দনৌজ রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজা দনৌজ রায় বা সোনারগাঁয়ের রায় ভারতীয় উপমহাদেশের স্বাধীন বঙ্গরাজ্যের রাজা ছিলেন। তার রাজধানী শহর সোনারগাঁ। জিয়াউদ্দিন বরনীর তারিখ-ই-ফিরুযশাহী গ্রন্থে প্রথম দনৌজ রায়ের নাম পাওয়া যায়। ওই গ্রন্থে বলা হয়েছে দনৌজ ৬৮১ হিজরি অনুযায়ী ১২৮২ সালে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের সাথে চুক্তিবদ্ধ হন। দশরথদেব-দনৌজ-মাধব অভিধার নিরীখে ধারণা করা হয়, দশরথদেব ও বাংলার বংশ তলিকায় নৃপতি দনৌজ মাধব ও সোনারগাঁয়ের রাজা দনৌজ রায় এক ও অভিন্ন ব্যক্তি। ভারতীয় উপমহাদেশের ইতিহাস অনুসারে দনৌজ রায় ছিলেন পূর্ব বাংলার শেষ হিন্দু রাজা। ১২৮২ খ্রিস্টাব্দের পরে দনৌজ রায় সম্পর্কে তেমন তথ্য জানা না গেলেও ঐতিহাসিকরা ধারণা করছেন তিনি আরো কয়েক বছর তার মৃত্যুর আগ পর্যন্ত সোনারগাঁয়ে রাজত্ব করেন। এ রাজার বংশের কোনো অধিপতি পরবর্তীতে সোনারগাঁ শাসন করে আর ওই রাজা ১৩০২ সালে মুসলিম আক্রমণের মোকাবিলা করে। মুসলিম অভিযানের ফলে সোনারগাঁয়ের পতনের পাশাপাশি পূর্ব বাংলায় স্বাধীন হিন্দু রাজত্বের অবসান ঘটে। [১]

পরিচিতি[সম্পাদনা]

তবে দনৌজ রায়ের পরিচয় সম্পর্কিত কোনো স্পষ্ট তথ্য বাংলার নরপতিদের বংশ তালিকায় পাওয়া যায় না। ১২ শতকের শেষের দিকে অথবা ১৩ শতকের প্রথমদিকে কোনো একসময় মেঘনার পূর্ব তীরবর্তী এলাকায় ক্ষমতায় অধিষ্ঠিত দেব রাজবংশের দশরথদেবের সাথে দনৌজ রায়কে এক ও অভিন্ন বলে ধারণা করা হয়। দশরথদেবের আদাবাড়ি তাম্রশাসন এ ভূমিদানকারী নৃপতিকে পরম-ভট্টারক, পরমেশ্বর ও মহারাজাধিরাজ অরিরাজ-দনৌজ-মাধব, যশস্বী দশরথদেব হিসেবে উপস্থাপন করা হয়েছে। [১]

বংশ তালিকা প্রণেতা ইদিলপুরের ঘটকরা তাদের প্রচলিত কাহিনী অনুসরণে লিখেছেন যে, বাংলাদেশের বৃহত্তম বরিশাল জেলায় (পূর্ব নাম চন্দ্রদ্বীপ) দনৌজ রায়ের অধীনে একটি স্বাধীন রাজ্য গড়ে উঠে। এ লোককাহিনী অনেকাংশেই সত্য। তাই বলা হয় দনৌজ রায় কায়স্থ সম্ভবত সোনারগাঁয়ের রাজা দনৌজ রায়ের সঙ্গে অভিন্ন।[১]

শাসনকাল[সম্পাদনা]

দনৌজ তুগ্রিল খানের শাসনামলের আগে সোনারগাঁয়ের কাছাকাছি সেনরাজাদের অধীনস্থ কোনো অঞ্চল হয়তো অধিকার করেছিলেন। তুগিল খান ১২৬৮ সালে সুলতান গিয়াসউদ্দীন বলবন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে পূর্ব বাংলার শাসনকর্তা হিসেবে দায়িত্ব পান। সে হিসেবে চন্দ্রদ্বীপ রাজবংশের স্থপতি দশরথদেব দনৌজ মাধব ১২৬৮ খ্রিস্টাব্দের পূর্বে সেনরাজ্যের কিয়দংশ অধিকার করে থাকবেন। [১]





তথ্যসূত্র[সম্পাদনা]

  1. খান, মুয়ায্‌যম হুসায়ন। "দনৌজ রায়, রাজা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০