ডেলাওয়্যার রুট ২৭৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Delaware Route 279 marker

Delaware Route 279

পথের তথ্য
DelDOT কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য১.০৫ মা[১] (১.৬৯ কিমি)
অস্তিত্বকাল২০১৩–বর্তমান
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত: MD ২৭৯ এমডি ২৭৯, নিউআর্ক
পূর্ব প্রান্ত: DE ৮৯৬ ডিই ৮৯৬, নিউআর্ক
অবস্থান
কাউন্টিসমূহনিউ ক্যাসল
মহাসড়ক ব্যবস্থা
DE ২৭৩ DE ২৮৬

ডেলাওয়্যার ২৭৯ (ডিই ২৭৯) মাত্র ১.০৫ মাইল (১.৬৯ কি.মি.) লম্বা রাস্তাটি যুক্তরাস্ট্রের ডেলাওয়্যার রাজ্যের উত্তর নিউ ক্যাসল কাউন্টিতে অবস্থিত একটি রাজ্য মহাসড়ক। রাস্তাটি ম্যারিল্যান্ড স্টেট লাইনের উত্তর-পশ্চিমে অবস্থিত নিউআর্ক থেকে শুরু হয়। ম্যারিল্যান্ড অংশে রাস্তাটির নাম ম্যারিল্যান্ড রুট ২৭৯। ডিই ২৭৯ মূলত এমডি ১৭৯ এবং ডিই ৮৯৬ এর সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়, যেটি কিনা একটি চার-লেন বিশিষ্ট, এক্টন থেকে নিউআর্ক পর্যন্ত বিস্তৃত। রাস্তাটির রক্ষনাবেক্ষন করে থাকে ডেলাওয়্যার ডিপার্টমেন্ট অব ট্রান্সপার্টেশান(ডেলডট)। এই রাস্তাটি ছিল ১৯৩০ সালে তৈরী ডিই ২-এর একটি পশ্চিম প্রান্তীয় অংশ। ১৯৭২ সালে এটিকে বিভক্ত সড়কে পরিনত করা হয় এবং ২০১৩ সালে রাস্তাটিকে সংস্কার করে এর নাম দেয়া হয় ডিই ২৭৯।

রাস্তার বিবরণ[সম্পাদনা]

ডিই ২৭৯ এর পশ্চিম প্রান্তবিন্দু

উিই ২৭৯ ম্যারিল্যান্ড সীমান্তের নিউআর্কের দক্ষিণ-পশ্চিমাংশ থেকে আরম্ভ হয়। রাস্তাটির ম্যারিল্যান্ড অংশের নাম এমডি ২৭৯, যেটি এক্টন বরাবর চলতে থাকে। এই রাস্তাটি একটি চার-লেনের বিভক্ত সড়ক। এদিকে ডিই ২৭৯ নিউআর্কের বাণিজ্যিক এলাকা হয়ে চলে অটস চ্যাপেল রোডের সাথে মিলিত হয়। রাস্তাটি আরও বাণিজ্যিক এলাকা ভেদ করে পশ্চিম প্রান্তবিন্দু, ডিই ৪ এবং ডিই ৮৯৬(ক্রিস্টিয়ানা পার্কওয়ে) তে গিয়ে সমাপ্ত হয়। এদিকে যেখানে ডিই ২৭৯ সমাপ্ত হয়, তার পরবর্তি অংশের নাম ডিই ৮৯৬ যেটি একটন রোড নাম ধারণ করে সোজা নিউআর্কের শহরতলীর বরাবর চলতে থাকে। পুরো ডিই২৭৯, নিউ ক্যাসল কাউন্টিতে অবস্থিত।[২][৩] পুরো রাস্তাটি সমতল ভূমিতে অবস্থিত হলেও শেষপ্রান্তে এসে প্রায় ১০০ মিটার উপরে ওঠে।[৩]

দৈনিক গড়ে ৩৩,২৩১ থেকে ৩১,০৬৯ টি যানবাহন চলাচল করে রাস্তাটির পশ্চিম এবং পূর্ব ওট্স চ্যাপেল রোড অংশ দিয়ে।[১] পুরো ডিই ২৭৯ জাতীয় মহাসড়ক ব্যবস্থার অংশ, যেটি কিনা একটি দেশের অর্থনীতি, প্রতিরক্ষা এবং চলাফেরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।[৪]

ইতিহাস[সম্পাদনা]

