ডলিপোর সেপ্টাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রথম বন্ধনী মধ্যস্থ (১) ডলিপোর সেপ্টাম এর "টুপি" (২)। কোষ প্রাচীর (৩) পিপা আকৃতিসদৃশ সেপ্টীয় রিং। (৪) এবং (৫) এর মধ্যে সাইটোপ্লাজম প্রবাহের ছিদ্র।

ডলিপোর সেপ্টাম রাস্ট এবং স্মাট ছত্রাক ব্যতীত সকল বেসিডিওমাইসিটিসের সেপ্টার ছিদ্র জটিল ধরনের। এ ছিদ্রকে ডলিপোর সেপ্টাম বলে। মুর এবং ম্যাক অ্যালেয়ার(১৯৬২) বেসিডিওমাইসিটিসের ডাইক্যারিওটিক হাইফার সূক্ষ্মগগঠন পযর্বেক্ষণ করেন। তাদের মতে, অধিকাংশ বেসিডিওমাইসিটিসের এর হাইফার কেন্দ্রসস্থলে বিশেষ ধরনের রন্ধ্র থাকে।