ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
Jhenaidah Govt. Technical School and College
প্রধান ফটক
অবস্থান
মানচিত্র
,
৭৩০০

স্থানাঙ্ক২৩°৩২′০৮″ উত্তর ৮৯°১০′১৮″ পূর্ব / ২৩.৫৩৫৪৬৬৪° উত্তর ৮৯.১৭১৫২৯৩° পূর্ব / 23.5354664; 89.1715293
তথ্য
ধরনসরকারি
নীতিবাক্যশিক্ষা, শান্তি, শক্তি
প্রতিষ্ঠাকাল১৯৬৫
প্রতিষ্ঠাতাবাংলাদেশ সরকার
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাঝিনাইদহ জেলা
সেশন৬ষ্ঠ থেকে ১২শ
ইআইআইএন১৩২৮৮২
অধ্যক্ষড. মো: আনিচুর রহমান মৃধা
লিঙ্গবালক-বালিকা
শিক্ষার্থী সংখ্যা১২০০ জন (প্রায়)
সময়সূচির ধরনদিবা
সময়সূচিসকাল ৯:০০ ঘটিকা - দুপুর ২:০০ ঘটিকা
ক্যাম্পাসসমূহ১টি
ক্যাম্পাসের ধরনশহরে
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার ঝিনাইদহ শহরে অবস্থিত। বিদ্যালয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৫ সালে ৩.৮২ একর জমির ওপর ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠে ঝিনাইদহ ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট। তখন ২ বছর মেয়াদী বেসিক ট্রেড কোর্সের ওপর প্রশিক্ষন প্রদান করা হতো।

পরবর্তীতে ১৯৯৫ সাল থেকে এসএসসি (ভোকেশনাল) কোর্স প্রবর্তন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সন হতে এইচএসসি (ভোকেশনাল) কোর্স প্রবর্তন করা হয়। ১৯৬৫ সন হতে ১৯৯৬ সন পর্যন্ত ২ টি ট্রেড চালু থাকলেও ১৯৯৭ সন হতে মোট ৪ টি ট্রেড চালু হয়। পরবর্তীতে ২০০৩ সালে ঝিনাইদহ ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট থেকে ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নামকরণ হয়। পরবর্তীতে সরকার কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারের জন্য ২০২২ সন হতে ৬ষ্ঠ শ্রেনী হতে ৮ম শ্রেনী পর্যন্ত জেএসসি ভোকেশনাল কোর্স চালু করেন।[২]

একাডেমিক কার্যক্রম[সম্পাদনা]

বর্তমানে কলেজটিতে চারটি শ্রেণীতে ট্রেড রয়েছে।

নং শ্রেণী ট্রেডের নাম
০১ ষষ্ঠ প্রযোজ্য নয়
০২ সপ্তম
০৩ অষ্টম
০৪ নবম জেনারেল ইলেকট্রনিক্স-৬২
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-৭৫
আইটি সাপোট অ্যান্ড আইওটি বেসিক-৮৮
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়অর্কস-৯০
০৪ দশম জেনারেল ইলেকট্রনিক্স-৬২
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-৭৫
আইটি সাপোট অ্যান্ড আইওটি বেসিক-৮৮
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়অর্কস-৯০
০৫ একাদশ কম্পিউটার অপারেশন অ্যন্ড মেইনটেন্যান্স-২৫
ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স-২৭
ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন-২৮
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-২৯
০৬ দ্বাদশ কম্পিউটার অপারেশন অ্যন্ড মেইনটেন্যান্স-২৫
ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স-২৭
ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন-২৮
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-২৯
০৭ ট্রেনিং কোর্স
  • ০৩ মাস মেয়াদি
  • ০৬ মাস মেয়াদি
জেনারেল ইলেকট্রিশিয়ান-৩৩
কম্পিউটার অফিস এপ্লিকেশন-৭৬
ড্রাইভিং কাম-অটোমেকানিক্স
মোবাইল ফোন সার্ভিসিং
০৮ এসইআইপি মটর ড্রাইভিং উইথ মেইনটেনেন্স কোর্স

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ"জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৬ 
  2. "সংক্ষিপ্ত ইতিহাস"ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৬