বর্তমান ডিই ২৭৯ ছিল, ১৯২০ সালের গ্রামীণ কাঁচা রাস্তা।[৫] তারপর ১৯২৪ সালে রাস্তাটিকে বাঁধিয়ে ফেলা হয়।[৬] রাস্তাটিকে ১৯২৫ সালে রাজ্য প্রশাসনের তত্ত্বাবধায়নে নেবার সুপারিশ করা হয়।[৭][৮] পরবর্তিতে ১৯২৭ সালে ডেলাওয়্যার রাজ্য প্রশাসন রাস্তাটি রক্ষনাবেক্ষনের দায়িত্ব গ্রহণ করে।[৯] ১৯৩৬ সালে রাস্তাটিকে ডিউ ২ নামকরণ হয়, এটি ম্যারিল্যান্ড সীমান্ত থেকে নিউআর্ক হয়ে উইলমিংটন পর্যন্ত বিস্তৃত ছিল।[১০] ১৯৭২ সালে এই অংশটিকে বিভক্ত সড়কে পরিনত করা হয়।[১১] অবশেষে, ২০১৩ সালে ডেলডট রাস্তাটির নতুন নামকরণের প্রস্তাব দেয়, ফলে ম্যারিল্যান্ড বর্ডার থেকে ক্রিস্টিনা পার্ক পর্যন্ত রাস্তাটিকে ডিই ২৭৯ এবং বাকি অংশকে ডিই ৮৯৬ নামকরণ করা হয়। বর্তমানে এটি ডিই ২৭৯ নামে পরিচিত, এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল রক্ষনাবেক্ষনের ব্যবস্থাকে আরও সহজতর করা এবং ২০১৩ সালের গ্রীষ্মে প্রজেক্টের পুরো কাজ শেষ হয়ে যায়।[১২]

মূখ্য অংশবিশেষ[সম্পাদনা]

সম্পূর্ণ রুট হল নিউআর্ক, নিউ ক্যাসল কাউণ্টি-এ।

মাইল[১]কিঃমিঃগন্তব্য[২][৩]টীকা
০.০০০.০০ MD ২৭৯ পশ্চিম (এক্টন রোড)ম্যারিল্যান্ড স্টেট লাইন, পশ্চিম প্রান্তবিন্দু
১.০৫১.৬৯ DE ৪ পূর্ব  – ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়পূর্ব প্রান্তবিন্দু
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Staff (২০১১)। "Traffic Count and Mileage Report: Interstate, Delaware, and US Routes" (PDF)Delaware Department of Transportation। সংগ্রহের তারিখ মে ১, ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. গুগল (মে ১, ২০১৪)। "overview of Delaware Route 279" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ মে ১, ২০১৪ 
  3. Newark West Quadrangle: Delaware–Maryland–Pennsylvania (Topographic map)। 1:24,000। 7.5 Minute Series। United States Geological Survey। ২০১১। ওসিএলসি 794112185 
  4. National Highway System: Delaware (PDF) (মানচিত্র)। Federal Highway Administration। ২০১০। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০১২ 
  5. টেমপ্লেট:Delaware road map
  6. টেমপ্লেট:Delaware road map
  7. "Annual Report of the State Highway Department" (পিডিএফ) (1925 সংস্করণ)। Dover, Delaware: Delaware State Highway Department। ডিসেম্বর ৩১, ১৯২৫: 21। সেপ্টেম্বর ২৩, ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১১, ২০১৪ 
  8. "Delaware State Highway Department Report" (পিডিএফ) (1926 সংস্করণ)। Dover, Delaware: Delaware State Highway Department। ডিসেম্বর ৩১, ১৯২৬: 35। ফেব্রুয়ারি ৯, ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১১, ২০১৪ 
  9. "Annual Report of the State Highway Department" (পিডিএফ) (1927 সংস্করণ)। Dover, Delaware: Delaware State Highway Department। ডিসেম্বর ৩১, ১৯২৭: 28। সেপ্টেম্বর ২৩, ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১১, ২০১৪ 
  10. টেমপ্লেট:Delaware road map
  11. টেমপ্লেট:Maryland road map
  12. Shannon, Josh (জুলাই ১, ২০১৩)। "A route to less clutter: DelDOT to consolidate Newark route numbers"Newark Post। সংগ্রহের তারিখ আগস্ট ১৫, ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

রুটের মানচিত্র:

KML is from Wikidata