টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১০ জানুয়ারি ২০২৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


হালিম প্রকৃতপক্ষে এক ধরনের স্টু যা মধ্য ও দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে জনপ্রিয়। এটি একটি পুষ্টিকর খাবার যা মাংস (প্রায়শই খাসি, গরু বা মুরগির মাংস), মসুর ডাল, গম, বার্লি এবং মশলা সহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। যদিও অঞ্চল ভেদে এর তারতম্য হয়। ছবিটি তুলেছেন মুন্নি আক্তার মিম, যা উইকিমিডিয়া কমন্সে সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।