টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৩০ নভেম্বর ২০১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


আজ থেকে ৮০ বছর আগে, সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করলে শীতের যুদ্ধ শুরু হয়। যুদ্ধটি −৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড (−৪৫° ফাঃ) তাপমাত্রায় সংঘটিত হয়। ছবিটিতে, ১৯৪০ সালের ৬ জানুয়ারি যুদ্ধের সময়, সোভিয়েত যুদ্ধবন্দীরা সুমেরু বৃত্তের কাছে ফিনল্যান্ডের রোভানিয়েমিতে নতুন পোশাক পরিহিত অবস্থায় আছেন।