ডাইক্যালসিয়াম সাইট্রেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাইক্যালসিয়াম সাইট্রেট
নামসমূহ
ইউপ্যাক নাম
ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ২-হাইড্রোক্সিপ্রোপেন-১,২,৩-ট্রাইকার্বক্সিলেট
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
কেমস্পাইডার
ইসি-নম্বর
ইউএনআইআই
  • InChI=1S/C6H8O7.Ca/c7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;/h13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);/q;+2/p-2 ☒না
    চাবি: PFKGDYCESFRMAP-UHFFFAOYSA-L ☒না
  • InChI=1S/C6H10O4.2Ca.3H2O/c7-3-1-6(10,5-9)2-4-8;;;;;/h1-5H2;;;3*1H2/q-4;2*+2;;;
    চাবি: NASRAZMFZQSAIG-UHFFFAOYSA-N
  • [O-]C(CC(C(O)=O)(O)CC([O-])=O)=O.[Ca+2]
বৈশিষ্ট্য
C6H6Ca2O7
আণবিক ভর ২৭০.২৬ গ্রাম/মোল
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
☒না যাচাই করুন (এটি কি YesY☒না ?)
তথ্যছক তথ্যসূত্র

ডাইক্যালসিয়াম সাইট্রেট একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত C6H6Ca2O7। এটি সাইট্রিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ।[১]

ধর্ম[সম্পাদনা]

ডাইক্যালসিয়াম সাইট্রেট একটি সাদা রঙের কঠিন পদার্থ। এর স্ফটিকে সাধারণত তিন অণু সোদক জল থাকে।[২] এটি একটি গন্ধহীন পদার্থ। বেশির ভাগ স্ফটিক জল ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের হয়ে আসে। ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরো জলই বের হয়ে যায়।[৩] এই লবণটি ঠাণ্ডা জলের থেকে গরম জলে বেশি দ্রাব্য, তবে অ্যলকোহলে অদ্রাব্য।[৪]

ব্যবহার[সম্পাদনা]

ওষুধ শিল্পে ডাইক্যালসিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. PubChem। "Citric acid, calcium salt"pubchem.ncbi.nlm.nih.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪ 
  2. "Commission Regulation (EU) No 231/2012"। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৩ 
  3. Lewis, R.J., Sr (Ed.). Hawley's Condensed Chemical Dictionary. 13th ed. New York, NY: John Wiley & Sons, Inc. 1997., p. 195
  4. Budavari, S. (ed.). The Merck Index - An Encyclopedia of Chemicals, Drugs, and Biologicals. Whitehouse Station, NJ: Merck and Co., Inc., 1996., p. 272