্দ্রে ডুপন্ট ও এতে অভিনয় করেছেন লুসি ল্যাবাস, জোসেফ উইন্টার এবং গ্রেট বার্গার। চলচ্চিত্রটি ক্লারা রাটজকারের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত। একজন জিপসি নর্তকী স্পেনের কিছু চোরাকারবারীর সাথে জড়িয়ে পড়ে চলচ্চিত্রের গল্পটি কারমেনকে অনুসরণ করে।[১] ডুপন্ট প্রথমবারের মতো সিনেমাটোগ্রাফার ওয়ার্নার ব্র্যান্ডেস ও শিল্প পরিচালক আলফ্রেড জঙ্গের সাথে কাজ করেছিলেন যারা তার সাথে গুরুত্বপূর্ণ সহযোগী হয়েছিলেন।[২] এই চলচ্চিত্রের পোস্টারে দেখা যায় রাশিয়ান পরিচালক ডিজিগা ভার্তোভের চলচ্চিত্র ম্যান উইথ এ মুভি ক্যামেরা (১৯২৯) সর্বহারা নামের একটি থিয়েটারে চলছে। এটি পশ্চিমা কাল্পনিক চলচ্চিত্রের প্রতি ভার্টোভের অবজ্ঞার প্রতীক।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

  • ম্যানুয়েলার চরিত্রে লুসি ল্যাবাস
  • কার্লোস লরেন্টের চরিত্রে জোসেফ উইন্টার
  • ফ্রাউ গাজুল চরিত্রে গ্রেট বার্জার
  • জুয়ান লোরেন্টের চরিত্রে কালমান জ্যাটোনি
  • কাউন্ট হেনরি ডি'আমিরনের চরিত্রে অ্যাঞ্জেলো ফেরারি
  • পেড্রো চরিত্রে আর্থার বার্গেন
  • লিওকাডিয়া বারবোজা চরিত্রে লিডিয়া পোটেচিনা
  • আলফ্রেডো চরিত্রে লুই রালফ
  • ভিনসেন্ট ডেলানো চরিত্রে জিও বার্গাল
  • ওল্ড ম্যান লরেন্টের চরিত্রে ফ্রাঞ্জ গ্রোস
  • টোনিয়া লরেন্ট চরিত্রে আরি আনজো
  • ব্রিটো চরিত্রে উইলিয়াম ডিটারলে
  • সার্জেন্ট হিসেবে জর্জিও ডি জিওরগেটি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bergfelder & Cargnelli p.28
  2. Bergfelder & Cargnelli p.28

বহিঃসংযোগ[সম্পাদনা]