দীপ্ত লুচি পাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দীপ্ত লুচি পাতা
Peperomia pellucida
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Magnoliids
বর্গ: Piperales
পরিবার: Piperaceae
গণ: Peperomia
প্রজাতি: P. pellucida
দ্বিপদী নাম
Peperomia pellucida
Kunth
প্রতিশব্দ

Piper concinnum Haw.
Peperomia translucens Trel.
Piper pellucidum L.

দীপ্ত লুচি পাতা বা পেপেরোমিয়া (বৈজ্ঞানিক নাম:Peperomia pellucida) (ইংরেজি: pepper elder বা shining bush plant বা man to man) হচ্ছে Piperaceae পরিবারের একটি গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। এই উদ্ভিদটি ১৫ থেকে ৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, স্যাঁতসেঁতে কম আলোযুক্ত স্থানে সাধারণত হয়।

ব্যবহার[সম্পাদনা]

এটি শাক হিসেবে খাওয়া হয় এবং এদের ঔষধি ব্যবহার আছে। এর পাতা ও কাণ্ড ত্বকের প্রদাহে প্রয়োগ করা হয়। শুঁয়োপোকা লাগলে এর ব্যবহারে উপকার হয়। এছাড়াও বাতের সমস্যা,ছোটোখাটো আগুনে পোড়া ক্ষত, ফোঁড়াতে এর ব্যবহার হয়।

এই উদ্ভিদের পাতার রস এক কাপ সকালে খালি পেটে পান করলে পাইলসের কারণে যাদের রক্তক্ষরণ হয় তা এক সপ্তাহের মধ্যে বন্ধ হবে।

তথ্যসূত্র[সম্পাদনা]