ডেল্টা রিসার্চ সেন্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেল্টা রিসার্চ সেন্টার
গঠিত১৯৯১; ৩৩ বছর আগে (1991)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.du.ac.bd/main_menu/research_center

ডেল্টা রিসার্চ সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেম গবেষণার অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান যা বাংলাদেশের গাঙ্গেয় ব-দ্বীপ নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে। এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।[১][২][৩][৪]

ইতিহাস[সম্পাদনা]

ডেল্টা রিসার্চ সেন্টার ১৯৯১ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়। এটি একটি বোর্ড অফ গভর্নরস দ্বারা পরিচালিত হয় যার নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।[১] কেন্দ্রটি ফুলবাড়ি কয়লা খনিতে ওপেন-পিট খনি নিয়ে গবেষণা করেছিল।[৫] যদিও কেন্দ্রটি প্রয়োজনীয় সরঞ্জাম ও তহবিলের অভাবে গবেষণা পরিচালনায় অসুবিধার সম্মুখীন হয়েছে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মোঃ সাজ্জাদ হোসেন (২০১২)। "বদ্বীপ গবেষণা কেন্দ্র"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Oxford of the West & Oxford of the East"Star Campus। The Daily Star। ২১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮ 
  3. Challenges of Sustainable Land Management in Bangladesh (ইংরেজি ভাষায়)। Department of Soil, Water, and Environment, University of Dhaka। ২০০২। পৃষ্ঠা 75। আইএসবিএন 9789843201966 
  4. "Floating Schools: A beautiful innovation"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮ 
  5. "Phulbari coal field can earn huge foreign exchange"The Daily Star। ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮ 
  6. "DU Delta Research Centre activities confined in routine work"bdnews24.com। bdnews24.com। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