ডলফিন (চিত্রকর্ম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডলফিন
শিল্পীমাউরিৎস কোর্নেলিস এশ্যর
বছরফেব্রুয়ারি, ১৯২৩
ধরনকাঠ খোঁদাই
আয়তন২৯.১ সেন্টিমিটার × ৪৯.২ সেন্টিমিটার (১১.৫ ইঞ্চি × ১৯.৪ ইঞ্চি)

ডলফিন(ইংরেজি: Dolphins) (ফসফোরসেন্ট সাগরের ডলফিন নামেও পরিচিত) ওলন্দাজ চিত্রকর মাউরিৎস কোর্নেলিস এশ্যরের তৈরী কাঠখোঁদাই মুদ্রিত চিত্রকর্ম। ১৯২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি এই চিত্রকর্ম তৈরী করেছিলেন[১]

চিত্রে সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের ঢেউ ঠেলে এগিয়ে যাওয়া জাহাজের সম্মুখভাগ এবং জাহাজের সম্মুখভাগে একদল ডলফিনের সাঁতারের দৃশ্য অঙ্কিত হয়েছিল। এশ্যর তার এই কর্মটি নিয়ে উচ্ছাসিত ছিলেন। জাহাজের প্রান্তরেখা, সমুদ্রের ঢেউ আর ডলফিন আকর্ষণীয় এবং চমকিত করার জন্য এশ্যর ডিনোফ্লাজেলা শৈবালের জীব দ্যুতি ব্যবহার করেছিলেন।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Most Popular"M.C. Escher - The Official Website (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৪ 
  2. লোশার ২০০২

গ্রন্থসূত্র[সম্পাদনা]

  • লোশার, জে এল (২০০২)। The Magic of M. C. Escher। হ্যারি এন আব্রাহাম ইঙ্ক। আইএসবিএন 0-8109-6720-0