দক্ষিণ ডার্বিশায়ার ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দক্ষিণ ডার্বিশায়ার ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি উচ্চারণ: /saʊθ ˈdɑːrbɪʃɪər ˈfʊtbɔːl əˌsəʊsɪˈeɪʃ(ə)n/, ইংরেজি: South Derbyshire Football Association; এছাড়াও সংক্ষেপে এসডিএফএ নামে পরিচিত) হচ্ছে ইংল্যান্ডের কাউন্টি ফুটবল সংস্থা ছিল। ১৮৭১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি দ্য ফুটবল অ্যাসোসিয়েশন এবং শেফিল্ড অ্যান্ড হ্যালামশায়ার কাউন্টি ফুটবল অ্যাসোসিয়েশনের পর ইউরোপ তথা পুরো বিশ্বের তৃতীয় প্রাচীন ফুটবল সংস্থা। এই সংস্থার সাথে ১১টি দল সংযুক্ত ছিল এবং দলগুলো ফুটবল খেলায় শেফিল্ড নিয়ম অনুসরণ করতো।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Football: the first hundred years The untold story. Adrian Harvey, Routledge, Abingdon, 2005, page 185