ডোমানিকের যুদ্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোমানিকের যুদ্ধ
মূল যুদ্ধ: বাইজেন্টাইন-উসমানীয় যুদ্ধ
ডোমানিকের দ্বৈত যুদ্ধ
তারিখ১২৮৭
অবস্থান
আলজাই/ আকমেশেদ, ডোমানিক
ফলাফল

১. কায়ি গোত্র/ কায়ি বসতির বিজয়লাভ

২. উসমান বে'র ভাই সাভচি বে শহীদ হন
৩. উসমান বে গাজী উপাধিতে ভূষিত হন
৪. এই বিজয় কারাচাহিসার দুর্গ বিজয়ের সূচনাকে ত্বরান্বিত করে
অধিকৃত
এলাকার
পরিবর্তন
অপরিবর্তিত। বাইজেন্টাইনরা ডোমানিক দখল করতে ব্যর্থ হয়।
বিবাদমান পক্ষ
কায়ি গোত্র বাইজেন্টাইন সাম্রাজ্য
ইনেগোল দুর্গ
কারাচাহিসার দুর্গ
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উসমান গাজী আয়া নিকোলা[১]
কালানোজ [১]

ডোমানিকের যুদ্ধ বা ডোমানিকের দ্বৈত যুদ্ধ ছিলো উসমানীয় ইতিহাসের তৃতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল পরবর্তীকালে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র[সম্পাদনা]