টেমপ্লেট আলোচনা:সাময়িকী উদ্ধৃতি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(টেমপ্লেট আলোচনা:Cite journal থেকে পুনর্নির্দেশিত)

সাহায্য[সম্পাদনা]

কেউ পারলে ইংরেজির মতো বাংলাতেও, '|url-access=' অথাৎ '|ইউআরএল-সংগ্রহ=' সবসময়ে নাম প্যারামিটারের মতো উপরে থাকবে এবং Allowed keywords - registration, limited, subscription থাকবে; নিজেকে লিখতে হবে না, ক্লিক করলে তিনটি option-ই দেখাবে, করে দেন এরকম। -- ওহিদ (আলাপ) ১২:০৭, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

যেমন: ইংরেজি উইকিপিডিয়ায় যে কোন নিবন্ধে দৃশ্যমান সম্পাদনায় open করুন, Add a citation -> Manual -> website -> URL status-এর মতো দেখতে হবে প্রায় এটি। আশা করছি বুঝতে পেরেছেন। -- ওহিদ (আলাপ) ১২:২৪, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সাময়িকী ক্ষেত্রে ইউআরএল বা Doi দ্ধারা সয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়, এক্ষেত্রে উপরে না থাকলেও চলবে, normal parameter-এর মতো 'আরও প্যারামিটার যোগ করুন' সেখানে থাকলেই হবে, তবে ধরনটা এরকম করেন তাহলে সুবিধা হবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি প্রয়োজন হয়। -- ওহিদ (আলাপ) ১২:৩২, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@ওহিদ: করেছি। আর "আরও প্যারামিটার যোগ করুন" অংশে ক্লিক করলে প্রথমে কী দেখাবে তা নথি থেকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেই, এটা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করে দেখায়। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
অসংখ্য ধন্যবাদ! আপনার বুদ্ধিমত্তার আর প্রশংসা করতে চাই না, যতই করি ততটাই কম হয়ে যায়। দীর্ঘ নয় বছরের বেশি সময় ধরে বাংলা উইকিপিডিয়া গঠনে আপনার কঠোর ক্লান্তহীন পরিশ্রমের জন্য আপনার কাছে আমি অনভিজ্ঞ নবগত উইকিপিডিয়ান কৃতজ্ঞ। -- ওহিদ (আলাপ) ০৫:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সব উদ্ধৃতিগুলিই আপনি ঠিক করে দিলেন, 'বই উদ্বৃতি'র জন্য কিছু হালনাগাদ করা লাগলে পরে সময় পেলে করে দিয়েন। -- ওহিদ (আলাপ) ০৫:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ -- ওহিদ (আলাপ) ০৫:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]