দেলোয়ার হোসেন হত্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেলোয়ার হোসেন হত্যা
তারিখ১১ মে ২০২০ (2020-05-11)
অবস্থানঢাকা, বাংলাদেশ
মৃতদেলোয়ার হোসেন
সমাধিকাজীরহাট, নোয়াখালী
সন্দেহভাজনআনিসুর রহমান সেলিম
হেলাল হাওলাদার শাহীন
ড্রাইভার হাবিব মিয়া

দেলোয়ার হোসেন ছিলেন একজন ৫০ বছর বয়সী বাংলাদেশী প্রকৌশলী যিনি ১১ মে, ২০২০ তারিখে খুন হন।[১] তার পরিবারের সদস্যরা, সহকর্মীরা এবং বিভিন্ন সূত্র অভিযোগ করেছে যে দুর্নীতির বিরুদ্ধে দেলোয়ারের অবস্থান হত্যার পিছনে উদ্দেশ্য ছিল।[২] দেলোয়ারের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা সারা দেশে বিক্ষোভ করেছে।[৩][৪] কর্তৃপক্ষ দাবি করেছে যে সহকর্মীদের মধ্যে দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড ঘটেছে যা শিকারের পরিবার অস্বীকার করেছে।[৫] ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর মতো বিভিন্ন জাতীয় সংস্থা ভিকটিম এবং তার পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিষয়টির আরও তদন্তের দাবি জানিয়েছে।[৬][৭] দেলোয়ার হোসেন স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।[৮]

দেলোয়ারের শিক্ষা ও কর্মজীবন[সম্পাদনা]

দেলোয়ার, একজন অদম্য, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী ব্যক্তি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯৮৬ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৯৩ সালে বুয়েট থেকে স্নাতক হন।[৯] মৃত্যুকালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে গাজীপুর বদলি হন তিনি। দেলোয়ারের সম্পৃক্ততা ছিল রাস্তা নির্মাণের বড় উন্নয়ন কাজের পরিকল্পনা ও তত্ত্বাবধানে। গাজীপুর সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অধিবেশনের জন্য প্রায় ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের বাজেট ছিল।[১০] দেলোয়ার সিটি কর্পোরেশনের জমি থেকে স্থানীয় প্রভাবশালী দখলদারদের উচ্ছেদেও বলিষ্ঠ ভূমিকা পালন করেন। কেউ কেউ মনে করেন, এসব কারণে রাজনৈতিকভাবে প্রভাবশালীরা তাকে অপছন্দ ও বিরোধিতা করতেন। হত্যা তদন্তের ঘনিষ্ঠ সূত্র ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gazipur city engineer's murder over bribe refusal, assistant engineer placed in remand"। Our Time। ২১ মে ২০২০। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০ 
  2. "Bring the killers of Gazipur engineer to book"Prothom Alo (Opinion) (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-১৮। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২১ 
  3. "Engineers want justice for Delwar"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২০ 
  4. "Countrywide demo Tuesday"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২০ 
  5. "Family threatened, expresses frustration over probe"New Age। ১৯ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০ 
  6. "IEB demands further probe into Engineer Delwar murder"Daily Sun। ২২ মে ২০২০। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০ 
  7. "TIB: Ensure justice for GCC executive engineer Delwar"Dhaka Tribune। ২০২০-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২০ 
  8. Javed, Hasan (মে ১৭, ২০২০)। "GCC executive engineer pays with his life for standing up to corruption."Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  9. "BUET Alumni Assoc demands trial of GCC Executive Engr Delwar murder"The New Nation। ১৮ মে ২০২০। ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০ 
  10. "Budget for Gazipur city announced"The Daily Star। ২০১৯-০৭-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২০