জ্যানা লেভিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যানা লেভিন
২০১৯ সালে
জাতীয়তামার্কিন
পরিচিতির কারণআ ম্যাডম্যান ড্রিমস অভ টুরিং মেশিনস
পুরস্কারগুগেনহাইম সভ্য২০১২
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্র
প্রতিষ্ঠানসমূহবার্নার্ড কলেজ

জ্যানা লেভিন (জন্ম ১৯৬৭) একজন মার্কিন তাত্ত্বিক বিশ্বতত্ত্ববিদ এবং বার্নাড কলেজে পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক। তিনি ১৯৮৮ সালে বার্নার্ড কলেজ থেকে জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে স্নাতক উপাধি অর্জন করেন (দর্শনে বিশেষ জোরসহ)। এরপর তিনি ১৯৯৩ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজি থেকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ডক্টরেট উপাধি অর্জন করেন।[১] জ্যানা লেভিনের সিংহভাগ গবেষণাকর্মের উদ্দেশ্য হল এমন সব প্রামাণিক তথ্য অনুন্ধান করা, যেগুলি দিয়ে এই অনুকল্পটি সমর্থন করা সম্ভব যে আমাদের মহাবিশ্বের টপোগাণিতিক প্রকৃতি অ-নগণ্য ধরনের হবার  কারণে এটির আকার সম্ভবত সসীম।[২]  এছাড়া তিনি কৃষ্ণ গহ্বরবিশৃঙ্খলা তত্ত্ব নিয়ে কাজ করেছেন। তিনি ২০০৪ সালের জানুয়ারি মাসে বার্নার্ড কলেজের শিক্ষকমণ্ডলীতে যোগদান করেন। বর্তমানে তিনি সেখানে পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে "ক্লেয়ার টাও" অধ্যাপক।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Black Hole Blues"phibetakappa.tumblr.com। জুলাই ১৯, ২০১৭। 
  2. Levin, Janna। "In space, do all roads lead to home?"Plus Magazine। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১২